15/09/2015

ছাদের ট্যাংকে পানি উঠান অটোমেটিক সার্কিট দিয়ে। মটরের সুইচ ON/OFF এর দিন শেষ!

আল্লাহ্ ভরসা,আমার BiDDUT.MywapBlog.Com এর অনেক বন্ধুরাই প্রায় সময় ফোনে রিকয়েষ্ট করেন। ছাদের ট্যাংকে পানি উঠানুর অটোমেটিক সার্কিটি দেয়ার জন্য,আমি কয়েক জনকে কথাও দিয়েছি। আল্লাহর রহমতে দুই দিনে পরিশ্রম করে সার্কিটটির ডিজাইন কাজ শেষ করেছি, নিচে সার্কিটটি দেয়া হল একটুক মনযোগ সহ কারে লক্ষ করলেই আপনি নিজেও পারবেন। সার্কিটটি তৈয়ার করতে।

পানির ট্যাংক টাকে ভাল করে লক্ষ করুন ট্যাংক এর ভিতরে একটি প্লাশটিক পাইপ নিচ থেকে উপরের দিকে দারানো অবস্তায় আছে, যাই হোক এবার লক্ষ করুন প্লাশটিক এর পাইপ টিতে তিনটি যায়গায় তামার পাত জরানু আছে। ট্যাংকে দারানু পাইপটা ভাল করে লক্ষ করুন। তামার পাত গুলি যত টুকু দুরত্তে লাগানো হয়েছে টিক সেই মাপ মত পাত গুলি লাগাবেন। পাইপ এ লাগানো তিনটি তামার পাত থেকে তিনটি তার কানেকশান করতে হবে, টিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে। তিনটি তার হল P2-P1-P3 আপনাদের বুঋতে যাতে সহজ হয় এবং সার্কিটটির সাথে সহজে কানেকশন করতে পারেন। সর্কিটটির সাথেও এই রুপ P2-P1-p3 রয়েছে। P1-এরসাথে P1 কানেকশন লাগাবেন। P2 সাথে P2 কানেকশন লাগাবেন। P3 সাথে P3 কনেকশন লাগাবেন। এর পরেও যদি বলেন বঝিনা। তাহলে বুঝব আমি বুঝাতে পারলামনা।

সার্কিটটির কথা আসাযাক সার্কিটটি Dc 12VOLT পাউয়ার সাপ্লাই এ চলে, যদি পারেন ইনপুট ভোল্টে একটি L7812 লাগিয়ে নিলে ভাল হয় এই আইসিটি কোব সেন্সসেটিভ সাপ্লাই ভোল্টেজ কম বেশি হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে।

সার্কিটে আইসি হিসেবে ব্যবহর করা হয়েছে,

  • আইসিটি মোট চদ্দটি পা রয়েছে 1নং পা এবং 2নং পা একত্রিত হয়ে টেংকে রাখা P1 এর সাথে লাগানো হয়েছে,p1 থেকে একটি10k রেজিষ্টর দিয়ে 12v + এর সাথে লাগানু হয়েছে।
  • আইসিটির 3নং পা 5নং পায়ের সাথে একত্রীত করা হয়েছে। আইসিটির 4নং পা এবং 8নং পা একত্রিত হয়ে একটি 10k রেজিষ্টর দিয়ে D400 ট্রাজেষ্টারের বেইজে লাগানো হেয়েছে।
  • এই বেইজে লাগানু সিগনালটি যখনি P1- P2- P3- লাগানো কানেকশানের ট্যাংকে রাখা পানির স্তরটি উপরের দিখে উটে এবং P2 কে অতিক্রম করে তখনই আইসিটি থেকে D400 ট্রান্জটরের বেইজ ভোল্ট কে অফ করে দেয় , ফলে ট্রান্জটেরের কালেক্টরে লাগানো রিলেটি বন্দ হয়ে যায় এবং সাথে সাথে মটরটি অফ হয়ে যায়।
  • টিক তেমনি ভাবে পানি স্তর যখন নিচে চলে যায় P1 এবং P3 লেভলের মাঝামাজি লেভেলে থাকে তখনি D400 ট্রান্জেষ্টর বেইজ ভোল্ট চালো হয় এবং রিলেটি অন হয় ফলে মটরটি চালো হয়ে পানি উঠানো শুরু করে।
  • সার্কিটটিতে যে রিলে সুইচটি দেখানো হয়েছে আপনার ব্যবহিত মটরের এম্পিয়ারের সাথে মিলিয়ে রিলে সুচটি কিনতে হবে না হয়ত রিলে সুইচটি পুড়ে নষ্ট হয়ে যেতে পারে।
  • আইসিটির 6নং পা 10নং পা টি একত্রিত করা হয়েছে। 7নং পা টি -volt এর সাথে সংযুক্ত করা হয়েছে। 9নং পা টি থেকে P2 কানেকশন দেয়া হয়েছে এবং একটি 10k রেজিষ্টর + volt এ লাগানো হয়েছে।
  • 11-12-13 নং পা টি -volt এ লাগানো হয়েছে। 14 নং পা টি +volt সাপ্লাই 12v হিসেবে দেয়া হয়েছে।

আশাকরি সকলেই সার্কিটটি তৈয়ার করুন।

লাইফ গেরান্টি ডিম লাইট ,আপনার রুমের যে কোন বাতি কে রাত্রে ঘুমানোর আগে ডিম লাইট বানিয়ে ফেলুন

আল্লাহ্ ভরসা, টেকটিউনসের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভাল বাসা।

আপনাদের সবার কথা চিন্তা করেই আজকের এই সারকিটটি দিয়ে দিলাম অতি

সহজেই তৈয়ার করুন। নামে মাত্র কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছ  এই

সারকিটটি। দেখলেই বুঝবেন সারকিটটি তৈয়ার করা কত সহজ। আসুন সারকিটটি এক বার দেখে নেই।

আমাদের ঘড়ের ব্যবহার কিত যে কোন ওয়াট এর বাল্ব যেমন 25w-40w-60w-100w-200w-  যে কোন ওয়াটের

বাতীকে আপনার ইচ্ছা মত আলোকে কমাতে এবং বাড়াতে পারবেন।  যেমন 200w-বাল্ব কে সারকিটে দেয়া ভলিয়মটি

গুরিয়ে একে বারে আলো কমিয়ে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন । বাজারে যেসব ডিম লাইট কিনতে পাউয়া যায়

এগুলি বেশী দিন টেকে না। কারন বাল্ব এর ওয়াট যত কম হবে পিলামেন্ট ততই চিকন হবে। যে কারনে কম ওয়াটের

বাল্ব গুলী খুব তারা তারি নষ্ট হয়ে যায়। সারকিটটি ব্যবহার করুন । আপনাকে আর ডিম লাইট কিনতে হবেনা।

যে সব বন্ধুরা টেভিল লেম্প ব্যবহার করেন । টেভিল লেম্পেও সারকিটটি ব্যবহর করতে পারবেন।

লেম্পের আলোকে প্রোয়জনে বারাতে এবং কমাতে পারবেন। সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয়। নিচে লক্ষ করুন

একটি ট্রায়াক 400/600v=যে কোন নাম্বারের । একটি ড্রায়ক যে কোন নাম্বার। একটি 10k 1w রেজিষ্টর একটি । 470k ভাল কোয়ালিটির

ভলিয়ম কনট্রোল একটি । একটি 0.47 কেপাসিটর । যেভাবে কানেকশান গুলি দেখনু হয়েছে টিক এ ভাবেই কানেকশান গুলি করুন।

সারকিটটি চালু অবস্তায় কোথাও হাত দিবেন না। ভলিয়ামটি গুরানোর জন্য প্লাসটিক এর নব লাগিয়ে নিন বাজারে কিনতে পাউয়া যায়।

ডিজিটাল সিষ্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্টানের নাম লিখুন । মাত্র দুইটি আইসি দিয়ে।

  • সবাই কেমন আছেন, আশাকরি ভালই আছেন  আমিও আপনাদের দোয়াতে ভালই আছি ।
  • টেকটিউনস এর ইলেকট্রনিক্স প্রিয় সকল বন্ধুরা এ দিকে আসোন আপনাদের কে নিয়ে
  • একটি মজার সারকিট তৈয়ার করি ,আপনার নিজের নাম লিখুন ডিজিটাল সিষ্টেমে LED
  • বাতি দিয়ে । আসুন দেখি কি ভাবে সারকিটটি বানাবেন ।
  • নামের অক্ষর গুলি LED বাতি দিয়ে লিখবেন প্রত্তেক LED বাতির দুইটি করে পা থাকে
  • একটি লম্বা পা অপরটি চুট পা । যে ভাবে LED গুলি কানেক শান করবেন=
  •   প্রতিটি নামের অক্ষর এর LED (লম্বা ) পা গুলি একত্রিত করে একটি কানেকশান করে।
  • উপরে দেয়া ছবি টিতে দেখুন ট্রান্জেষ্টর এর কালেক্টরের সাথে লাগানো হয়েছে।
  • তেমনি ভাবে LED চুট পা গুলি একত্রিত করে গ্রাউন্ড বা -vc নেগেটিভ এর সাথে
  • কানেকশন করুন টিক যে ভবে উপরের ছবিটিতে দেখানু হয়েছে।

আসুন এবার সারকিটটি দেখে নেই।

  • সারকিটটিতে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে একটি ne555 অপরটি Cd4017
  • সারকিটটিতে ব্যবহিত পার্স গুলির মান পাশা পাশি দেয়া আছে ।

(ভেরিএবল রেজিষ্টর গুরিয়ে নামের অক্ষর গুলি স্পিট বারানো কমানো যায়) নামের অক্ষর গুলি

  • এক পাশ থেকে জ্বলে অন্য পাশে যাবে । আবার পুনরায় একই ভাবে জ্বলতে থকবে।
  • শহরের বিভিন্ন সাইন বোর্ডে যে ভাবে জ্বলা নিভা করে। আপনারা হয়ত সখলেই দেখেছেন।
  • এখানে আমার নামটি যে ভাবে লিখেছি টিক সেই ভাবে আপনার নিজের নামটি লিখুন ।
  • সারকিটটিতে 9v dc সাপ্লাই ভোল্ট দিবেন । কোন সমস্য হলে যানাবেন সমাদানের চেষ্টা করব ।
  • আজকের মত বিদায় নিলাম

DC 12V ব্যেটারী দিয়ে রঙিন TV ও সিলিং পাখা চালান। 180W বিদ্যুৎ তৈয়ার করুন নিজের হাতে

বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর টিউনসে আপনাদের সাথে দেখা হল। আজকে আপনাদের কে খুব সুন্দর একটি সারকিট উপহার দেব। দেখতে সারকিটটি যদি ও ছোট কাজটি করে কিন্তু বেশ জটিল। সারকিটটি ছোট বলে কেহ অবহেলা করবেন না। DC 12V ব্যেটারী থেকে AC 220V তৈয়ার হয়।

যা দিয়ে আপনি রঙিন টিভি অথবা সিলিং পাখা ইত্যাদি চালাতে পারবেন। ট্রান্সফরমারটি যদি ভাল কোয়ালিটর হয় তাহলে 180W লোড দিতে পারবেন। আসুন সবাই মিলে এক নজর সারকিটটি দেখে নেই।

সারকিটটিতে সকেট ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে দুইটি (2N3055) সারকিটটিতে যখন লোড দেয়া হবে তখন সকেট ট্রান্জেষ্টর গুলি বেশ গরম হবে, তাই ভালমানের হিটসিং লাগিয়ে নিবেন। বন্ধুরা কেমন হয় যদি আপনার রুমের সিলিং পাখা এবং আপনার রুমের যে কোন বাতী ।

VCD/DVD/TV=যে কোন রিমোট দিয়ে অফ অন করতে পারেন তা হলে কেমন হয় । সারকিটটি যে কোন দিন টিউনস করতে পারি। টিউনস এর দিকে খেয়াল রাখুন।

অনেক বন্ধুদের টিউনস টি বুঝতে সমস্য হইতেছে ভেবেই সারকিটটির পার্স গুলির সামান্য ডিটেলস দিলাম এবার দেখব সারকিটি সবাই তৈয়ার করতে পারেন কি না ।

উপরে দেয়া ট্রান্সফরমারের ছবিটির দিকে লক্ষ করুন । ডান পাশে তিনটি পা আর বাম পাশে দুইটি পা রয়েছে । এই ট্রান্সফরমারটি হল ষ্টেপ আপ ট্রান্সফরমার ।

একানে লক্ষ করুন ট্রান্সফরমরটি যে পাশ দিয়ে দুইটি তার এদিকটা হল AC 220V আউট পুট। এবার আসুন কয়েলের পেচের সংখা ,এবং তার টি কত নাম্বার দিবেন।

30 নাম্বার তার 1400 পেচ দিবেন। এবার নিচে আসুন।

ট্রান্সফরমারটি অপর পাশটি লক্ষ করুন তিনটি পা রয়েছে দুই পাশের নীল রঙের তার দুটি 2N3055 ট্রান্জষ্টরের কলেক্টরে যাবে। মাঝকানের পাটি BD680 ট্রান্জেষ্টরের ইমিটরে যবে।

এবারে আসুন তার ও পেচের সংখা , 20নাম্বর তার 120+120 পেচ দিবেন।

এটি হল 2N3055 ট্রান্জেষ্টর । হিটসিং লাগানুর সময় খেয়াল রাখবেন বেইজ ইমিটর সর্ট যেন না হয়।

ট্রান্জেষ্টরের নিচের দিকটা খেয়াল করুন। মাঝাকানের দুইটি পা হইতে উপরের দিকটা নিচে থেকে দুরত্ত  বেশী এই পজিশনে ট্রান্জেষ্টরটি রেখে ডানের পা টি B বামের পা টি E বডি C ।

ট্রান্জেষ্টরের বেইজ ইমির এবং কলেক্টর দেখানো হয়েছে।

এখানে আরো যে কত গুলি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে এ  গুলির  বেইজ ইমিটর কালেক্টর  ছবি সহকারে দেইনি । কারন ট্রান্জেষ্টর গুলি বিভিন্ন কোম্পানি তৈয়ার করে

যে কারন  B-E-C অনেক সময় উল্টা পাল্টা থাকে । এ জন্যই এবোমিটর দিয়ে B-E-C বের করে নিবেন। সবাই ভাল থাকেন ।

আপনার কম্পিউটারের সাউন্ডবক্স কে বানিয়ে ফেলুন মিক্সার এম্পলীফায়ার।কথা বলুন,আবৃত্তী করুন,মিউজক বাজান,এক সাথে তিন টি মাক্রফোন দিয়ে।

বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালত।আমি আপনাদের দোয়াতে ভালই আছি।আজ আমি আপনাদের কে যে সারকিটটি উপহার দিব এই সারকিটটি দিয়ে সাউন্ড বক্সে অথবা যে কোন এম্পলীফায়ারে ইনপুটে সাথে কানেকশন লাগিয়ে এক সাথে তিনটি মাক্রফোন ব্যবহার করতে পারবেন।এই সারকিটটিকে একটি মিনি মিক্সার সারকিট ও বলতে পারেন।সারকিটি কে দুই টা

ডিজানে করেছি।আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অনেকেই আবার ফোন করেন বোঝতে অসুবিধা হয়।সব গুলি টিউনস আপাদের জন্যই,

আসাকরি এই সারকিটটি সহযে বোঝতে পারবেন।সারিটটিতে মাত্র পাচটি রেজিষ্টর দুইটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর আর একটি ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে ।গত কাল দেখতে পেলাম আমার দেয়া সারকিটটি কে কাট করে নিজের নামে ছালিয়ে দিলেন আমারই এক ভাই। হেডলাইন দেয়া হয়েছে নিজেই তৈয়র করুন কথা বলার সারকিট অল্প খরছে।যাই হোক আমার ভাই কে অনুরোদ করব এ ভাবে সারকিট নকল করবেন না ।আসুন এবার আজকের সারকিটটি দেখে নেই

সারকিটটি ভাল করে লক্ষ করুন একটা আউট পুট,তিনটা ইন পুট ।আউট পুটটি আপনার ব্যবহারের সাউনবক্সের ইনপুটে লাগাবেন ।এবারে সারকিটটি তিনটি ইনপুটে তিনটি

মাক্র ফোন লাগান । মনে করুন আপনি আবৃত্তী করবেন একটি মাক্র ফোনে মিউজিক বাজাবেন অন্য আর একটি মাক্র ফোনে উপস্থাপনা করবেন অন্য আর একটি মাক্র ফোনে

একই সাথে তিনটি মাক্র ফোনের শব্দ D400 ট্রান্জেষ্টরের মাধ্যমে মিক্সার হয়ে সান্ডবক্সে যাবে। ইনপুটে দেয়া ভলিয়ম গুরিয়ে মাক্র ফোনের সাউন্ড একজাষ্ট করবেন।

প্রথম সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয় তাদর জন্য এই ডিজাইনটি করেছি D400 ট্রান্জেষ্টরের ইমিটর কালেক্টর বেইজ পা গুলি কি ভাবে কোথায় কনেকশন করবেন এখানে

খুব সহজ করে দেখানো হয়েছে। আজকের মত বিদায় নিলাম=

মাত্র দুইটি টান্জেষ্টর দিয়ে LED বাতির নাচ দেখুন

টেকটিউনসের সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভাল বাসা রইল,

আশাকরি সবাই ভাল থাকেন, আজকে আপনাদের সামনে হাজির হলাম

মাত্র দুইটি ট্রান্জেষ্টর চার টা রেজিষ্টর দুই টা কেপাসিটর আর চার টা

LED বাতী হয়ে গেল আপনার সারকিট তৈয়ার করার সব পার্স ।

এই অল্প কয়েক টা পার্স দিয়ে চারটা LED বাতী খুব সুন্দর করে নাচা নাচী

করবে। আসুন দেখি সার্কিটটি তৈয়ার করতে কি লাগবে পার্স গুলী একবার দেখে নেই।

সারকিটটির পার্সগুলীর সাথে পরচিত হয়ে নেই।এটি হল সার্কিটে ব্যবহিত 10Mf 16V ইলেক্ট্রলাইটিক কেপাসিটর।

এই কেপাসিটরটি পুলারেটি রয়েছে, যেমন একটি + পা ,অপরটি - পা , কেপাসিরটি সার্কিটে সংযোগ দেয়ার সময়

পা গুলী উল্টা কানেকশন যাতেকরে না হয় এ দিখে খেয়াল রাকবেন। এই কেপাসিটরের মান পরিবর্তন করলে

LED বাতী গুলির নাচা নাচীর স্পিড এর পরিবর্তন হবে।

সারকিটে ব্যবহার কিত এই পার্সটির নাম হল ট্রান্জেষ্টর C828 টান্জেষ্টরটি এই পজিশনে রাখলে ডান পাশে বেইজ,মাঝ কানে কালেক্টর,

বাম পাশে ইমিটর, ট্রান্জেষ্টরটি ছবিতে দেখুন দুই সিষ্টেমে দেখানো হয়েছে ।Q1 ছবিটি লক্ষকরুন ডায়গ্রামে এ ভাবেই দেয়া থাকবে।

সারকিটে ব্যবহার কিত রেজিষ্টর 68K কালর কোড গুলী দেয়া হয়েছে যে সব বন্ধুরা এখন ও ভাল করে রেজিষ্টর চিনেন না তাদের জন্য।

সারকিটে ব্যবহার কিত 120 ওহুমস রেজিষ্টর কালার কোড গুলী দেখে নিন। আসুন সারিটটি এবার দেখি।

সারকিটটি ভাল করে খেয়াল করুন ট্রান্জষ্টরের সাথে রেজিষ্টর এবং কেপাসিটর গুলী কি ভাবে কনেকশন করা হয়েছে

এ ভাবেই কানেকশন করুন । এই সারকিটটি বুঝতে যাদের সমস্য হয় আসুন নিচের সারকিটটি দেখি।

আশাকরি সকলেই সারকিটটি তৈয়ার করতে পারবেন । বিদ্রঃ একটি বিষয় আমার খেয়াল নেই LED বাতীর কিন্তু পা গুলীর পুলারেটি রয়েছে যে কারনে

LED বাতীর পা উল্টা লাগালে বাতী গুলী জ্বলা নিবা করবে না। তাই আমরা যখন নুতন LED বাতী কিনব তখন বাতীর পা গুলী লক্ষ করব একটি পা ছোট

অপরটি লম্বা । LED বাতীর লম্বা পা টি সরকিটের +vc (প্রজেটিভ ) এর সাথে কানেকশন হবে।

বিদ্যুত চলে গেলে ও ফ্যান চলবে অটোমেটিক সিষ্টেমে।

  1. আল্লাহ ভরসা

  2. বন্ধুরা প্রথমেই বলুন সবাই কেমন আছেন ?

  3. আজ আপনাদের কে একটি সারকিট উপহার দিব

  4. বিদ্যুত চলে যাবার সাথে সাথে ফ্যানটি অটো

  5. চালো হয়ে যাবে, আবার বিদ্যুত আসার সাথে সাথে

  6. ফ্যানটি অটো অফ হয়ে যাবে। সে জন্য আপনার

  7. প্রোয়জন হবে= 

  8. একটি 6V রিলে সুইচ 

  9. একটি 6V ব্যাটারী

  10. একটি 6V মটর

  11. দুইটি ট্রান্জেষ্টর=Bc 547 / 2N2222

  12. একটি যিনার ডায়ড 6.8 v

  13. একটি নরমাল ডায়ড in 4007

  14. চারটি কোয়াটার ওয়াট রেজিষ্টর

  15. আসুন সার্কিটে ব্যবহ্রত পার্স গুলি একবার দেখেনেই।

  16. আসুন এবার সারকিটটি দেখি কি ভাবে তৈয়ার করব আমরা 

রুমে বসে থেকে সারা জীবন বৃষ্টির খবর নেন।

আসসালামু আলাইকুম

সখল প্রশংসা আল্লাহর আল্লাহ সর্ব শক্তিমান।
বন্ধুরা সবার প্রতি আমার সালাম ও ভালবাসা রইল,
আজ আপনাদেরকে একটি খুব সুন্দর সারকিট দিব যা
আপনার ছাদে শুকানো কাপর গুলি বৃষ্টিতে ভিজতেছে
কি না তা রুমে বসে অতি সহজেই বুঝতে পারবেন।
আপনি রুমে বসেই ছাদের বৃষ্টির খবর নিতে পারবেন।
বিশেষ করে ঢাকা শহরে বিল্ডিং এর ভিতর থেকে
বাহিরে বৃষ্টি হচ্ছে কি না একেবারেই বোঝা যায় না।
আসুন সারকিটটিতে ব্যবহ্রত পার্স গুলি দেখে নেই।

এটি হল একটি ট্রান্জেষ্টর, BC588 মাঝে বেইজ, বামে কালেক্টর, ডানে ইমিটর, গ্রোপ PNP ।

এটি হল একটি ট্রান্জেষ্টর, D400 ডানে বেইজ, মাঝে কালেক্টর, বামে ইমিটর, গ্রোপ NPN ।

এটি হল একটি সিরামিক কেপাসিটর এর কোন পোলারেটি নাই।

এটি হল একটি রেইন সেন্সর আপনার নিজের হাতে তৈয়ার করে নিতে হবে। সেন্সর টি কি ভাবে তৈয়ার করবেন
বাজারে পি সি বি বোর্ড কিনতে পাওয়া যায়, এ রকম লাইন কাটা থাকে আপনার কাজটি হল পি সি বি বোর্ডটির
উপরে এবং নিচের মাথা টি যে ভাবে ছবিটিতে রেইন সেন্সর টি দেখানো হয়েছে এ ভাবেই মাথা গুলি শর্ট করুন
এবং দুইটি কানেকশান বেড় করুন তার পর সারকিটের সাথে কানেকশান করুন । সেন্সর টি এমন যায় গায় বসাবেন
যখনি বৃষ্টি শুরু হয় বৃষ্টির পানি সহজেই যাতে করে সেন্সর টির উপরে পরে। সেন্সর টির উপরে বৃষ্টির পানি পরার সাথে
সাথেই স্পিকার থেকে এক ধরনের শব্দ বের হবে । তখন আপনি সহযেই বোঝতে পারবেন বাহিরে বৃষ্টি হচ্ছে।

নিজের হাতে ওয়ারল্যাস তৈয়ার করুন আর বিনা পয়সা কথা বলুন চব্বিশ ঘন্টা।

বিছমিল্লাহির রাহমানিররাহিম, সকল প্রশংসা আল্লাহর

আমার প্রিয় টেকটিউস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালবাসা

বন্ধুরা সবাই আজ কেমন আছেন? অনেক দিন হল আপনাদের জন্য কোন সারকিট
উপহার দিতে পারি নাই আমার ব্যাক্তিগত কিছু কাজ ছিল। যাই হোক এবার কাজের কথায় আসা যাক
এখন ও যে সব বন্ধুরা ওয়ারল্যাছ ট্রান্সমিটর তৈয়ার করতে পারেন নাই তাদের জন্যই এই পোষ্টটি।

সারকিটটিতে কোন কয়েল ব্যাবহার করা হয় নাই  যে কারনে তৈয়ার করা খুব সহজ

আসুন সরকিটটি দেখেনেই,

এখানে সারকিটটির একটি অংশ এবারে আসুন সম্পূর্ণ সারকিটটি দেখে নেই

আসাকরি সারকিটটি সকলেই তৈয়ার করতে পারবেন
তারপরে ও যদি সমস্য হয় তাহলে 01713531965 মোঃসেন্টু খান। আল্লাহাফেজ

LED সাউন্ড লেভেলার নিজের হাতে তৈয়ার করুন।

আল্লাহ মহান

আজ আপনাদের এমন একটি সুন্দর সারকিট দেখাব যে সারকিটটি দিয়ে
যে কোন অডিও শব্দকে লেভেল নিয়ন্তন করতে পারবেন যেমন কেবল
অপারেটরদের বিভিন্ন চেনেলে সাউন্ড একজাষ্ট করতে এই সারকিটটির
কোন বিকল্প নাই । তা ছাড়াও মসজিদের দুতলা তিনতলার সাউন্ড এবং
এম্পিফায়ারের ভলিয়াম নিয়ন্তন করার জন্য এই সারকিটটি খুবই প্রয়োযন

তা ছাড়া ও আপনি সরকিটটি আপনার ব্যবহিত সাউন্ডবক্স এর সাথে বা
যে কোন এম্পলিফায়ারের সাথে ব্যবহার করতে পারেন আপনার সাউন্ড
বক্সের মিউজিক এবং যে কোন সাউন্ড এর সাথে বাতি গুলিকোভ সুন্দর সিরিয়াল ভাবে জ্বলা নিবা করবে।

আজ এখানেই রাখলাম । মোঃসেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ। 01713531965

মোটর সাইকেল অথবা বাইসাইকেল চোর ধরুন হাতে নাথে।

আসসালামো আলাইকুম

আমার প্রিয় বন্ধুরা আজ আপনারা কেমন আছেন ? আমি আশাকরি সবাই ভালই আছেন।
আজ আপনাদেরকে একটি সারকিট দিব এই সারকিটটি দিয়ে আপনার সিকরিটী সার্কিট
হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন আপনার বাইসাইকেল অথবা মোটরসাইকেল
যদি ব্যবহার করেন তাহলে আপনার বাইসাইকেলের মধ্য হাতদেয়ার সাথে সাথেই
একটি সিকরিটী এলার্ম বেজে উটবে। সমস্য=যদি প্লাশটিকের উপরে হাত দেয় তাহলে
সিকরিটী এলার্মটি বাজবেনা। তা ছারা ও আপনি ব্যবহার করতে পারেন আপনার রুমের
দরজার সামনে প্লোরে সেটিং করে রাখলে খালি পায়ে রুমে যদি কেহ প্রবেশ করে সাথে
সাথেই সার্কিটটি এলার্মটি বেজে উটবে।

 

Q1=BC448

Q2=BC448

Q3=BC448

Q4=458

অন্য সব পার্সের মান সাথে দিয়া আছে।

আশাকরি সারকিটটি সখলেই তৈয়ার করুন এবং ব্যবহার করুন।

আজ এখানেই রয়ে গেলাম= মোঃসেন্টু খান= কিশোরগ্জ বাংলাদেশ।= 01713531965

FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে।

বিছমিল্লাহির রাহমানিররাহিম আল্লাহ সর্বশক্তিমান।

যে সব বন্ধুরা একান্ত ইচ্ছে থাকা সত্তেও FM ট্রান্সমিটার
এখন ও তৈয়ার করতে পারেন নাই তাদের কথা চিন্তা করেই
অতি সহজ একটি FM ট্রান্সমিটর সার্কিট ডায়গ্রাম দিলাম।

সময়ের অভাবে টিউনস করতে পারি না, বন্ধুরা এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

undefined

সার্কিটটিতে মাত্র দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে।
ছয়টি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
ছয়টি কেপাসিটর ব্যবহার করা হয়েছে।
একটি ট্রিমর ও একটি মাক্রফোন ব্যবহার করা হয়েছে।

undefined

L1,L2 এখানে দুইটি কয়েল ব্যবহার করা হয়েছে।

L1,18 নাম্বার তার, তিনটি পেচ দিবেন এবং

L2,18 নাম্বার, তার দুইটি পেচ দিবেন।

কয়েল গুলি তৈয়ার করার জন্য ইকোনু কলমের
উপর তার পেচিয়ে কয়েল গুলি তৈয়ার করলেই ভাল হয়।
কয়েল গুলি এমন ভাবে পেচাবেন কয়েলের তারের মধ্য যেন
ফাকা না থাকে। সাপ্লাই ভোল্ট হিসেবে 9V দিবেন।

মোবাইলের বেটারী চার্য করুন অটো সিষ্টেমে।

বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালই আছেন ।
আমিও আপনাদের দোয়াতে ভালই আছি
আজ আপনাদের এমন একটি সারকিট দেখাব
যে সারকিটটি দিয়ে মোবাইলের বেটারী অতি সহজে
অটোমেটিক সিষ্টেমে চার্য করতে পারবেন।
অটোমেটিক সিষ্টেম বলতে যেমন মোবাইলের
বেটারিটি যখন চার্য দিবেন তখন একটি বাতি
জলে থাকবে আবার যখনি বেটারীটি ফূল চার্য হয়ে
যাবে তখনি অটোমেটিক সিষ্টেমে সারকিটে লাগানো রিলে সুইচটি বেটারী তে চার্য
দেয়া বন্দ করে দিবে। এবং বাতিটি নিবে গিয়ে অন্য একটি বাতি জলে উটবে
তখনি আমরা বুঝতে পারব বেটারিটি ফূল চার্য হয়েছে।
এখানে অল্প কিছু পার্সের মান পরিবর্তন করে 6v 9v অথবা 12v বেটারি
এ সিষ্টেমে চার্য করতে পারবেন
সুবিধা হল বেটারি ফূল চার্য হওয়ার পর চার্য দিতে
থাকলে বেটারি ওভার চার্যের কারণে ভাল বেটারিও নষ্ট হয়ে যায়।

আসুন সারকিটটিতে ব্যবহার কিত পার্স গুলি একবার দেখে নেই =

এটি হল একটি রেগুলেটর আইসি LM317 আইসিটির তিনটি পা থাকে, আইসির মাঝের পাটি  আউটপুট,ডানের পাটি ইনপুট,

বামের পাটি ভোল্ট এডজাষ্ট করা। এবারে আসুন আরো কিছু পার্স দেখি=

এটি হল আট পিনের ছুট্ট একটি আইসি LM358

LM358 আইসির পিন কানেকশন গুলি । এবারে আসুন সম্পূর্ণ সারকিটটি দেখি=

max ভোল্টেজ বলতে ফূল চার্য করা এরকম একটি বেটারী লাগাবেন তার পর ভেরিএবল
রেজিষ্টরটি আস্তে আস্তে গুরিয়ে দেখুন রিলে সুইচটি বন্দ হলেই ভেরিএবল রেজিষ্টরটি আর
গুরাবেন না। তারপর একটি কম চার্যের বেটারী লাগান যখনি বেটারী ফূল চার্য হবে অটোসিষ্টেমে চার্য দেয়া বন্দ হয়ে যাবে।

সারকিটটির সখল পার্সের মান সারকিট এর সাথেই দেয়া আছে সারকিটটি দেখে যদি কারু বোঝতে সমস্য হয় তাহলে=

বিনা তারে কথা বলুন, লংরেন্জ FM ট্রান্সমিটর মাত্র একটি আইসি দিয়ে।

আল্লাহ সর্বশক্তিমান
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ,

আশাকরি সকলেই খুব ভালই আছেন আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে বেশ ভালই আছি। আমার ইচ্ছে হয় সব সময় টিউনস করি কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্যেও টিউনস করতে পারিনা।

আজ আপনাদেরকে খুব সু্ন্দর এবং সহজ একটি FM ট্রান্সমিটর সার্কিট উপহারদিব

উপরে যে আইসিটি দেখতে খুব ছুট কিন্ত গুনগত মানের দিকে অনেক ভাল। এই ছুট আইসিটির ভিতরে রয়েছে সাতটি ট্রান্জেষ্টর

C1651 আইসিটির ব্লক ডায়াগ্রামটি আসুন সবাই একটু দেখে নেই=

FM ট্রান্সমিটর মানেই বিনা তারে কথা বলা, FM ট্রান্সমিটর কি  আমরা সবাই যানি তাই বিস্তারিত বলার প্রোয়জন মনে করি না।

C1651 আইসিটির চারটি পা , একটি ইনপুট, একটি +volt,একটি-volt, এবং সব চাইতে লম্বা পা টি হল আউটপুট আসুন আইসির ছবিটি দেখি=

আমাদের মধ্যে যে সব বন্ধুরা একে বারে নুতন তাদের জন্য যদি সার্কিট একটুক বড় হয়ে যায় তাহলে সার্কিট তৈয়ার করতে অনেক কঠিন মনে হয়, তাদের কথা চিন্তা করেই এই সার্কিটটি দিলাম। আসুন সার্কিটি ভাল করে দেখি=

আশাকরি সকলেই সার্কিটটি তৈয়ার করতে পারবেন, আমার কাছে মনে হয় সহজ এবং ভাল মানের একটি সার্কিট, তাই সকলেই তৈয়ার করুন এবং সার্কিটটির মজা উপভোগ করুন মাত্র একটি C1651 আইসি এবং তিনটি কেপাসিটর একটি রেজিষ্টর একটি মাক্রফোন একটি কয়েল ও একটি ট্রিমার মোট আটটি পার্স দিয়েই হয়ে গেল সুন্দর একটি FM ট্রান্সমিটর সার্কিট।

সার্কিটটি নিয়ে কিছু কথা, লক্ষ্য করে দেখুন পাউয়ার সাপ্লাই ভোল্ট হিসেবে এখানে  +4volt দেয়া হয়েছে এই বেটারী টি বাজারে

কিনতে পাওয়া যায়, এই বেটারীটি চাইনা টর্সলাইটে মধ্যে ব্যবহার হয়ে থাকে। এখন যদি মনে করেন 6volt অথবা 9volt সারকিটটিতে সাপ্লাই দিতে চান তাহলে এখানে একটি AN 7805 আইসির মাধ্যমে ভোল্ট সাপ্লাই দিবেন ।

এটি হল AN7805 আইসি একনাম্বর পা ইনপুট, দুই নাম্বার পা গ্রাউন্ড, তিন নাম্বার পা আউট পুট,

আসুন সারকিটে লাগানো অবস্তায় দেখি ।

এর চাইতে সহজ Fm ট্রান্সমিটর কোথাও পাবেন না তাই আর দেরি না করে নিজের হাতেই তৈয়ার করে ফেলুন FM ট্রান্সমিটর।

এখন যদি মনে করেন সারকিটটির রেন্জ আরো বাড়াতে চান, তাহলে নিচের  সর্কিটটি ভাল করে দেখুন

এই সার্কিটটিতে দেখুন শুধু মাত্র একটি C9018 ট্রান্জেষ্টর আইসিটির ইনপুটে লাগানো হয়েছে  সার্কিটটির রেন্জ কতটুকু ?  তা প্রশ্ন না করে সার্কিটটি নিজের হাতে তৈয়ার করে দেখুন ।