17/08/2015

ফেসবুকের , আপনার, InActive , ফ্রেন্ড, UnFriend , করার, একটা , সহজ , নিয়ম , দেখে, নিন ,

Inactive ফ্রেন্ডস Unfriend করার দুইটা নিয়ম**
কিছু ভুলের কারণে আমাদের অনেকের ফ্রেন্ডস লিস্ট Inactive ফ্রেন্ড দ্বারা পূরণ হয়ে যায়। দেখা যায় অনেকের ৫,০০০ ফ্রেন্ডস কিন্ত চ্যাট লিস্টে অনেক কম থাকে। লাইক কমেন্ট তুলনামূলক ভাবে খুব কম পায়।।
অনেকে মনে করে এতগুলা ফ্রেন্ডস হতে Inactive বের করব কিভাবে।
এটা সম্ভব না।
কিন্তু না এটাও সম্ভব। আর সেই বিষয়ে এই পোষ্ট লিখলাম। আমি Inactive ফ্রেন্ডস দুই পদ্ধতিতে রিমুভ করি।
১। প্রতিদিন বন্ধুদের Birthday দেখে॥
যাদের জন্মদিন থাকে তাদের টাইমলাইন আমি চেক করি। চেক করে দেখি তাদের Activity কেমন।
যদি তাদের মধ্য কেউ Inactive বলে গন্য হয় তাকেই রিমুভ করে দেই। আপনি যদি একইভাবে আপনার বন্ধুদের টাইমলাইন চেক করেন তাহলে খুব সহজে প্রতিদিন কিছু কিছু Inactive ফ্রেন্ডস Unfriend করতে পারবেন তাতে কস্ট খুব কম। বন্ধুদের Birthday থাকবে Notification এ। এটা প্রতিদিন পরিবর্তন হবে।
যেমন: আজকে আমার Notification এ 30 জন বন্ধুর জন্মদিন আছে। আমি তাদের সবার টাইমলাইন চেক করবো।
২। ফ্রেন্ডস লিস্টে মিউচুয়ালিটি দেখে। এই পদ্ধতিতে আপনি আপনার ফ্রেন্ডস লিস্টে চলে যান। যদি দেখেন কারও সাথে আপনার মিউচুয়ালিটি আশাজনক না শুধু তার টাইমলাইন চেক করে আসুন। যদি Inactive হয় তাহলে রিমুভ করে দিন। এভাবেই পুরা ফ্রেন্ডস লিস্টে অভিযান চালান। দেখবেন আপনার লিস্ট একদম আগাছা মুক্ত। একবারে না পারলে যতটুকু অভিযান চালাবেন সেই পেজ সেভ করে রাখুন। আবার সেই সেভ করা পেজ ওপেন করে অভিযান চালান।

ফেইসবুক profile পিকচার ম্যাজিক !! ফেসবুকে এক সাথে ২টি প্রোফাইল পিকচার USE করুন।

সবাই কেমন আছেন।আমি জানি সবাই ভাল আছেন এবং আমাদের সাথেই আছেন।আজকে আমি যে Trickনিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তা হচ্ছে-
এখন থেকে আপনার ফেসবুকে profile picture একসাথে দুইটা USE করুন।
হ্যা আপনি ইচ্ছে করলেই এক ফেইসবুক আইডিতে দুটি প্রোফাইল পিকচার ব্যাবহার করতে পারেন।
শুনে আশ্চর্য লাগলেও এটা সম্ভব।দুটি প্রোফাইল পিকচারের একটি আপনার প্রোফাইলে কভার পিকচারের নিচে বাম পার্শে দেখাবে এবং অন্য একটি আপনি কোথাও কমেন্ট করলে কমেন্টের বাম পার্শে দেখাবে। চলুন দেখে নেই কিভাবে এটি করতে হয়।
ধাপ-১. প্রথমে আপনি আপনার প্রোফাইলে জান। সেখান থেকে আপনার ফটো এ্যালবামের গিয়ে প্রোফাইল পিকচার এ্যালবামে জান।
ধাপ-২. যে ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওপেন করুন এবং সেই ছবিটি ওপেন করুন।
ধাপ-৩. এড্রেস বার থেকে আপনার ছবির আইডিটি সংগ্রহ করুন। এখানে আমার আইডি-52520000038.
ধাপ-৪. এবার আবার প্রফাইলে ফিরে আসুন এবং প্রোফাইল পিকচারের উপর মাউস পয়েন্টার রাখলে Edit Profile Picture লেখা দেখা যাবে এবং সেখানে ক্লিক করুন। এবং সেখান থেকে Edit Thumbnail অপশনে ক্লিক করুন।এবং একটি পপ আপ বার আসবে।
ধাপ-৫. এখন পপ আপ বারের বাম পাশে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Enspect Element অপশনে ক্লিক করুন।
ধাপ-৬. এইবার Enspect Element থেকে মাউস সামান্য নিচে স্ক্রল করে
form action=”https:// …………বা https://upload.facebook.com
লাইনটি খুজে বের করুন এবং লাইনের বাম পাশে ডানদিকে দেখানো তীর বাটনে ক্লিক করুন।
ধাপ-৭. এবার
input type=”hidden” value=”424246157667904"name=”photo_fbid” autocomplete=”off”
লাইনটা খুজে বের করুন
এবং value=”424246157667904
অংশের নাম্বারের উপর ডাবল ক্লিক করুন।অথবা সম্পুর্ন লাইনের উপর রাইট ক্লিক করে Edit as HTML অপশনে ক্লিক করুন।
ধাপ-৮. এবার value=”523511704371027
এখানের নাম্বারটা আপনি আপনার ধাপ-৩ থেকে প্রাপ্ত ফটো আইডি দিয়ে রিপ্লেস করুন।
ধাপ-৯. Enspect Element এর বাইরে যেকোন যায়গায় একটি ক্লিক করুন এবং এর পর Enspect Element ক্লোজ করে পপ আপ বারে সেইভ বাটন চাপুন।এবার দেখুন ম্যাজিকের মত আপনার ফেসবুকে প্রোফাল পিকচার দুইটা হয়ে গেছে।

ফেসবুক page এর url- কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করুন।

আসসালামুআলাইকুম ও শুভেচ্ছা সবাইকে । ইন্টারনেটের এই লাল-নীল জগেতে আমরা অনেকেই অনেকর প্রয়োজনে ফেসবুক ফেনপেজ খুলেথাকি যেমনঃ শখের বশে বা ব্যবসায়িক কারনে ইত্যাদি ।
বেশিরভাগ ক্ষেত্রেই এটি খোলা হয়েথাকে ফেসবুকের বিশাল প্লাটফরমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরিকরার জন্য। যেটিকে একটি ওয়েবমাস্টার তার সাইটের ভিজিটর তথা ভাল এসইও-এর জন্যও ব্যবহার করে থাকেন। তাই আমার এইপোষ্টটি যাদের ফেসবুকে ফেনপেজ আছে এবং যারা তৈরি করতে চান তাদের কাজে লাগবে আশাকরি। আর যাদের নেই এবং ভবিস্যতেও তৈরি করতে চাননা তারাও শিখেরাখবেন আশাকরি, কারন শিখেরাখলে দোষকি? শিক্ষারতো আর শেষনেই কিবলেন? অনেক হল এবার মূল আলোচনায় যাওয়াযাক।
কিভবে ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করবেন?
ফেসবুক ফেনপেজের বাইডিফল্ট ইউআরএল নিম্নরুপ হয়েথাকে যা দেখতে অনেকবড়, এলোমেলো, এবং বিরক্তিকর লাগে।
আ গের অবস্থা= http://www.facebook.com/pages/373788972760541 কিন্তু আপনাদের দেখাব কিভাবে নিম্নের মত একটি স্বচ্ছ, সুন্দর ও ছোট ইউআরএল তৈরি করা যায় যা সহজেই মোনেরাখা যায়।
প রের অবস্থা= http://www.facebook.com/NetMaster ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করতে নিচের সহজ ধাপগুলি অনুসরন করুন।
ধাপ ১: প্রথমে আপনার পাসওয়ার্ড ও ইউজারনেম দ্বারা ফেসবুকে লগইন করুন।
নোট: প্রথমে আপনার কমপক্ষে ২৫ জন ফেনস্ থাকতে হবে (অনেক সময় এর কমে-ও হয়ে যায়)।
ধাপ ২: এখন আপনার ব্রাউজারের এড্রেসবারে
http://www.facebook.com/username/ টাইপ করুন করে go দিন
ধাপ ৩: এখন যে পেজটি ওপেন হয়েছে তারমাধ্যমেই আপনি আপনার ফেসবুক ফেনপেজের ইউজারনেম সেট করতে পারবেন। এবার নিচের ডোপডাউন মেনুথেকে আপনি আপনার যে পেজের ইউআরএল পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।
ধাপ ৪: এখন একটি খালি বক্স ওপেন হবে, যেখানে আপনি আপনার পচ্ছন্দের আইডি/ ইউজারনেম দিয়ে “Check Availability” বাটনে ক্লিক করুন।
নোট: আপনার ফেনপেজের ইউআরএল-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা এবার পরিবর্তন করারপর আর কখনও আগেরনামে পরিবর্তন করতে পারবেন না! (তাই একটু ভাল করে ভাবুন)।
ধাপ ৫: এখন যদি আপনার পচ্ছন্দের আইডি/ ইউজারনেম “available” - মানে আপনি আইডিটি ব্যবহার করতে পারবেন দেখায় তাহলে দেরিনা করে “OK” চাপুন। ব্যস কাজ শেষ।
সবশেষে উপভোগ করুন আপনার ফেনপেজের ছোট ও সুন্দর ইউআরএল এবং শেয়ার করুন সবার সাথে।আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন সেই কামনা করি।

আপনার ফটো ভেরিফাই আইডি ঠিক করুন 2 মিনিটে.........Android phone দিয়ে..

1/At first, download #One_Click_Vpn.
Click hear To Instell Vpn One Click
2/ Install করে ওপেন করেন কিছু সময়ের মধ্যে অনেক দেশের # proxy দেখাবে যেকোন একটা # Japan_proxy vpn Connect করেন যখন connected , #enjoy লেখা পাবেন
এটা মিনিমাইজ করেন.
3/ আসলে কোন ফটো ভেরিফাই করতে হবে না।
প্রথমে ক্যাপচা( মানে একটা লেখা আসবে সেটা সঠিকভাবে লিখেন) দিন। তারপর যে নাম্বার দিয়ে আইডি খোলা হইছে ওইটা তে একটা কোড যাবে সেইটা কনফার্ম করলেই আইডি ঠিক হইয়া যাইব। এসব করতে মাত্র ২মিনিটের মতো সময় লাগবো।

ফেসবুকে আপনার বন্ধুকে অবাক করা কিছু কোড

আশাকরি ভাল আছেন।আমরা সবাই ফেসবুক চালাই। আর ফেসবুকেমজা করতে চাই বন্ধুকে অবাক করতেচাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম চরমকিছু কোড। যা ব্যবহার করে করে মজা করাবন্ধুকে অবাক করা সবই করতে পারবে।।

[[185206391658093]]
[[185206591658073]]
[[185206741658058]]
[[185206828324716]]
[[185206981658034]]
[[185207171658015]]
[[185207254991340]]
[[185207358324663]]
[[185207474991318]]
[[185207618324637]]
[[185214564990609]]
Try to uc browser and comment.

কিভাবে আপনার Facebook Friendlist hide করবেন। মিচুয়াল ও দেখা যাবে না।

সবাইকে আমার আন্তরিক সালাম।
আশা করি সবাই ভাল আছেন।
আমিও ভাল আছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হল কিভাবে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট লুকাবেন যাতে মিচুয়াল ফ্রেন্ড ও না দেখা যায়।
খুব সহজ একটা ট্রীকস
১। ফেসবুক.কম এ যান
২। আপনার আইডি লগইন করুন
৩। ফ্রেন্ডস এ ক্লিক করুন
৪। প্রাইভেসি তে ক্লিক করুন
৫।অনলি মি না দিয়ে কাস্টম এ ক্লিক করুন
৬। যেকোন একটা ফ্রেন্ড অথবা আপনার অন্য কোন আইডির নাম দিয়ে সেভ করুন ব্যাস হয়ে গেছে।

ফেসবুকএ যে কাউকে Hide মেসেজ দিবেন এখুনি..

ফেসবুক এ যে কাউকে Hide মেসেজ দিবেন এখুনি......
১. প্রথমে জাকে মেসেজ দিবেন তার প্রোফাইল পেজ এ জান।
২. তার জে কোন এক্টা ফটোতে নিচে মোর অফসন এ যান।
৩. এবার রিপোর্ট এর অফসন এ জান।
৪. আইথিংক ইট সুড নট বি অন ফেসবুক এ কিলিক করুন।
৫. এবার মেসেজ ওনার এর নাম থাকবে ওইখানে কিলিক করুন।
৬. এবার দেখুন মেসেজ বক্স আসছে। এবার ধুমচে মেসেজ দিন। .tnx.