29/02/2016

ফেসবুক আইডির নিরাপত্তা সর্বোচ্চ করুন… হয়তো আজকের এই নিরাপত্তাই ভবিষ্যতের কোন বিপদ থেকে আপনাকে বাঁচাবে

ফেসবুক আইডির নিরাপত্তা সর্বোচ্চ করুন…
হয়তো আজকের এই নিরাপত্তাই ভবিষ্যতের কোন বিপদ থেকে আপনাকে বাঁচাবে এমনিতে ভাবলে ফেসবুক এর জগত টা কিছুই না আবার অন্যভাবে ভাবলে এই জগতটা অনেক গুরুত্বপূর্ন ভার্চুয়াল জগত টা ও আমাদের ব্যক্তিগত জীবনের সাথে বিভিন্ন ভাবে সম্পর্কিত থাকে…
সুতরাং ব্যক্তিগত জীবনের শত্রুতা থেকেও হতে পারে আপনার ফেসবুক আইডি হ্যাক। হতে পারে আপনার শত্রু যে কিনা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত …
সে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা কম থাকার সুযোগ নিয়ে আইডিতে লগিন করে ইচ্ছা মতো আপনার নামে আপনারই প্রোফাইল থেকে উলটা পালটা কথা রটানো শুরু করলো…
ব্যাপার টা কিন্তু অনেক ভয়ংকর এবং আপনার ব্যাক্তিগত জীবনেও অনেক বড় প্রভাব ফেলতে পারে…
সুতরাং ব্যাক্তিগত জীবনে ঝামেলা বিহীন থাকার জন্যও আমাদের উচিত ফেসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা…
আপনাদের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করার জন্যই আজকে আমার এই পোষ্ট…
চলুন শুরু করা যাক-
ফেসবুক সিক্যুরিটি কোয়েশ্চনঃ
ফেসবুক আইডির একসেস নেয়ার জন্য এটি বহুল ব্যবহৃত একটি পন্থা…
ধরুন আপনি ফেসবুক খোলার প্রথম দিকে বুঝে না বুঝে সিক্যুরিটি কোয়েশচন এড করেছিলেন এবং সেটার উত্তর মোটামোটি ভাবে আপনার শত্রুও আন্দাজ করে বের করে ফেলছে…
তারপর যদি ২৪ ঘন্টা একাউন্ট এ লগিন না করেন শত্রু ইচ্ছা করলেই আপনার একাউন্ট এর একসেস নিয়ে নিতে পারবে। ফেসবুকে এই সিক্যুরিটি কোয়েশ্চন এর উত্তর একবার আপডেট করলে পরবর্তী তে আপডেট করার ও উপায় নেই। কোয়েশ্চন গুলা ও সাধারনত এরকম হয়
-আপনার দাদার পেশা কি?
-আপনার প্রিয় শিক্ষকের নাম কি? যেগুলার উত্তর আপনার সম্পর্কে কেউ খোজ খবর নিয়ে খুব সহজেই বের করে নিতে পারবে । সুতরাং আপনার একাউন্ট এ যদি এরকম সিক্যুরিটি কোয়েশ্চন এড করা থাকে এমন টা হতেই পারে যে একদিন পর ফেসবুকে লগিন করে দেখলেন আপনার একাউন্ট হ্যকড!
বাঁচার উপায়ঃ
খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন… এই ধরনের হ্যাক এক্টিভিটি থেকে বাচার জন্য নিচের প্রসেস ফলো করুন।
*.ফেসবুকে লগিন করুন
*. Settings এ যান
*. Security তে যান
*. Trusted Contacts এ গিয়ে আপনার পরিচত এবং বিশ্বস্ত ৩ জন বন্ধুকে ট্রাষ্টেড কন্টাক্ট হিসেবে বাছাই করুন ব্যাস… এখন আর কেউ সিক্যুরিটি কোয়েশ্চন মেথড আইডি এর একসেস নিতে পারবে না উত্তর জেনে ফেললেও… বিঃদ্রঃ Trusted Contact লিষ্ট সব সময় আপডেট করবেন এবং যেন আপনার ৩ জন বন্ধু এই লিষ্টে সব সময় এড করা থাকে সেটা নিশ্চিত করবেন। মোবাইল নম্বরঃ আমরা ফেসবুকে নম্বর এড করে রাখি যেন এই নম্বর দিয়ে পরবর্তীতে আইডির পাসোয়ার্ড রিকভার করে নিতে পারি। কিন্তু এই ফোন নম্বর ব্যবহার মাধ্যমেই যে কেউ আপনার আইডি হাতিয়ে নিতে পারে। আপনি বলতে পারেন আপনার সীম তো আপনার কাছেই থাকে… তবে কীভাবে আপনার নম্বর ব্যবহার করেই আইডি হাতিয়ে নিবে?
উত্তর হলো ভাই এটা বাংলাদেশ… টাকার বিনিময়ে সব কিছুই পসিবল….আপনার শত্রুর যদি কাস্টমার কেয়ার এ কাজ করে এমন কারো সাথে জানাশোনা থাকে এবং সে চায় আপনার নম্বর তার নামে রিপ্লেস করতে সে এটা পারবে … টাকার বিনিময়ে হোক অথবা সখ্যতার বিনিময়ে…
বাঁচার উপায়ঃ
*.প্রথমেই চেষ্টা করুন এমন নম্বর ফেসবুকে এড করে রাখতে যেটার খবর কেউই জানে না… অর্থাৎ সিক্রেট কোন নম্বর
*.অথবা যদি সবাই জানে এরকম নম্বর ই এড করে রাখতে চান তবে অবশ্যই সঠিক কাগজ পত্র দিয়ে নম্বর টা ভেরিফাই করে নিন এবং অন্য কেউ যেন আপনার নম্বর নিজের নামে রিপ্লেস করতে না পারে সে ব্যাবস্থা গ্রহন করুন।
ইমেইলঃ
আপনার একাউন্ট এ যে ইমেইল টা এড আছে সেটা হ্যাক করার মাধ্যমেও হ্যাক হতে পারে আপনার ফেসবুক।সুতরাং আপনার ইমেইল আইডির সর্বোচ্চ নিরাপত্তা দান ও ফেসবুক সিক্যুরিট এর মাঝে পরে।
বাঁচার উপায়ঃ
*.এমন একটা ইমেইল ব্যাবহার করুন যেন সেটা সহজেই কেউ আন্দাজ করতে না পারে…
*.জিমেইল একাউন্ট ব্যাবহার এর চেষ্টা করুন । ইয়াহু ব্যবহার করলে কয়েকদিন পর পর লগিন করুন… কারন ইয়াহু একাউন্ট এ এক নাগারে কয়েক মাস লগিন না করলে একাউন্ড ডিজেবল করে দেয়।
*.ইমেইল আইডির নিরাপত্তার জন্য সবাই জানে এমন ইমেইল ব্যবহার করলে অই ইমেইলে এমন ফোন নম্বর ব্যাবহার করুন যেটা কেউ জানেনা এবং ফোন নম্বর সম্পর্কে জানলেও কেউ রিপ্লেস করতে পারবে না সেটা নিশ্চিত করুন। সীম নিজের নামে রেজিষ্ট্রেশন করে নিন।
ফিশিংঃ
ফিশিং হলো এক প্রকার ফাঁদের মতো।এর মাধ্যমেও অনেকে আপনাকে বোকা বানিয়ে আইডি হাতিয়ে নিতে পারে। ফিশিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে নকল একটা ওয়েবপেইজ যেটা আসলটার মতো দেখতে তৈরী করা হয় এবং ভিক্টিম কে সে নকল সাইটের লিংক টা দেয়া হয়।। ভিক্টিম যদি সেই নকল সাইটকে আসল ভেবে লগিন করে তখন ভিক্টিম এর ইউজার নেম/পাসোয়ার্ড চলে যায় ফিশিং সাইট যে তৈরী করেছে তার হাতে।
বাঁচার উপায়ঃ
*.কেউ যদি আপনাকে ইনবক্সে কোন লিংক দিয়ে সেখানে গিয়ে লগিন করতে বলে এবং বিভিন্ন টাইপ লোভ দেখায় তবে লগিন করবেন না..যদি লগিন করেন ও অবশ্যই অই সাইটের ওয়েব লিংক[ http://example.com] টা আসল নাকি মিলিয়ে নিবেন ।
*.যদি কখনো মনে করেন আপনি ফিশিং সাইটে ইউজার নেম এবং পাসোয়ার্ড দিয়ে ফেলেছেন সাথে সাথে সে পাসোয়ার্ড পরিবর্তন করে নিবেন।
ফেসবুক এপঃ
ফেসবুক এপ ব্যবহারের মাধ্যমেও আপনার আইডিতে এপ ডেভেলপার একসেস টোকেন এর সাহায্যে যেকোন কিছু পোষ্ট করতে পারে।তা কোন ফেসবুক এপকে একসেস দেয়ার সময় দেখে নিন সেটা বিশ্বস্ত কিনা এবং কোন এপ প্রয়োজনের বেশী একসেস চাইলে [পেজ একসেস/মেসেজ ভিও একসেস ] যেটা তাদের দরকার নেই তাহলে সে এপ ব্যাবহার না করাই ভালো । এইসব সতর্কতা গুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনার আইডি সহজে কেউ হ্যাক করতে পারবে না।

19/02/2016

এবার আপনার সাইটকে Google এ এড করে নিন খুব সহজেই

খুব সিম্পল একটা টিপস,
এজন্য আপনাকে প্রথমে google বা জিমেইল একাউন্টা লগ ইন করতে হবে আর যদি আগে থেকে করা থাকে তাহলে কাজে নেমে
পরুন, এখন আপনি প্রথমে google.com/addurl এ গিয়ে আপনার সাইটের নাম দিয়ে captcha পুরন করে সাবমিট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন, ব্যেস আপনার কাজ শেষ, আপনার সাইট google এ এড হয়ে গেছে।

12/02/2016

How To Hack FB Account by keylogger

HOW TO HACK FACEBOOK WITH KEYLOGGER. Today we are really going to take a very hot tutorial on how to hack facebook with keylogger,alot of people have been sending me mail to post a tutorial on how to Hack fb,please for those that does not like hacking please don't be offended by this post,and i hope one day dat when u forget ur pc password or have any problem that will need the help of hacking maybe by then u will know the value of hacking,and in this group will do not use our hacking for evil,and if we find out dat any members does evil with the hacking tutorial,he/ she will be banned from the group,so take ur time and go through this tutorial.and i hope u will love it. Keylogger to hack into anyone’s facebook account. Keylogger does more than hacking facebook account password. This keylogger will mail you all the saved passwords on your victims PC to your Gmail account. As Most facebook addicts do save their password in their web-browser, there is high possibility that you will get facebook login details. Alon with this the keylogger will also mail you all the information about your Victim. This information includes Screenshots, opened window details, visited websites and much more. Not all hacking softwares and keyloggers are Anti- Spywares Shielded. Most Antivirus Softwares are familiar with these free keyloggers and they might flag this keylogger as a Virus. So to experience this keylogger you might need to temporarily turn off your antivirus or uninstall it. But Don’t worry, if your victims antivirus is not up to date or freeone, there are high chances that you may end up getting his keylogs. So give it a Try. Recommended: Buy Antivirus shielded SniperSpy key-logger that operates in stealth mode! -Features of Emissary Keylogger: Can mail all the Keystrokes including login details Can send screenshots of the victim’s Screen Can Block VirusScanning Websites on victim’s computer Can Disable TaskManager on victim’s PC Can Disable Regedit on victim’s PC -How to hack facebook password with keylogger First make sure you have ‘Microsoft’s .net Framework‘ installed on your PC, if you dont have pleasedownload and install it.
  • The victim need not have .net framework. Follow the Steps below: Step 1: Download ‘Emissary Keylogger‘ Software and extract the files to desktop. If your Antivirus deletes the file, then please turnoff your Antivirus or uninstall it and try downloading again. Step 2: Run ‘Emissary.exe’ file and enter your gmail account details, so that the password and other info of your victim can be mailed to you. If you are afraid of entering your gmail details, then do create one temporary fake account and enter those details. Step 3: After you enter your ‘Gmail account’ details Click on ‘Test’ to test the connection to your Gmail account. In the Server name Field you can change the name if you want. enter any Time Interval in the interval field. This timer controls the time interval between two keylogs emails. You can also show fake error message to your Victim when he clicks your server.exe file. to do so enter the error title and description in the ‘Fake error message’ field. Step4: Now after filling the required fields, Click ‘Build’ button. This will create another file called server.exe in the same directory. Step5: Now send this server.exe file to victim and make him install it on his computer. You can use Binder or Crypter to bind this server.exe file with say any .mp3 file so that whenever victim runs mp3 file, server is automatically installed on his computer without his knowledge. also read: How to change ICON of .exe file? [ * ] Now because this is a free keylogger, you can’t send server.exe file via email. Almost all email domains have security policy which does not allow sending .exe files. So to do this you need to compress the file with WinRar or upload it to Free File Storage Domains, like Mediafire, rapidshare, filethief etc. Step6: Once the victim runs your sent keylogger file on his computer, it searches for all the stored usernames and passwords and it will send you email containing all keylogs and screenshots regularly after the specified ‘Time interval’ NOTE:This post is for educational purpose only. Please help invite ur friends to the group IF U LIKE THIS POST CLICK ON LIKE.
Download it: Download

09/02/2016

[Root][Cwm/Twrp] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের স্টক রম (stock rom) ব্যাকআপ করবেন?দেখে নিন।

,
,
,
,
,
,
,
ফোন রুট করার পর প্রথম কাজ হল Stock Rom ব্যাকআপ করা। এই কাজটি করে রাখলে ব্রিক হওয়ার ভয় থেকে রক্ষা পাওয়া যায়।

আর ফোন ব্রিক হলেও ব্যাকআপ নেওয়া Stock Rom টি রিস্টোর দিলেই ঠিক হয়ে যায়।

,
,
,
,

অনেকে রুট করে ঠিকই কিন্তু স্টক রম ব্যাকআপ দিতে পারে না। অনেকে এই পোস্টের জন্য রিকুয়েস্ট দিয়েছিল তাই পোস্টটি করলাম।

,
,
,
,
,
,

প্রথমেই,


CWM বা ClockworkMod রিকভারির মাধ্যমে ব্যাকআপ।

## যাদের ফোনে CWM ইন্স্টল করা নাই তারা এখানে দেখুন।

## রিকভারি মোডে যাওয়ার জন্য MobileUncle Tools বা PowerMenu ইউস করুন।

## Backup & Restore এ যান এবং Backup দিন।

## ব্যাকআপ শেষ হলে Reboot System Now দিন এবং মেমরি কার্ডে দেখুন Clockworkmod নামে ফোল্ডার দেখতে পাবেন।

## আপনার সুবিধার্থে এই ফোল্ডারটি অন্য কোথাও না আপনার কম্পিউটারে সংরক্ষন করতে পারেন, যেন মেমরি ফরমেট হয়ে গেলেও পুনরায় ফোল্ডারটি ফিরিয়ে আনতে পারেন।

[ Note: ** মেমরি কার্ডে কমপক্ষে 2 GB ফাঁকা রাখবেন। ]

,
,
,
,
,
,
,
,


সেট ব্রিক হলে যেভাবে ব্যাকআপ থেকে রিস্টোর দিবেন।

## Power Button+ Volume Up বা Volume Up চেপে ধরে CWM এ যান এবং Backup & Restore এ যান।

## Restore সিলেক্ট করুন।

## Reboot System Now

,
,
,
,

,
,

,
,

TWRP রিকভারির মাধ্যমে ব্যাকআপ

Twrp ব্যাকআপ যেভাবে বানাবেন সকল এন্ড্রয়েড ফোনের জন্য

## TWRP তে যান এবং BackUP এ টাচ্ করুন।

##এই তিনটি সিলেক্ট করুন Boot,System,Data

## Swipe করুন

## ব্যাকআপ শুরু হবে।

,
,
,
,
,
,
,
,


TWRP রিকভারির মাধ্যমে রিস্টোর

## TWRP তে যান।

## Restore এ যান।

## ব্যাকআপ ফোল্ডার সিলেক্ট করুন। এবং রিস্টোর দিন।

একটি simple ফেসবুক টিপস্ ,যারা জানেন না তাদের জন্য , অনেকে মেসেজ পাঠায় কিন্তু আপনি মেসেজ পান না,সে মেসেজ গুলো দেখুন

আপনাকে ফেসবুকে অনেকে মেসেজ পাঠায় কিন্তু আপনি পান না, কিন্তু যে পাঠায় সে জানে সে পাঠিয়েছেই ,

এমনটা আপনার ক্ষেেত্রও হতে আপনি কাউকে মেসেজ দিলেন কিন্তু সে পেল না , কিন্ত আপনি ভাবলেন চলে গেছে.

আপনার কাছে পাঠানো ম্যাসেজ দেখতে পাননি,এমন মেসেজ দেখতে নিচের স্কিনসট্ অনুসরন করুন
Screenshot_2016-01-11-2g2-14-00-picsay.j
তারপরে একদম নিচে গেলে স্কিনসর্টের আসবে তারপর View Filtered Messages এ গেলেই দেখতে পাবেন
Screenshot_2016-01-11-21-51-28-picsay1.j

বিশেষ করে যারা ফ্রেন্ড না থাকা অবস্থায় মেসেজ দেয় তাদের মেসেজ ফিল্টারিং বক্সে গিয়ে এমন হয়