18/05/2021

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি তার ফোন দিয়ে আপনার কথা রেকর্ড করছে কিনা কিভাবে বুঝবেন?

 এজন্য আপনাকে যা করতে হবে একদমই সিম্পল, এর জন্য আপনার ফোনে একটা এপ্স ইন্সটল করতে হবে ইন্সটল করে কথা বলার সময় যদি অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা রেকর্ড করে তাহলে আপনার ফোনে ইন্সটল কৃত এপ্স টি আপনাকে জানিয়ে দিবে এপ্স টি গুগল প্লে ষ্টোরেই পাবেন এপ্সটির নাম  Access Dots.

এপ্সটি ইন্সটল করে কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিন, এখন কথা বলার সময় যদি কেউ আপনার কথা রেকর্ড করে তাহলে Display এর উপরের সাইটে ডানপাশের কোনায় একটি হলুদ কালারের (ডট) . ফোটার মত দেখতে পারবেন।