26/12/2015

Bike FB Code...

[[679634988738609]][[679698822065559]] [[679880812047360]][[680201498681958]] [[681749065193868]] past fb comment box, see uc browser and see magic.

12/11/2015

Framroot] রুট করুন সকল এন্ড্রয়েড ডিভাইস (হালনাগাদ পোস্ট)

কেমন আছেন সবাই?

আশা
করি নিজের এন্ড্রয়েড ডিভাইস নিয়ে সবাই সুখে
শান্তিতে আছেন।

যারা এন্ড্রয়েড 4.2.2 ডিভাইস
রুট করতে চান,তাদেরকে আজ একটি ওয়ান ক্লিক
রুট মেথড জানাতে এসেছি।

প্রথমে

images?q=tbn:ANd9GcQMk-wO778CMridF611FV5
Framroot 1.93 official latest
ডাওনলোড করে নিন।

লিঙ্ক Framaroot-1.9.3.apk

এবার সেটি ইন্সটল করুন ।

ইন্সটল হবার পর superuser/supersu যেকোনো
একটা সিলেক্ট করুন

তারপর Boromir এ ক্লিক করুন।

তারপর সেট রিবুট দিন।

ব্যাস,আপনার সেট এখন রুটেড কিনা তা চেক করার জন্য
Root Checker.apk

আজকের এই পর্বে যাদের ফোন রুট হবে না তারা পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।

বি:দ্র:সব এটা দিয়ে প্রিমো এফ টু,ডি টু,সি টু,ম্যাক্স ৯০৭
রুট করেছি

*সুপারইউজার এ প্রপার রুট নাও হতে পারে।
আপনি সুপারসু সিলেক্ট করলে ভাল হয়।

*যদি আনরুট করতে চান,ফ্রামরুট এ গিয়ে আনরুট
সিলেক্ট করে Boromir এ ক্লিক করলে হবে।


এন্ড্রয়েড ফোন রুট করুন এক ক্লিকে (Root your Android by one click) Root Lollipop

Unnamed

এন্ড্রয়েড ফোন রুট করুন এক ক্লিকে (Root your Android by one click)
Lollipop root

kingroot-3.jpg kingroot-4.jpg

Apps name : KingRoot (new version)
Apps Size : 2.84 MB
Download : KingRoot.apk

Changes in this version KingRoot :

– Sony Xperia Z3 and Samsung Galaxy S6 are supported now . – Sony , ZTE , LG and Huawei devices added to support list .

Lollipop Support Support for Android 2. 2, 2.3, 4.0, 4. 3, 4.4 , 5. 0

যারা হাজার খুজেও নিজের ফোনের CWM পাচ্ছেন না তারা CWM Recovery.img(কাস্টম রিকভেরি) যেভাবে তৈরি করবেন

আমাদের দেশে বেশিরভাগ
অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীই সিম্ফোনি
কিংবা ওয়াল্টনের ফোন ব্যবহার করেন। রুট
করার পর যা করা দরকার তা হল কাস্টম
রিকোভারি কাস্টম রিকোভারি তথা CWM
ফ্ল্যাশ দেওয়া। CWM ফ্ল্যাশ দিতে গিয়ে
অনেকেই ঝামেলায় পড়েন কারণ তাদের
ফোনের জন্য CWM খুজে পাওয়া যায়না
অনেক সময়। তাই বলে কি বসে থাকবে
কাজ ? না। আজকে শিখবেন কি করে
নিজেই বানিয়ে নিতে পারেন ফোনের
জন্য CWM। এটি মূলত মিডিয়াটেক চিপসেট
এর mtk65xx সিরিজ ব্যবহারকারীদের জন্য।
মজার কথা হলো সিম্ফোনি আর
ওয়াল্টনের মোটামুটি সব সেট ই এই
সিরিজের। চলুন তাহলে কাজ শুরু করা যাক-

★★★বিঃ দ্রঃ এটি মোটামুটি অ্যাডভান্স
লেভেলের কাজ। তাই ভালো করে
বুঝেই কাজে হাত দেবেন। যদি ঠিক করে
করতে পারেন তাহলে কাজ হবে। কাজ না
হলে কোথায় ভুল হচ্ছে বের করে আবার
চেষ্টা করুন। তবে ঠিক করে না বুঝলে
অ্যাডভান্স কাজ না করতে যাওয়াই
ভালো।

→যা যা লাগবে –


=============
• একটি রুটেড mtk65xx ফোন

• mtk65xx Drivers:
Download latest

• MtkDroidTools (latest ভার্শন) ডাউনলোড
লিংক :
Download latest mediafire

• অরিজিনাল রম বা স্টক রম (নেট থেকে
নামিয়ে নিতে হবে আপনার ফোনের
মডেল অনুযায়ী)
এক্ষেত্রে যদি আপনার কাছে আপনার
Phone এর boot.img এই file টা না থাকে,
তাহলে boot.img তৈরি করার tutorial
দেখতে এখানে click করুন।

• MTK MobileUncle Tools app :
Download

• Winrar :
Download

• কম্পিউটার

→ কার্যপ্রণালীঃ
============

১) প্রথমেই আপনার ফোনের স্টক রম টি
winrar দিয়ে এক্সট্রাক্ট (extract) করুন।

সেখান থেকে boot.img টিও আলাদা
ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

২) এবার USB DEBUGGING ON করা অবস্থায়
আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।
এবার MTKDroid tools চালু করুন। এটি আপনার
ডিভাইসকে সনাক্ত করবে আর ডিভাইসের
ডিটেইলস ও লিস্ট আকারে দেখাবে। যদি
না দেখায়, এর ভিতরের ADB terminal খুলুন
আর লিখুন adb devices. তবুও যদি কোনও
ডিভাইস সনাক্ত করতে না পারে, তাহলে
আপনাকে mtk drivers ইন্সটল করতে হবে।

৩) root, backup, recovery ট্যাব খুলুন এবং “To
choose the boot.img file” এ ক্লিক করুন। বাকী
সব যেমন আছে তেমন থাকবে। এরপরে
Recovery and Boot ক্লিক করুন এবং আগে স্টক
রম এক্সট্রাক্ট করে যে boot.img
পেয়েছিলেন সেটায় ক্লিক করুন।

image.jpg

৪) নতুন একটা পপ-আপ আসবে সেখানে YES
সিলেক্ট করবেন। কিছুক্ষণ পরেই দেখবেন
task complete দেখাচ্ছে।

৫) এবার MTKdroidTools ফোল্ডারে যান ।
সেখানে recovery নামের নতুন একটা
ফোল্ডার দেখতে পাবেন। ভিতরে
দেখবেন ২ টি ফাইল আছে। সেখান
থেকে recovery নামের ফাইলটি নিন আর
সেটি আপনার ফোনের SD card এ রাখুন
(কোনও ফোল্ডারের মধ্যে রাখবেন না)

৬) mobile uncle tool নামিয়ে ইন্সটল করে
ওপেন করুন (নেট অফ করে) ৭) এখন চাইলে
এই সফট থেকে IMEI টা ব্যাকআপ করে
রাখতে পারেন, এটা আপনাদের ঐচ্ছিক
কাজ, ইচ্ছা হলে করবেন। মাঝে মাঝে
অনেকের IMEI সমস্যা করে তখন এটা
কাজে লাগতে পারে।

৮) এখন recovery update এ ক্লিক করুন ।

৯) recovery.img নামে একটা ফাইল পাবেন,
সেখানে ক্লিক করুন ।

১০) ok ক্লিক করুন ।

১১) “flash into recovery” ok দিন,এখন
রিকোভারি মুডে ফোন অন হবে ।

১২) হয়ে গেলো আপনার কাস্টম
রিকোভারি (CWM/TWRP) ইন্সটল। ◘◘

বিশেষ দ্রষ্টব্য
=========

(১)ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

(২)Copy,Paste করা থেকে দূরে থাকুন ।
প্রয়োজনে Link দেয়ার চেষ্টা করুণ
================

(১)Advanced Level এর কাজ তাই যা করবেন
নিজ দায়িত্তে করবেন

(২)এর দারা আপনার Device এর
যেকোনোরূপ ক্ষতি সাধন হলে এর কোনরূপ
দায়ভার আমার বা Admin দের কিংবা Post
কারির নয় । বরং সম্পূর্ণ আপনার নিজের।

ধন্যবাদ।

এবার নিয়ে নিন Supar Tv Remote আপনার Android Phone এর জন্য আর Android Phone দিয়েই Control করুন Tv…. I test It Working

এবার নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download Supar Tv Remote.Apk

কিভাবে বেব্যহার করবেন নিচের ছবি গুলা দেখে জেনে নিন।

Screencast: আন্ড্রয়েডের সেরা স্ক্রীন রেকর্ডার+স্ক্রীনশট অ্যাপ, আপনার মোবাইলেই বানাতে পারবেন টিউটরিয়াল।

আমি নিজে ভিডিও টিউটরিয়াল বানানোর জন্য অনেকদিন ধরে স্ক্রীন রেকর্ডার খুচ্ছিলাম। অনেকগুলো ডাউনলোড করেছি যেগুলো আমার কমদামি ফোনে কাজ করে না। একটা অ্যাপ পেলাম যেটা ইউস করে আমি একটু খুশী হয়েছি। অ্যাপটার নাম হল Screencast Video Recorder
কমদামি মোবাইলে ভালো কাজ করে বলে আমি এই অ্যাপটিকে স্ক্রীন রেকর্ড করার সেরা অ্যাপ বলি। আরো অনেক অ্যাপ আছে যা দিয়ে রেকর্ড করলে মোবাইল স্লো হয়ে যায় সাথে ভিডিওটাও। এই অ্যাপটার অনেক গুলো সুবিধার মধ্যে একটা অসুবিধা হল ইন্টারনাল অডিও রেকর্ড হয় না। বাইরের অডিও মাইক দিয়ে রেকর্ড হবে কিন্তু ইন্টারনালি সাউন্ড রেকর্ড হয় না।

unnamed.jpg

প্রায় কোন অ্যাপতেই এই সুবিধাটা নাই, একটা পেলাম সে বলে কিটক্যাট লাগবে। আরেকটা অ্যাপ কমদামি মোবাইলে অডিও রেকর্ড করে না। কি ঝামেলা!!
তবে এই অ্যাপটি ব্যাবহার করা অনেক সহজ, ওপেন করে শুধু রেকর্ড বাটনে ক্লিক করলেই শুরু হবে আর শেষ হলে নোটিফিকেশান বার থেকে স্টপ রেকর্ডিং এ টাচ করতে হবে।
সেটিং থেকে ভিডিও কুয়ালিটি, অডিও রেকর্ড ডিভাইস সহ আর অনেক কিছু কাসটমাইজ করতে পারবেন। অ্যাপটি দিয়ে স্ক্রীনশটও নেওয়া যায়। তাই কেউ যদি ভিডিও রেকর্ড না করতে চান তাহলে শুধু স্ক্রীনশট নেয়ার জন্যেও এটা ব্যাবহার করতে পারেন।

hJPJcY-OmA78nAWKPD3cooI6-pC88tOsWvjBvTPp

অ্যাপটির সাইজ মাত্র ৩ এমবি এবং দাম $3.99 ডলার। আমি ফ্রী দিচ্ছি।

Click Here to Download

কম্পিউটারের USB লক করুন কোন সফটওয়্যার ছাড়াই।

আপনার কম্পিউটারের ইউ এস বি (USB )
নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয়
কারন
আপনি যখন থাকেন না তখন অন্য কেউ
আপনার কম্পিউটারে বসে কোন
মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ
ঢুকায়
তখন আপনার কম্পিউটারে ভাইরাস
ঢোকা ছাড়া ও আপনার প্রয়োজনীয়
তথ্য
গুলি চুরি হয়ে যেতে পারে। আর এত বড়
সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই
পেতে পারেন। এর জন্য আপনার কোন
সফটওয়্যার এর প্রয়োজন নেই। এর জন্য
আপনাকে যে কাজটি করতে হবে তা
নিম্নরুপঃ
প্রথমে আপনার কম্পিউটারের My
Computer
এ যান। তার পর My Computer এর উপর
মাউস
পয়েন্টটার রেখে রাইট বাটন ক্লিক
করুন
তার পর Properties এ যান। সেখান থেকে
Hardware সিলেক্ট করে Device
Manager এ
যান। এবার আপনার কম্পিউটারের ইউ
এস বি
( USB) পোর্টে একটা কার্ড রিডার
ঢুকান।
তার পর দেখতে পাবেন Storege volumes
নামে নতুন একটা অপশন এসেছে। তার পর
এটার উপর ক্লিক করলে Generic
volumes
নামে একটা অপশন পাওয়া যাবে তখন
সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক
করে
Disable সিলেক্ট করুন। আর তখন
Disable এর
জায়গায় Enable
লেখা চলে আসবে এবং আপনার
কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্ট
চালু
করতে Enable সিলেক্ট করুন।

আপনার কম্পিউটারের HD Screen Record করুন মাএ ৫ এমবির সফটওয়্যার দিয়ে

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাজে যে সফটওয়ার শেয়ার করবো তার নাম হল Apowersoft Screen Recorder এই সফটওয়ারটি স্ক্রিন রেকর্ড করার জন্য খুবই কার্যকারী। সফটওয়ারটি একদম ফ্রি।তাই কোন সিরিয়াল কি এর দরকার পরে না। আপনারা শুধু ডাউনলোড করবেন সেটাপ দিবেন আর ব্যবহার করবেন এতটুকুই কাজ।

Apowersoft অনলাইন স্ক্রিন রেকর্ডার আপনি বিনামূল্যে জন্য উইন্ডোজ এর ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন! এটা ব্যবহার করা খুবই সহজ এবং আপনি অডিও ক্যাপচার ও ভিডিও স্কাইপ এবং Gchat মত প্রোগ্রাম থেকে সরাসরি রেকর্ড করতে পারবেন। Apowersoft স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি আপনার ডেস্কটপ রেকর্ড স্ক্রিনশট নিতে, বা অডিও রেকর্ড করতে পারবেন।

Apowersoft%2BScreen%2BRecorder.JPG

আপনি সম্পূর্ণ পর্দা, নির্দিষ্ট অঞ্চলে রেকর্ডিং থেকে নির্বাচন করতে পারেন পর্দা রেকর্ড বিকল্প, মাউস ইত্যাদি প্রায় ফোকাস, বা ওয়েব ক্যাম ইনপুট নিতে, অডিও জন্য আপনি রেকর্ড ডেস্কটপ শব্দ বাছাই করতে পারেন। এছাড়া আপনার মাইক্রোফোন মাধ্যমে কথা বলে, বা উভয় একত্রিত. আপনি অডিও MP3 জন্য, OGG, WMA, বা WAV নির্বাচন করা যাবে যখন, HD, WMV, MP4, MKV, এবং FLV সহ রেকর্ড করতে নয়টি বিভিন্ন ভিডিও ফরম্যাটে মধ্যে নির্বাচন করতে পারবেন।
প্রধান কার্যাবলী:
একটি বোতাম ক্লিক সঙ্গে আপনার কম্পিউটারের পর্দায় রেকর্ড
ভিডিও এবং অডিও রেকর্ড সীমাহীন পরিমাণে
সিস্টেম এবং মাইক্রোফোন সাউন্ড উভয় ক্যাপচার
যাহা চান স্ক্রিনশট নিন
তার শক্তিশালী সহজ সম্পাদনা ফাংশন দ্বারা পোলিশ ভিডিও
যে কোন ফরম্যাটে আপনার ভিডিও রূপান্তর

কোন ধরনের ভ্যাজাল ছারা সফটওয়্যারটি ডাউনলোড করুনঃ

Click Here to Download

অনেক Voice Changer বেব্যহার করেছেন But কাজের একটাও না। তাই এবার নিয়ে আসলাম আশাধারণ একটি Voice Changer App. নিয়ে দেখুন বাকিটা কেমন

এবার নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download Voice Changer.Apk

নিচে App টির কাজ দেখুন।

অাপনার এন্ড্রোয়েড ফোনের জন্য নিয়ে নিন 5 GB Cloud Storage !

আমরা অনেকেই বিভিন্ন ধরনের Cloud Storage ইউস করি Such As Mediafire, DropBox ! কিন্তু আজকে আমি আপনাদের আরেকটি ফাটাফাটি Cloud Storage সম্পর্কে অবগত করবো !
Name: Ubuntu One
Size: 1.50 MB
Your Personal Cloud
Ubuntu One gives you 5GB of free storage for all your files, photos and music, watch as they magically appear on all your devices. Ubuntu One works on Windows, iOS, Android, Ubuntu and via the web.
Your Photos
Auto upload – any photo you take will appear online and on all your devices, the instant you take it. The U1 Files app also automatically uploads images from other photo apps you use, so if you’re into Instagram, it will automatically upload all those cool images to your Ubuntu One personal cloud, making them available on all your devices.
Everyone’s Delight
Share easily with family, friends and colleagues. Link to Facebook, Twitter, Google and other networks.
* Auto-uploads photos to your Ubuntu One personal cloud
* Auto-uploads images from other photo apps
* Easy links for sharing to Facebook, Twitter, Google and other networks
* Browse, select and download files and folders
* Upload and share files from your phone
Special Features:
~ Easy to use
~ 5 GB Storage
~ Share link
~ Copy link to clipboard
~ One Click Download

Screenshots:

1.png

2.png

Download Link:

Click Here To Download


বন্ধুর ফেসবুক আইডি হ্যাক না করেই তার স্ট্যাটাস পালটে তাকে চমকে দিন!

এখন যে ট্রিকটি শিখবেন সেটা কোন হ্যাকিং না শুধুই মজার জন্য। আপনি আপনার বন্ধুর ফেসবুক স্ট্যাটাস,কমেন্ট সহ প্রায় সবকিছু বদলে দিতে পারবেন।

এজন্য যা যা লাগবেঃ
১. Mozilla Firefox 5.0 or later
২. Firebug addon- এখান থেকে ডাউনলোড করুন

সবকিছু রেডি? তাহলে আমরা শুরু করি-

১. ফায়ারফক্স ব্রাউজারে আপনার ফেসবুক আইডিতে লগিন করে বন্ধুর আইডিতে যান। সেখানে যেকোন একটি স্ট্যাটাসের লেখার ওপর মাউসের কার্সর রাখুন এবং রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে মেনু থেকে Inspect Element with firebug সিলেক্ট করুন।

২. এবার ব্রাউজারের নিচে একটি window আসবে। এখান থেকে আপনি Edit এ ক্লিক করবেন। তাহলে

দেখবেন কিছু কোড লেখা আছে এরকম-

We just released a new Facebook app for iPhone and iPad and it’s a lot faster. Our team completely rewrote it from the ground up to focus on speed. It’s a big step forward.
এখানে  এর পর থেকে  এর আগ পর্যন্ত যা লেখা আছে তাই বন্ধুর স্ট্যাটাসের লেখাগুলো। এবার এগুলো আপনার ইচ্ছামত পালটে দিন। সাথে সাথেই বন্ধুর স্ট্যাটাসটিও বদলে যাবে।

৩. এবার firebug অফ করে বন্ধুর স্ট্যাটাসের screenshot নিন। সহজে screenshot নিতে keyboard এর PrntScrn button চাপুন এবং ms paint খুলে paste করুন।
লেখা পড়ে না বুঝলে ছবি দেখুনঃ

itcare24

itcare24.tk

ব্যস! এবার সেটা আপনার বন্ধুকে দেখিয়ে দিন আর সে অবাক হয়ে যাবে।

কমেন্ট পালটে দিতেঃ কমেন্ট বদলে দিতে চাইলে একইভাবে কমেন্টের লেখার ওপর রাইট মাউস ক্লিক করে inspect element with firebug ক্লিক করুন। এবং edit এ ক্লিক করলে দেখবেন লেখা-

does that mean the stock price will go up?

এখানে এর পরে ও এর আগে যা আছে তাই কমেন্টের লেখাগুলো। এগুলো বদলে দিলেই কাজ হয়ে গেলো!

একইভাবে আপনি আইডির নাম,পোস্টের সময়,স্থান,লাইক এমনকি ছবিসহ সব ইচ্ছামত পালটে দিতে পারবেন। প্রতিটি লেখার ওপর একইভাবে inspect element with firebug দিয়ে কোডগুলো edit করুন। প্রোগ্রামিং জানলে আপনার জন্য সহজ হবে কিন্তু না জানলেও একটু মনোযোগ দিয়ে কোডগুলো দেখলেই আপনি বুঝে যাবেন কিভাবে কি পালটে দিতে হবে।

তাহলে চেষ্টা করতে থাকুন আর সবাইকে চমকে দিন

কীভাবে নষ্ট ‘মেমোরি কার্ড’ ঠিক করবেন ?

ফোন যতই দামি হোক না কেন, প্রাণভোমরা কিন্তু মেমোরি কার্ড। উপযুক্ত মেমোরি কার্ড স্পেস না থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও। সাধারণত মেমোরি কার্ডের স্পেস হয় ৪ থেকে ৬৪ জিবি। কিন্তু মেমোরি কার্ড নষ্টও হয় আকছার। ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনও ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। জেনে নিন কীভাবে নষ্ট হওয়া মেমোরি কার্ড ঠিক করবেন।
কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ । কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ কমপ্লিট হতে দিন।
এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে ‘রিড’ করতে পারে না।


11/11/2015

এন্ড্রয়েডে Transparent করুন আপনার Status বার এবং Notification প্যানেল,যারা এখনও করতে পারেননি তাদের জন্য।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের Status বার এবং Notification Panel Transparernt অর্থাৎ স্বচ্ছ করবেন।আমরা যারা জেলীবিন ৪.২.২ ইউস করি তাদের নিঃসন্দেহে ললিপপ ৫.০.১ এর Notification Bar পছন্দ।সেই পছন্দকে আটকে না রেখে চলুন আজ শুরু করি,তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
এর জন্য যা যা প্রয়োজনঃ

Root acces
Xposed Installer
Gravity Box(JBহলে JB এর জন্য KK হলে KK এর জন্য)
একটু মনযোগ

প্রথমে নিচ থেকে Xposed Installer ডাওনলোড করে নিন.।

ডাওনলোড লিঙ্কঃ

Click Here to Download

যারা এখনও সেট রুট করতে পারেননি তারা নিচ থেকে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে রুট করে নিনঃ

King Root.apk

iRoot.apk

১ম ধাপঃ

প্রথমে App টি ডাওনলোড করে ইন্সটল করে নিন
তারপর ওপেন করে “Framework” এ ট্যাপ করেন
পপআপ আসলে “Ignore” করেন
এবার “Install/Update” এ ট্যাপ করেন
এবার রুট পারমিশন এর জন্য পপআপ আসবে Grant করুন
এবার Reboot এর পপআপ আসলে OK করুন
২য় ধাপঃ

Reboot করার পর আবার Xposed Installer ওপেন করুন
এবার“Download” বাটনে ট্যাপ করুন,এখানে আপনি অনেক Tweaks দেখতে পাবেন
এবার উপরের “Search” আইকনে ট্যাপ করুন এবং GravityBox লিখুন
আপনি এখানে দুই ধরনের “Gravitybox” দেখতে পাবেন,আপ্নি যদি জেলিবীন ইউজার হন তাহলে “Gravitybox(JB)” এবং কিটক্যাট ইউজার হলে “Gravitybox(KK)”এ ট্যাপ করুন
এবার নিচে গিয়ে “Download” বাটনে ট্যাপ করুন
ডাওনলোড শেষ হলে “Gravitybox” ইন্সটল করুন
৩য় ধাপঃ

ইন্সটল করা শেষ হলে আবারও “Xposed Installer” ওপেন করুন
এবার “Modules” এ ট্যাপ করুন
এবার “Gravitybox” এ টিক দিন
এবার ফোন আবারও Restart দিন
শেষ ধাপঃ

এবার “Gravitybox” ওপেন করুন
এবার Statusbar tweaks এ ট্যাপ করুন
Transparency Management এ ট্যাপ করুন
এবার Status বার একবারে স্বচ্ছ করতে Statusbar for luancher এবং Statusbar for lockscreen ১০০% করে দিন।
এবার আবার Back এ আসুন
এবার Notification Drawer Style এ ট্যাপ করুন
এখন আপনি Background Transparency অপশন দেখতে পাবেন এবং Notification Panel একবারে স্বচ্ছ করতে চাইলে দুইটাই ১০০% করে দিন।
এবার ফোন Restart দিন যদি দরকার হয়
এখন দেখুন আপনার Status বার এন্ড্রয়েড ললিপপ বা ৫.০.১ হয়ে গেছে এবং Notification Panel Transparent হয়ে গেছে।

Z6FnswD1.png?w=640

4fccfbca-0889-4a1d-bde5-f708e2d37139_zps

(বিঃদ্রঃআপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই)

09/11/2015

রান কমান্ডের হিষ্টোরী মুছার নিয়ম

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।  আজকের লেখার বিষয় হচ্ছে কিভাবে Run command এর হিষ্টোরী মুছতে হয়।

১) Start button এবং R প্রেস করে রান কমান্ড অপেন করুন।
9

২)তারপর লিখুন Regedit এবং এন্টার প্রেস করুন। সিকুরিটি পপআপ অপেন হবে yes দিন।
Capture2

৩) রেজিষ্ট্রি এডিটর অপেন হবে।
Capture3
৪)এখন ctrl+F ক্লিক করুন Find নামে একটা পপআপ আসবে সেখানে লিখুন। RunMRU এবং ফাইন্ড নেক্সট এ ক্লিক করুন।
Capture8

৫)সার্চ হতে একটু সময় দিন।
Capture4

৬)ডানপাশে চলে এসেছে আপনার রান কমান্ড হিস্টোরী।
Capture5
৭)এখন একটা একটা করে ডিলিট করে দিন।
Capture6

এখন রেজিষ্ট্রি এডিটর Exit করে দিন,কাজ শেষ। :-)  :-)
তারপরেও বুঝতে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন।
সম্পূর্ণ টিউটোরিয়াল বাংলায়

বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই..। টিউনের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি।

বিঃ দ্রঃ আমার জানামতে এ টিউন আগে কেউ করেনি। যদি কেউ করে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী।
আশা করি আপনারা অনুপ্রানিত করবেন সামনে আরো ভালো টিউন করতে।

কিভাবে একই সাথে গান শুনবেন এবং ফোনে কথা বলবেন ?

প্রথমেই সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের আজ দেখাব আপনার ফোনে কিভাবে একই সাথে গান শুনবেন এবং কথা বলবেন কোন রকম কলার টিউন ছাড়াই। এর জন্য আপনাকে এই  লিংক থেকে  https://play.google.com/store/apps/details?id=prime.beatbox মিউসিক প্লেয়ার টি ইন্সটল করে নিতে হবে আপনার ফোনে। তারপর প্লেয়ার টি ওপেন করে আপনার পছন্দ মত যে কোন একটি গান চালু করুন। এরপর নিচের ছবিটির মত হলুদ চিহ্নিত অংশে চাপুন। Screenshot_2015-05-23-00-01-40-1280 folderএরপর যে টিক চিহ্ন (pause on voice call বাম পাশে) দেখতে পাচ্ছেন সেটি তুলে দিন। এখন গান টি চালু রেখেই আপনি যে কোন কাউকে ফোন/কল করুন, আপনার মনে হবে যে আপনি যার সাথে কথা বলছেন সে আপনাকে গান শুনাচ্ছে। আর শুধু তাই নয়, এতে করে কথা বলার সময় আপনার আশে পাশের পরিবেশ টিও রোমাঞ্চকর মনে হবে। তবে আপনি যার সাথে কথা বলবেন তিনি গান টি শুনতে পারবেন না।   আশা করি পোস্ট টি আপনাদের ভাল লেগে থাকবে। যদি সত্যি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতা মত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন। তুষার।  

12/10/2015

এবার আপনার যেকোনো সীম রেজিশ্ট্রেশন করুন আপনিজেই ঘরে বসে একটি এপের মাধ্যমে।

Sim-reg-bd.png
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন সহজেই মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। এনড্রয়েড ফোন ব্যবহারকারীরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে সেখানে ইংরেজিতে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ এবং পূর্ণ নাম লিখে সহজেই মোবাইল সিমটি নিবন্ধন করে নিতে পারবেন।
অ্যাপটির ডাউনলোড লিংক হলঃ
Click To Download

আপনার এন্ড্রয়েড মোবাইলে খেলুন অসাধারন গ্রাফিক্স কোয়ালিটি সম্পন্ন একটি গেইম”Dead Earth: Sci-Fi FPS Shooter”

আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি””
Dead Earth: Sci-Fi FPS Shooter”।
গেইমটি এক কথায় অসাধারন। গেইমটির গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি আপনাদের অবশ্যই ভাললাগবে। গেইমটিতে আপনাকে এলিয়েন হাত থেকে শহরকে রক্ষা করতে হবে। গেইমটি হল Shooting গেইম,গেইমটির MOD Unlimited Money তাই সহজেই আপনার পচ্ছন্দ অনুযায়ী বন্ধুক,হাত বোমা,লাইফ কিনতে পারবেন।গেইমটি খেলা শুরু করলে শেষ না করে ওঠতেই চাইবেন না। গেইমটির Size ৬৬.৬ মেগাবাইট। তাহলে আর দেরি কেন ডাউনলোড করুন এই অসাধারন গেইমটি।
dead-earth-sci-fi-fps-shooter.html
dead-earth-sci-fi-fps-shooter.html
Dead Earth: Sci-Fi FPS Shooter By Thunder-Bull
Become the last hope of humanity in a dramatic war against rebellious machines, shoot tones of bullets,explore unbelievable cities and defeat a deadly boss in the ultimate battle.
Exciting Features:
Fight against endless waves of cyber-enemies,breathtaking graphics,fast paced shooting experience, experience epic story in world occupied by machines,defeat a legendary boss a become a liberator of societies, 10 fantastic guns at your disposal in battle, urban surroundings as a battlefield, buy new extinction, tune your armor and stand tough against enemies, defeat enemies with deadly grenades, defend every corner of the city. Dead Earth: Sci-Fi FPS Shooter ডাউনলোড লিংক [66.6 MB]

11/10/2015

এখন থেকে নিজেই তৈরি করুন যেকোন ভিডিওর Dubbing, ভিডিওতে নায়ক নায়িকার বদলে লাগান নিজের মুখ 8 এমবির একটিমাত্র এপ্স দিয়ে !

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
অনলাইনে Dubmash একটি পরিচিত শব্দ।
কোন সিনেমার ডায়লগ, গান বা কৌতুকের দৃশ্য গুলোতে নিজের চেহার বসিয়ে Video করে সে গুলো অনলাইনে ফান করার জন্য আপলোড করা হয়। পুরো ব্যাপারটাই একটা বিশাল মজার বিষয় বস্তু।
Dubsmash1.jpg
আর তাই আপনাদের মধ্যে মজা বিষয়টা আরো ছড়িয়ে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম এই নতুন এপসটি। দেখে নিন MOD Version এই এপসটিতে কি
Click Here To Download
কি সুবিধা রয়েছে আপনাদের জন্য।
Features of this app :
* Create your own dubbed video movie
* Option to shoot with both selfie / front and rear back camera
* Add Stickers Text to your own dub
* Hundreds of soundtracks available
* Show your acting skills
* Add your own sound Features of this mod :
* Removed flurry ads from backend
* Removed Watermarks in video
Apps Name: Dubmash File Size: 8 MB Version: 1.8.2
Click Here To Download

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ

বিস্তারিতঃরাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ
*.কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।
*.আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
*.আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।
*.একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র
২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।
১ম ধাপ-:প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control
অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মতএবার যান
>Access Control>Host
এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মতএবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।
২য় ধাপ-:এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান
>access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।

15/09/2015

ছাদের ট্যাংকে পানি উঠান অটোমেটিক সার্কিট দিয়ে। মটরের সুইচ ON/OFF এর দিন শেষ!

আল্লাহ্ ভরসা,আমার BiDDUT.MywapBlog.Com এর অনেক বন্ধুরাই প্রায় সময় ফোনে রিকয়েষ্ট করেন। ছাদের ট্যাংকে পানি উঠানুর অটোমেটিক সার্কিটি দেয়ার জন্য,আমি কয়েক জনকে কথাও দিয়েছি। আল্লাহর রহমতে দুই দিনে পরিশ্রম করে সার্কিটটির ডিজাইন কাজ শেষ করেছি, নিচে সার্কিটটি দেয়া হল একটুক মনযোগ সহ কারে লক্ষ করলেই আপনি নিজেও পারবেন। সার্কিটটি তৈয়ার করতে।

পানির ট্যাংক টাকে ভাল করে লক্ষ করুন ট্যাংক এর ভিতরে একটি প্লাশটিক পাইপ নিচ থেকে উপরের দিকে দারানো অবস্তায় আছে, যাই হোক এবার লক্ষ করুন প্লাশটিক এর পাইপ টিতে তিনটি যায়গায় তামার পাত জরানু আছে। ট্যাংকে দারানু পাইপটা ভাল করে লক্ষ করুন। তামার পাত গুলি যত টুকু দুরত্তে লাগানো হয়েছে টিক সেই মাপ মত পাত গুলি লাগাবেন। পাইপ এ লাগানো তিনটি তামার পাত থেকে তিনটি তার কানেকশান করতে হবে, টিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে। তিনটি তার হল P2-P1-P3 আপনাদের বুঋতে যাতে সহজ হয় এবং সার্কিটটির সাথে সহজে কানেকশন করতে পারেন। সর্কিটটির সাথেও এই রুপ P2-P1-p3 রয়েছে। P1-এরসাথে P1 কানেকশন লাগাবেন। P2 সাথে P2 কানেকশন লাগাবেন। P3 সাথে P3 কনেকশন লাগাবেন। এর পরেও যদি বলেন বঝিনা। তাহলে বুঝব আমি বুঝাতে পারলামনা।

সার্কিটটির কথা আসাযাক সার্কিটটি Dc 12VOLT পাউয়ার সাপ্লাই এ চলে, যদি পারেন ইনপুট ভোল্টে একটি L7812 লাগিয়ে নিলে ভাল হয় এই আইসিটি কোব সেন্সসেটিভ সাপ্লাই ভোল্টেজ কম বেশি হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে।

সার্কিটে আইসি হিসেবে ব্যবহর করা হয়েছে,

  • আইসিটি মোট চদ্দটি পা রয়েছে 1নং পা এবং 2নং পা একত্রিত হয়ে টেংকে রাখা P1 এর সাথে লাগানো হয়েছে,p1 থেকে একটি10k রেজিষ্টর দিয়ে 12v + এর সাথে লাগানু হয়েছে।
  • আইসিটির 3নং পা 5নং পায়ের সাথে একত্রীত করা হয়েছে। আইসিটির 4নং পা এবং 8নং পা একত্রিত হয়ে একটি 10k রেজিষ্টর দিয়ে D400 ট্রাজেষ্টারের বেইজে লাগানো হেয়েছে।
  • এই বেইজে লাগানু সিগনালটি যখনি P1- P2- P3- লাগানো কানেকশানের ট্যাংকে রাখা পানির স্তরটি উপরের দিখে উটে এবং P2 কে অতিক্রম করে তখনই আইসিটি থেকে D400 ট্রান্জটরের বেইজ ভোল্ট কে অফ করে দেয় , ফলে ট্রান্জটেরের কালেক্টরে লাগানো রিলেটি বন্দ হয়ে যায় এবং সাথে সাথে মটরটি অফ হয়ে যায়।
  • টিক তেমনি ভাবে পানি স্তর যখন নিচে চলে যায় P1 এবং P3 লেভলের মাঝামাজি লেভেলে থাকে তখনি D400 ট্রান্জেষ্টর বেইজ ভোল্ট চালো হয় এবং রিলেটি অন হয় ফলে মটরটি চালো হয়ে পানি উঠানো শুরু করে।
  • সার্কিটটিতে যে রিলে সুইচটি দেখানো হয়েছে আপনার ব্যবহিত মটরের এম্পিয়ারের সাথে মিলিয়ে রিলে সুচটি কিনতে হবে না হয়ত রিলে সুইচটি পুড়ে নষ্ট হয়ে যেতে পারে।
  • আইসিটির 6নং পা 10নং পা টি একত্রিত করা হয়েছে। 7নং পা টি -volt এর সাথে সংযুক্ত করা হয়েছে। 9নং পা টি থেকে P2 কানেকশন দেয়া হয়েছে এবং একটি 10k রেজিষ্টর + volt এ লাগানো হয়েছে।
  • 11-12-13 নং পা টি -volt এ লাগানো হয়েছে। 14 নং পা টি +volt সাপ্লাই 12v হিসেবে দেয়া হয়েছে।

আশাকরি সকলেই সার্কিটটি তৈয়ার করুন।

লাইফ গেরান্টি ডিম লাইট ,আপনার রুমের যে কোন বাতি কে রাত্রে ঘুমানোর আগে ডিম লাইট বানিয়ে ফেলুন

আল্লাহ্ ভরসা, টেকটিউনসের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভাল বাসা।

আপনাদের সবার কথা চিন্তা করেই আজকের এই সারকিটটি দিয়ে দিলাম অতি

সহজেই তৈয়ার করুন। নামে মাত্র কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছ  এই

সারকিটটি। দেখলেই বুঝবেন সারকিটটি তৈয়ার করা কত সহজ। আসুন সারকিটটি এক বার দেখে নেই।

আমাদের ঘড়ের ব্যবহার কিত যে কোন ওয়াট এর বাল্ব যেমন 25w-40w-60w-100w-200w-  যে কোন ওয়াটের

বাতীকে আপনার ইচ্ছা মত আলোকে কমাতে এবং বাড়াতে পারবেন।  যেমন 200w-বাল্ব কে সারকিটে দেয়া ভলিয়মটি

গুরিয়ে একে বারে আলো কমিয়ে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন । বাজারে যেসব ডিম লাইট কিনতে পাউয়া যায়

এগুলি বেশী দিন টেকে না। কারন বাল্ব এর ওয়াট যত কম হবে পিলামেন্ট ততই চিকন হবে। যে কারনে কম ওয়াটের

বাল্ব গুলী খুব তারা তারি নষ্ট হয়ে যায়। সারকিটটি ব্যবহার করুন । আপনাকে আর ডিম লাইট কিনতে হবেনা।

যে সব বন্ধুরা টেভিল লেম্প ব্যবহার করেন । টেভিল লেম্পেও সারকিটটি ব্যবহর করতে পারবেন।

লেম্পের আলোকে প্রোয়জনে বারাতে এবং কমাতে পারবেন। সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয়। নিচে লক্ষ করুন

একটি ট্রায়াক 400/600v=যে কোন নাম্বারের । একটি ড্রায়ক যে কোন নাম্বার। একটি 10k 1w রেজিষ্টর একটি । 470k ভাল কোয়ালিটির

ভলিয়ম কনট্রোল একটি । একটি 0.47 কেপাসিটর । যেভাবে কানেকশান গুলি দেখনু হয়েছে টিক এ ভাবেই কানেকশান গুলি করুন।

সারকিটটি চালু অবস্তায় কোথাও হাত দিবেন না। ভলিয়ামটি গুরানোর জন্য প্লাসটিক এর নব লাগিয়ে নিন বাজারে কিনতে পাউয়া যায়।

ডিজিটাল সিষ্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্টানের নাম লিখুন । মাত্র দুইটি আইসি দিয়ে।

  • সবাই কেমন আছেন, আশাকরি ভালই আছেন  আমিও আপনাদের দোয়াতে ভালই আছি ।
  • টেকটিউনস এর ইলেকট্রনিক্স প্রিয় সকল বন্ধুরা এ দিকে আসোন আপনাদের কে নিয়ে
  • একটি মজার সারকিট তৈয়ার করি ,আপনার নিজের নাম লিখুন ডিজিটাল সিষ্টেমে LED
  • বাতি দিয়ে । আসুন দেখি কি ভাবে সারকিটটি বানাবেন ।
  • নামের অক্ষর গুলি LED বাতি দিয়ে লিখবেন প্রত্তেক LED বাতির দুইটি করে পা থাকে
  • একটি লম্বা পা অপরটি চুট পা । যে ভাবে LED গুলি কানেক শান করবেন=
  •   প্রতিটি নামের অক্ষর এর LED (লম্বা ) পা গুলি একত্রিত করে একটি কানেকশান করে।
  • উপরে দেয়া ছবি টিতে দেখুন ট্রান্জেষ্টর এর কালেক্টরের সাথে লাগানো হয়েছে।
  • তেমনি ভাবে LED চুট পা গুলি একত্রিত করে গ্রাউন্ড বা -vc নেগেটিভ এর সাথে
  • কানেকশন করুন টিক যে ভবে উপরের ছবিটিতে দেখানু হয়েছে।

আসুন এবার সারকিটটি দেখে নেই।

  • সারকিটটিতে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে একটি ne555 অপরটি Cd4017
  • সারকিটটিতে ব্যবহিত পার্স গুলির মান পাশা পাশি দেয়া আছে ।

(ভেরিএবল রেজিষ্টর গুরিয়ে নামের অক্ষর গুলি স্পিট বারানো কমানো যায়) নামের অক্ষর গুলি

  • এক পাশ থেকে জ্বলে অন্য পাশে যাবে । আবার পুনরায় একই ভাবে জ্বলতে থকবে।
  • শহরের বিভিন্ন সাইন বোর্ডে যে ভাবে জ্বলা নিভা করে। আপনারা হয়ত সখলেই দেখেছেন।
  • এখানে আমার নামটি যে ভাবে লিখেছি টিক সেই ভাবে আপনার নিজের নামটি লিখুন ।
  • সারকিটটিতে 9v dc সাপ্লাই ভোল্ট দিবেন । কোন সমস্য হলে যানাবেন সমাদানের চেষ্টা করব ।
  • আজকের মত বিদায় নিলাম

DC 12V ব্যেটারী দিয়ে রঙিন TV ও সিলিং পাখা চালান। 180W বিদ্যুৎ তৈয়ার করুন নিজের হাতে

বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর টিউনসে আপনাদের সাথে দেখা হল। আজকে আপনাদের কে খুব সুন্দর একটি সারকিট উপহার দেব। দেখতে সারকিটটি যদি ও ছোট কাজটি করে কিন্তু বেশ জটিল। সারকিটটি ছোট বলে কেহ অবহেলা করবেন না। DC 12V ব্যেটারী থেকে AC 220V তৈয়ার হয়।

যা দিয়ে আপনি রঙিন টিভি অথবা সিলিং পাখা ইত্যাদি চালাতে পারবেন। ট্রান্সফরমারটি যদি ভাল কোয়ালিটর হয় তাহলে 180W লোড দিতে পারবেন। আসুন সবাই মিলে এক নজর সারকিটটি দেখে নেই।

সারকিটটিতে সকেট ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে দুইটি (2N3055) সারকিটটিতে যখন লোড দেয়া হবে তখন সকেট ট্রান্জেষ্টর গুলি বেশ গরম হবে, তাই ভালমানের হিটসিং লাগিয়ে নিবেন। বন্ধুরা কেমন হয় যদি আপনার রুমের সিলিং পাখা এবং আপনার রুমের যে কোন বাতী ।

VCD/DVD/TV=যে কোন রিমোট দিয়ে অফ অন করতে পারেন তা হলে কেমন হয় । সারকিটটি যে কোন দিন টিউনস করতে পারি। টিউনস এর দিকে খেয়াল রাখুন।

অনেক বন্ধুদের টিউনস টি বুঝতে সমস্য হইতেছে ভেবেই সারকিটটির পার্স গুলির সামান্য ডিটেলস দিলাম এবার দেখব সারকিটি সবাই তৈয়ার করতে পারেন কি না ।

উপরে দেয়া ট্রান্সফরমারের ছবিটির দিকে লক্ষ করুন । ডান পাশে তিনটি পা আর বাম পাশে দুইটি পা রয়েছে । এই ট্রান্সফরমারটি হল ষ্টেপ আপ ট্রান্সফরমার ।

একানে লক্ষ করুন ট্রান্সফরমরটি যে পাশ দিয়ে দুইটি তার এদিকটা হল AC 220V আউট পুট। এবার আসুন কয়েলের পেচের সংখা ,এবং তার টি কত নাম্বার দিবেন।

30 নাম্বার তার 1400 পেচ দিবেন। এবার নিচে আসুন।

ট্রান্সফরমারটি অপর পাশটি লক্ষ করুন তিনটি পা রয়েছে দুই পাশের নীল রঙের তার দুটি 2N3055 ট্রান্জষ্টরের কলেক্টরে যাবে। মাঝকানের পাটি BD680 ট্রান্জেষ্টরের ইমিটরে যবে।

এবারে আসুন তার ও পেচের সংখা , 20নাম্বর তার 120+120 পেচ দিবেন।

এটি হল 2N3055 ট্রান্জেষ্টর । হিটসিং লাগানুর সময় খেয়াল রাখবেন বেইজ ইমিটর সর্ট যেন না হয়।

ট্রান্জেষ্টরের নিচের দিকটা খেয়াল করুন। মাঝাকানের দুইটি পা হইতে উপরের দিকটা নিচে থেকে দুরত্ত  বেশী এই পজিশনে ট্রান্জেষ্টরটি রেখে ডানের পা টি B বামের পা টি E বডি C ।

ট্রান্জেষ্টরের বেইজ ইমির এবং কলেক্টর দেখানো হয়েছে।

এখানে আরো যে কত গুলি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে এ  গুলির  বেইজ ইমিটর কালেক্টর  ছবি সহকারে দেইনি । কারন ট্রান্জেষ্টর গুলি বিভিন্ন কোম্পানি তৈয়ার করে

যে কারন  B-E-C অনেক সময় উল্টা পাল্টা থাকে । এ জন্যই এবোমিটর দিয়ে B-E-C বের করে নিবেন। সবাই ভাল থাকেন ।

আপনার কম্পিউটারের সাউন্ডবক্স কে বানিয়ে ফেলুন মিক্সার এম্পলীফায়ার।কথা বলুন,আবৃত্তী করুন,মিউজক বাজান,এক সাথে তিন টি মাক্রফোন দিয়ে।

বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালত।আমি আপনাদের দোয়াতে ভালই আছি।আজ আমি আপনাদের কে যে সারকিটটি উপহার দিব এই সারকিটটি দিয়ে সাউন্ড বক্সে অথবা যে কোন এম্পলীফায়ারে ইনপুটে সাথে কানেকশন লাগিয়ে এক সাথে তিনটি মাক্রফোন ব্যবহার করতে পারবেন।এই সারকিটটিকে একটি মিনি মিক্সার সারকিট ও বলতে পারেন।সারকিটি কে দুই টা

ডিজানে করেছি।আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অনেকেই আবার ফোন করেন বোঝতে অসুবিধা হয়।সব গুলি টিউনস আপাদের জন্যই,

আসাকরি এই সারকিটটি সহযে বোঝতে পারবেন।সারিটটিতে মাত্র পাচটি রেজিষ্টর দুইটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর আর একটি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে ।গত কাল দেখতে পেলাম আমার দেয়া সারকিটটি কে কাট করে নিজের নামে ছালিয়ে দিলেন আমারই এক ভাই। হেডলাইন দেয়া হয়েছে নিজেই তৈয়র করুন কথা বলার সারকিট অল্প খরছে।যাই হোক আমার ভাই কে অনুরোদ করব এ ভাবে সারকিট নকল করবেন না ।আসুন এবার আজকের সারকিটটি দেখে নেই

সারকিটটি ভাল করে লক্ষ করুন একটা আউট পুট,তিনটা ইন পুট ।আউট পুটটি আপনার ব্যবহারের সাউনবক্সের ইনপুটে লাগাবেন ।এবারে সারকিটটি তিনটি ইনপুটে তিনটি

মাক্র ফোন লাগান । মনে করুন আপনি আবৃত্তী করবেন একটি মাক্র ফোনে মিউজিক বাজাবেন অন্য আর একটি মাক্র ফোনে উপস্থাপনা করবেন অন্য আর একটি মাক্র ফোনে

একই সাথে তিনটি মাক্র ফোনের শব্দ D400 ট্রান্জেষ্টরের মাধ্যমে মিক্সার হয়ে সান্ডবক্সে যাবে। ইনপুটে দেয়া ভলিয়ম গুরিয়ে মাক্র ফোনের সাউন্ড একজাষ্ট করবেন।

প্রথম সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয় তাদর জন্য এই ডিজাইনটি করেছি D400 ট্রান্জেষ্টরের ইমিটর কালেক্টর বেইজ পা গুলি কি ভাবে কোথায় কনেকশন করবেন এখানে

খুব সহজ করে দেখানো হয়েছে। আজকের মত বিদায় নিলাম=

মাত্র দুইটি টান্জেষ্টর দিয়ে LED বাতির নাচ দেখুন

টেকটিউনসের সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভাল বাসা রইল,

আশাকরি সবাই ভাল থাকেন, আজকে আপনাদের সামনে হাজির হলাম

মাত্র দুইটি ট্রান্জেষ্টর চার টা রেজিষ্টর দুই টা কেপাসিটর আর চার টা

LED বাতী হয়ে গেল আপনার সারকিট তৈয়ার করার সব পার্স ।

এই অল্প কয়েক টা পার্স দিয়ে চারটা LED বাতী খুব সুন্দর করে নাচা নাচী

করবে। আসুন দেখি সার্কিটটি তৈয়ার করতে কি লাগবে পার্স গুলী একবার দেখে নেই।

সারকিটটির পার্সগুলীর সাথে পরচিত হয়ে নেই।এটি হল সার্কিটে ব্যবহিত 10Mf 16V ইলেক্ট্রলাইটিক কেপাসিটর।

এই কেপাসিটরটি পুলারেটি রয়েছে, যেমন একটি + পা ,অপরটি - পা , কেপাসিরটি সার্কিটে সংযোগ দেয়ার সময়

পা গুলী উল্টা কানেকশন যাতেকরে না হয় এ দিখে খেয়াল রাকবেন। এই কেপাসিটরের মান পরিবর্তন করলে

LED বাতী গুলির নাচা নাচীর স্পিড এর পরিবর্তন হবে।

সারকিটে ব্যবহার কিত এই পার্সটির নাম হল ট্রান্জেষ্টর C828 টান্জেষ্টরটি এই পজিশনে রাখলে ডান পাশে বেইজ,মাঝ কানে কালেক্টর,

বাম পাশে ইমিটর, ট্রান্জেষ্টরটি ছবিতে দেখুন দুই সিষ্টেমে দেখানো হয়েছে ।Q1 ছবিটি লক্ষকরুন ডায়গ্রামে এ ভাবেই দেয়া থাকবে।

সারকিটে ব্যবহার কিত রেজিষ্টর 68K কালর কোড গুলী দেয়া হয়েছে যে সব বন্ধুরা এখন ও ভাল করে রেজিষ্টর চিনেন না তাদের জন্য।

সারকিটে ব্যবহার কিত 120 ওহুমস রেজিষ্টর কালার কোড গুলী দেখে নিন। আসুন সারিটটি এবার দেখি।

সারকিটটি ভাল করে খেয়াল করুন ট্রান্জষ্টরের সাথে রেজিষ্টর এবং কেপাসিটর গুলী কি ভাবে কনেকশন করা হয়েছে

এ ভাবেই কানেকশন করুন । এই সারকিটটি বুঝতে যাদের সমস্য হয় আসুন নিচের সারকিটটি দেখি।

আশাকরি সকলেই সারকিটটি তৈয়ার করতে পারবেন । বিদ্রঃ একটি বিষয় আমার খেয়াল নেই LED বাতীর কিন্তু পা গুলীর পুলারেটি রয়েছে যে কারনে

LED বাতীর পা উল্টা লাগালে বাতী গুলী জ্বলা নিবা করবে না। তাই আমরা যখন নুতন LED বাতী কিনব তখন বাতীর পা গুলী লক্ষ করব একটি পা ছোট

অপরটি লম্বা । LED বাতীর লম্বা পা টি সরকিটের +vc (প্রজেটিভ ) এর সাথে কানেকশন হবে।

বিদ্যুত চলে গেলে ও ফ্যান চলবে অটোমেটিক সিষ্টেমে।

  1. আল্লাহ ভরসা

  2. বন্ধুরা প্রথমেই বলুন সবাই কেমন আছেন ?

  3. আজ আপনাদের কে একটি সারকিট উপহার দিব

  4. বিদ্যুত চলে যাবার সাথে সাথে ফ্যানটি অটো

  5. চালো হয়ে যাবে, আবার বিদ্যুত আসার সাথে সাথে

  6. ফ্যানটি অটো অফ হয়ে যাবে। সে জন্য আপনার

  7. প্রোয়জন হবে= 

  8. একটি 6V রিলে সুইচ 

  9. একটি 6V ব্যাটারী

  10. একটি 6V মটর

  11. দুইটি ট্রান্জেষ্টর=Bc 547 / 2N2222

  12. একটি যিনার ডায়ড 6.8 v

  13. একটি নরমাল ডায়ড in 4007

  14. চারটি কোয়াটার ওয়াট রেজিষ্টর

  15. আসুন সার্কিটে ব্যবহ্রত পার্স গুলি একবার দেখেনেই।

  16. আসুন এবার সারকিটটি দেখি কি ভাবে তৈয়ার করব আমরা 

রুমে বসে থেকে সারা জীবন বৃষ্টির খবর নেন।

আসসালামু আলাইকুম

সখল প্রশংসা আল্লাহর আল্লাহ সর্ব শক্তিমান।
বন্ধুরা সবার প্রতি আমার সালাম ও ভালবাসা রইল,
আজ আপনাদেরকে একটি খুব সুন্দর সারকিট দিব যা
আপনার ছাদে শুকানো কাপর গুলি বৃষ্টিতে ভিজতেছে
কি না তা রুমে বসে অতি সহজেই বুঝতে পারবেন।
আপনি রুমে বসেই ছাদের বৃষ্টির খবর নিতে পারবেন।
বিশেষ করে ঢাকা শহরে বিল্ডিং এর ভিতর থেকে
বাহিরে বৃষ্টি হচ্ছে কি না একেবারেই বোঝা যায় না।
আসুন সারকিটটিতে ব্যবহ্রত পার্স গুলি দেখে নেই।

এটি হল একটি ট্রান্জেষ্টর, BC588 মাঝে বেইজ, বামে কালেক্টর, ডানে ইমিটর, গ্রোপ PNP ।

এটি হল একটি ট্রান্জেষ্টর, D400 ডানে বেইজ, মাঝে কালেক্টর, বামে ইমিটর, গ্রোপ NPN ।

এটি হল একটি সিরামিক কেপাসিটর এর কোন পোলারেটি নাই।

এটি হল একটি রেইন সেন্সর আপনার নিজের হাতে তৈয়ার করে নিতে হবে। সেন্সর টি কি ভাবে তৈয়ার করবেন
বাজারে পি সি বি বোর্ড কিনতে পাওয়া যায়, এ রকম লাইন কাটা থাকে আপনার কাজটি হল পি সি বি বোর্ডটির
উপরে এবং নিচের মাথা টি যে ভাবে ছবিটিতে রেইন সেন্সর টি দেখানো হয়েছে এ ভাবেই মাথা গুলি শর্ট করুন
এবং দুইটি কানেকশান বেড় করুন তার পর সারকিটের সাথে কানেকশান করুন । সেন্সর টি এমন যায় গায় বসাবেন
যখনি বৃষ্টি শুরু হয় বৃষ্টির পানি সহজেই যাতে করে সেন্সর টির উপরে পরে। সেন্সর টির উপরে বৃষ্টির পানি পরার সাথে
সাথেই স্পিকার থেকে এক ধরনের শব্দ বের হবে । তখন আপনি সহযেই বোঝতে পারবেন বাহিরে বৃষ্টি হচ্ছে।