22/03/2015

কোন সফটওয়ার ছাড়াই যারা আপনার ফেইসবুক প্রোফাইল ভিউ করেছে তাদেরকে দেখুন

আসসালামুওয়ালাইকুম___ সবাই ভালো আছেন ? অনেক দিন পড়ে আইটেক লিখতে বসেছি । আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে জানতেও পারেন। শুধু যারা জানেনা তাদের জন্য এই টিপস। আমাদের দৈনন্দিন জীবনে ফেইসবুক একটি আপরিহার্য হয়ে পড়েছে । আপনার প্রোফাইল যে ভিউ করবে তাকে আপনি দেখতে পারবেন । এর একটি নমুনা কয়েকটি ধাপে কাজটি করবেন br /> ১| প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইলে জান। ২| তারপর ctrl+u বাটনে চাপ দিন দেখবেন একটা নতুন ফেইজ খুলে গেছে। ৩| তারপর আপনি নতুন খোলা উইন্ড/ফেইজটির যে কোন স্থানে মাউস রেখে ক্লিক করুন। ৪| তারপর ctrl+f বাটনে চাপ দিন দেখেবেন একটি সার্চ বক্সের মত খুলে গেছে পেইজটির এক কোনায়। ৫| তারপর আপনি ঐ সার্চ বক্সে লিখুন এই লেখাটি ordered_list.top_friends ৬|এবার আপনি ইন্টার বাটনে ক্লিক করুন এবং দেখুন লেখাটি কোথায় দেখাচ্ছে নতুন উন্ডটির/পেইজের। ৭|যে জায়গায় ordered_list.top_friends এই লেখাটি কালার করে দেখাচ্ছে তার একটু বাম পাশে গিয়ে নিছের দিকে দেখুন অনেক গুলো নাম দেখাবে।এই নাম গুলোর ফেইসবুক ইউজাররাই আপনার প্রোফাইল ভিউ করেছে। এই নাম গুলু একটি একটি কপি করে ফেইসবুক সার্চ বক্সে পেস্ট করে করুন এবং দেখুন যেই লোকটি আপনার প্রোফাইল ভিউ করেছে তাকে দেখুন।

একটি অপেরা মিনি ব্রাউজারদিয়ে আপনে একাধিক ফেসবুক একাউন্টলগিন করুন।

আসসালামু আলাইকুম প্রথমে যেকোনো অপেরা মিনিতে ফেসবুক লগিন করুন।তারপর www.24proxy.co বা www.hideme.be ঢকুন।সেখানে url. থেকে আবার ফেসবুকে যান। এখানে আপনে যত খুশি তত ID প্রবেশ করাতে পারেন। দয়া করে কাজ হলে লাইক দিবেন।

ফেইসবুক পেইজের এডমিনকে জানতে চান?

ফেইসবুক পেইজের এডমিন আইডি বের করার বিষয়টি নিয়ে আমার আগ্রহের কমতি ছিল না। বিভিন্ন ওয়েব সাইট ঘাঁটাঘাঁটি করে কোন সল্যুশন পেলাম না। পরে টানা তিন ঘণ্টা চেষ্টা করে উপরোক্ত দুইটি পদ্ধতি আবিষ্কার করলাম। আর এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আসুন কথা না বাড়িয়ে শুরু করি .................. একটি ফেইস বুক পেইজ দুইটি উপায়ে খোলা যায়। একটি হল সরাসরি ইমেইল ব্যবহার করে আর অন্যটি হল নিজের আইডি থেকে পেইজ খুলে। মনে করুন “আহমেদ কবির” নামের একজন তার পেইজ বুক আইডি থেকে একটি পেইজ খুলেছে যার নাম “ফেইসবুক বার্তা”। আজকের এই পদ্ধতির মাধ্যমে আপনি এই ফেইসবুক বার্তা পেইজের এডমিন অর্থাৎ আহমেদ কবির কে বের করতে পারবেন। আমার আজকের এই পদ্ধতি শুধু মাত্র যারা নিজস্ব আইডি থেকে পেইজ খুলেছে সে সব পেইজের ক্ষেত্রে প্রযোজ্য। সরাসরি ইমেল আইডি ব্যবহার করে পেইজ খোলা হলে এই পদ্ধতির মাধ্যেমে সেই পেইজের এডমিনকে তা বের করা সম্ভব নয়। প্রথমে জেনে নিন কিভাবে কোন ওয়েব সাইটের সাথে থাকা ফেইসবুক পেইজের এডমিন আইডি বের করবেনঃ dfg1.jpg যদি কোন ওয়েব সাইটে facebook Like অপশনটি থাকে তাহলে সহজে ওই ওয়েব সাইট থেকে নিচের পদ্ধতি অবলম্বন করে সহজে ফেইসবুক পেইজের এডমিন কে জানতে পারবেন অথবা পেজটি যদি কোন ওয়েব সাইট এর রেফারাল হয় তবে সে ওয়েব সাইটে গিয়ে পেইজ ফুল লোড হওয়ার পর Ctrl U চাপুন। এর পর কোডিং যুক্ত যে পেজ টি ওপেন হলে সেটাতে Ctrl F চেপে সার্চ বক্স ওপেন করুন। সার্চ বক্স এ meta property লিখে সার্চ দিন। দেখবেন meta property এর পাশে meta content এ ফেইজবুক পেইজ ক্রিয়েটর এর আইডি দেখা যাচ্ছে। এবার ঐ আইডি টি কপি করে এড্রেস বারে http://www.facebook.com/আইডিনাম্বার লিখে এন্টার দিন। তাহলে পেয়ে যাবেন ঐ ওয়েব সাইটের ফেইসবুক পেইজের এডমিন। তবে পেইজ বুক পেইজ টি যদি সরাসরি ইমেল আইডি দিয়ে খুলে তাহলে পাওয়া সম্ভব নয়। এবার জেনে নিন সরাসরি ফেইসবুক থেকে কিভাবে এডমিন আইডি বের করবেনঃ যে ফেইসবুক পেইজের এডমিন বের করবেন তাকে একটা ম্যাসেজ দিন। হ্যা কেবল ম্যাসেজের উত্তর ফেলে আপনি এডমিন আইডি পেতে পারেন। মনে করি পেইজের এডমিন আপনাকে রিপ্লাই করেছে। তাহলে ম্যাসেজে ক্লিক করুন। এর পর Ctrl U চাপুন। নতুন পেজ এলে Ctrl f চেপে সার্চ বক্স এ snippet_sender লিখুন। দেখবেন পেইজ এডমিনের আইডি নাম্বার দেখা যাচ্ছে ঠিক এরকম snippet_sender":"fbid:100000034262013" mess.jpg এবার আইডি কপি করে এড্রেস বারে http://www.facebook.com/(id) লিখে এন্টার দিন। যে আইডিটি আসবে সেটি হল ঐ পেজের এডমিন। ব্যাস কাজ শেষ। একটু লক্ষ্য করুণঃ টিপসটি বের করতে সময় লেগেছে তিন ঘণ্টা। আর আপনারদের জন্য সাজিয়ে লিখতে সময় লেগেছে আর এক ঘণ্টা। আর এই পরিশ্রমে সার্থকতা যখন আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারেন। আপনাদের মন্তব্য এবং পেইজে লাইক হল আমাদের একমাত্র অনুপ্রেরণা ।

আপনার ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন। ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন সব কিছু।

আপনার ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন। ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন সব কিছু। ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন। ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন ইত্যাদি সম্পূর্ণ নিয়ে নিন। ফেসবুক আমাদের জীবনের ডায়েরী হয়ে গেছে। সেই ডায়েরীকে একটু রিভিউ দিয়ে নিন। দেখে নিন আপনার এযাবৎ কালের ফেসবুক ইতিহাস। কীভাবে- প্রথমে আপনার ফেসবুকে লগইন করে সেটিং এ যান। তারপর নিচের ছবির মতো Download a Copy তে ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন- 1.png

তারপর Start my archive এ ক্লিক করুন।

2.png

পুনরায় একটা উইন্ডো আসবে সেখানেও Start my archive ক্লিক করুন। তারপর যে উইন্ডো আসবে সেখানে ok করুন। আপনার মেইল অ্যাড্রেসে দুটো মেইল পাবেন, প্রথম মেইলে ডাইনলোডের পর কি কি পাবেন সেই ইনফো নিয়ে একটা লিঙ্ক থাকবে, এটায় না ঢুকলেও চলবে। দ্বিতীয় মেইলে পাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক! আপনাকে মেইলের দিকে একটু চোখ রাখবেন। কারণ ডাউনলোড লিঙ্ক নিয়ে যে মেইলটা আসবে, বেশি সময় পার হয়ে গেলে লিঙ্ক আর কাজ করবে না। আবারও বলছি সাথে সাথে ডাউনলোড না করলে পরে কিন্তু ডাউনলোড লিঙ্ক কাজ করবে না। কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

কালারফুল ফেসবুকের মজা নিন আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই

কালারফুল ফেসবুকের মজা নিন আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই আস্লামুআলাকুম ৷ আশাকরি সবাই ভালো আছেন ৷ কাজের কথায় আসা যাক ................... আমরা অনেকেই ফেসবুকের নীল কালার দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, তাদের জন্যই আমার এই টিউন ৷ আজ যে সফটওয়্যার টি নিয়ে আলোচনা করব তার নাম হলো socillay - facebook them changer এতে যেই সুবিধাগুলো পাবেন তা হলো: - ১- থিম পরিবর্তন করতে পারবেন ৷ ২ - ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন ৷ ৩ - ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন ৷ ৪ - নোটিফিকেশন এলার্ট পাবেন ৷ ৫ - দ্রুত লোডিং ৷ ডাউনলোড করুন click here কিছু নমুনা snashot দেখে নিন Screenshot_2014-11-28-12-20-34.png

Screenshot_2014-11-29-15-39-511.png

Screenshot_2014-11-29-15-41-381.png সতর্কতা:- এটি একটি থার্ড পার্টি সফটওয়্যার ৷ তাই নিজ দায়িত্বে ব্যবহার করবেন ৷ তবে আমি নিজে ব্যবহার করতেছি আমার কোন সমস্যা হয়নি আল্লাহ হাফেজ

সম্প্রতি চেইঞ্জ করা ফেসবুক এর বার্থডে পুনরায় চেইঞ্জ করে নিন

সম্প্রতি চেইঞ্জ করা ফেসবুক এর বার্থডে পুনরায় চেইঞ্জ করে নিন আপনি যদি সম্প্রতি ফেসবুক এর বার্থডে চেইঞ্জ করে থাকেন তবে আপনি ৬০ দিন এর আগে পুনরায় চেইঞ্জ করতে পারবেন না । আমি আপনাদের আজ দেখাব কিভাবে ৬০ দিন এর আগে বার্থডে চেইঞ্জ করা যায় । আপনি যদি আপনার ফেসবুক এর বার্থডে চেইঞ্জ করতে চান তবে প্রথমে ফেসবুক এ ঢুকে আপনার আইডি তে লগইন করুন, তারপর http://facebook.com/help/ contact/233841356784195 এ যান, তারপরের পেজ এ date, month, year সব কিছু ঠিক ঠাক মত দিয়ে Reason for this change এ লিখুন i incorrectly changed it and i want to change it again তারপর send বাটন এ ক্লিক করুন, কাজ শেষ। Screenshot_2.jpg

এখন আপনার আইডি তে ঢুকে about চেক করে দেখুন বার্থডে চেইঞ্জ হয়ে গেছে.. সবাই ভাল থাকবেন, কোন সমস্যা হলে কমেন্ট করবেন... ধন্যবাদ

[Tricks] আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন

[Tricks] আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন আসসালামু আলাইকুম । BiDDUT.MyWapBlog.Com এর সবাই জানাই আমার আন্তরিক অভিনন্দন । আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । ফেসবুক বর্তমান যুগের অন্যতম একটি পপুলার সোশ্যাল সাইট । নেট এ প্রতিনিয়ত কাজ করেন কিন্তু ফেসবুক চালান না এমন লোক আসলে খুজে পাওয়া কঠিন । অনেকে আবার একটির বেশি ফেসবুক প্রোফাইল ও চালিয়ে থাকেন । যাই হোক ধরুন আপনার দুই টা ফেসবুক প্রোফাইল আছে । একটি তে আপনি আপনার পরিচিত দের সাথে কানেক্ট এবং অপরটিতে আপনি বিভিন্ন রকম মানুষের সাথে এড আছেন । আপনি যে দুটো প্রোফাইল চালান তার মধ্যে ধরা যাক একটি তে ৩০০-৬০০ ফ্রেন্ড এবং পরের টি তে ৩০০০-৪০০০ মত ফ্রেন্ আছে । এখন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার নিজের নামে একটি পেজ খুলবেন ফেসবুকে কিন্তু সমস্যা হল শুধু পেজ ওপেন করলেই তো হবে না !!! পেজ টিকে সবার সাথে শেয়ার করা , ফ্রেন্ড দের ইনভাইট করা , পেজ এর লিঙ্ক ঠিক করা আরও অনেক ঝামেলা । এই ঝামেলার কথা মাথায় রেখেই ফেসবুক তাদের ইউজার দের জন্য একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আর তা হল আপনার যে কোন একটিভ প্রোফাইল কে আপনি সরাসরি পেজ এ কনভার্ট করতে পারবেন !!! হম কথা সত্যি । এতে লাভ হল আপনার কোন প্রোফাইল এ যত জন ফ্রেন্ড থাকবে তারা সবাই পেজ এর লাইক এ কনভার্ট হয়ে যাবে । বিষয় তা আসলেই দারুন । ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়ম প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লগিন করে নীচের লিঙ্ক এ যান http://facebook.com/pages /create.php?migrate এর পরে নীচের মত একটি ছবি আসবে Facebook-Migrate-Profile-Page.png

এর পরে আপনার পছন্দ মত একটি ক্যাটাগরি সিলেক্ট করুন । সকল প্রয়োজনীয় ইনফর্মেশন ফীলআপ করে create এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পেজ এ কনভার্ট হয়ে যাবে এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে প্রোফাইল টিকে পেজ এ মাইগ্রেট করবেন সেটি আর কখনই পুনরায় প্রোফাইল এ ফিরিয়ে আনতে পারবেন না । পেজ এ কনভার্ট হওয়ার সাথে সাথেই আপনার যাবতীয় ছবি , স্ট্যাটাস সব চলে যাবে তাই পারলে সেগুলো ব্যাকআপ রেখে দিন । মুলত এই টিপস টি তাদের জন্য কার্যকর বেশি যারা মুলত দুই টি ফেসবুক প্রোফাইল চালান । আপনি যদি সিঙ্গেল প্রোফাইল এর মালিক হন তাহলে এই কাজ না করাটাই ভালো হবে কারন এই পদ্ধতিতে আপনি একটি সম্পূর্ণ নতুন পেজ তৈরি হবে যাতে আপনার প্রোফাইল এর ফ্রেন্ডস রা ভিউইয়ার এ কনভার্ট হয়ে যাবে । প্রোফাইল এর content ডাউনলোড করে রাখার জন্য নীচের মত কাজ করুন Click the gear icon on the top right and select “Account Settings.” Then, go to the “General” tab in your settings and click on the “Download a Copy” of your Facebook data link at the bottom. Click the “Start My Archive” button এর পরেও যদি আমার টিউন টি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে নীচের

দেখুন কিভাবে ফেসবুকে সব ফ্রেন্ডকে একসাথে ইনভাইট করবেন

দেখুন কিভাবে ফেসবুকে সব ফ্রেন্ডকে একসাথে ইনভাইট করবেন আমরা ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনভাইট করতে গিয়ে সমস্যায় পড়ি। হয়ত কোড পেলেও দেখা যায় কোড ইউজ করার পর আপনি অন্যের পেজে ফ্রেন্ডদের ইনভাইট করেছেন। অর্থাৎ যে কোডটি তৈরি করেছিল তারা কারচুপি করে নিজেদের পেজে আপনার ফ্রেন্ডের লাইক নিছে।কিন্তু আপনাদের জন্য যে কোডটি বানাইছি সেটা একদম ফ্রেশ। ব্যাবহারের নিয়মঃ প্রথমে কম্পিউটারে আপনার ব্রাউজার খুলুন।আপনার ফেবু পেজ ওপেন করুন।সম্পুর্ণ লোড পর্যন্ত অপেক্ষা করুন। হয় SHIFT CNTRL J অথবা shift cntrl k অথবা SHIFT CNTRL M দিয়ে ইলিমেন্ট বক্স ওপেন করুন।তারপর নিচের কোডটি ডাউনলোড করে কোড কপি করে খালি বক্সটাতে পেস্ট করুন তারপর দেখুন মজা এখান থেকে ডাউনলোড করুন click here to copy

ফেসবুক এর ম্যাজিক কোডমনে রাখার সুএ। ২৬টা মনে থাকবে এক সুত্রে । ভুলতে চাইলেওভুলতে পারবেননা

ফেসবুক এর ম্যাজিক কোডমনে রাখার সুএ। ২৬টা মনে থাকবে এক সুত্রে । ভুলতে চাইলেওভুলতে পারবেননা প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন। কারণ bdobile1.ga এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস ।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি । অনেকেই ফেসবুকে ম্যাজিক কোড ইউস করেন কমেন্ট করার জন্য । কিন্তু আমি যেটা আজকে শেয়ার করব সেটা আপনি ম্যাসেজেও ব্যবহার করতে পারবেন । এটা মনে রাখার সুএ হল [[f9.ch ]] এখন ( ) চিন্হটা উঠিয়ে দিয়ে ওখানে ইংরেজী ছোট হাতের a থেকে z পর্যন্ত যে কোন অক্ষর বসান । আর দেখুন ম্যাজিক । আপনারা সবসময় ভুল করেন তাই সবকয়েকটার উদারন নিচে দিয়ে দিলাম। আর একটা কথা এটা দেখার জন্য আপনাকে ছবি সহ ফেসবুক ইউজ করতে হবে । [[f9.cha]] [[f9.chb]] [[f9.chc]] [[f9.chd]] [[f9.che]] [[f9.ch] [[f9.chg]] [[f9.chh]] [[f9.chi]] [[f9.chj]] [[f9.chk]] [[f9.chl]] [[f9.chm]] [[f9.chn]] [[f9.cho]] [[f9.chp]] [[f9.chq]] [[f9.chr]] [[f9.chs]] [[f9.cht]] [[f9.chu]] [[f9.chv]] [[f9.chw]] [[f9.chx]] [[f9.chy]] [[f9.chz]] কেমন হইছে কমেন্ট করে জানাবেন ।

ফেসবুকে আপনার URL পরিবর্তন করুন না দেখলে মিস করবেন

ফেসবুকে আপনার URL পরিবর্তন করুন না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে ভাল আছেন...... যাই হোক বেশি কথা বলবো না...... অনেকে ফেইজবুকের url লিংক চেঞ্চ করতে চান কিন্তু পারেন না...... তাদের জন্য আমার আজকের টিউনটি......। আপনাকে ১মে নিচের লিংকে যেতে হবে..... click here তারপর ওইখানে গিয়ে User Name এ আপনারে আগের url দেখতে পাবেন......। আপনি ওইখানে গিয়ে আপনার নতুন url টি লিখুন..... তারপর Save এ ক্লিক করুন। দেখবেন আপনার প্রোফাইলে নতুন url সেট হইছে। টিউনটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও কোন সমস্যা হলে কমেন্ট করুন।

21/03/2015

Mega Post একাধিক ফেসবুকএবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুনঅন্যরকম একটি পদ্ধতিতে

একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুন অন্যরকম একটি পদ্ধতিতে কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজ আপনাদের সাথে অন্যরকম একটি পদ্ধতিতে ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করা বিষয়ে আলোচনা করব। এর মাধ্যমে আপনি একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। তবে সবার প্রতি অনুরোধ কারো ক্ষতি করবেন না এটি দিয়ে। শুধু শেখার জন্য আমার এই টিউটোরিয়াল। আজকে আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করব । যেটা দিয়ে আপনারা ইমেইল এবং ফেসবুক পার্সওয়ার্ড হ্যাক করতে পারবেন। অনেকে জিঙ্গাসা করেছিল টিপস্ টা বলতে। তাই এখানে পোষ্ট টা করে দিলাম । যাক এখন সরাসরি টিউটোরিয়াল এ চলে যাব। এই পদ্ধতিটি আমরা HAVIJ দিয়ে করব । বিষয়টি যারা জানেন তাদের জন্য সহজ হবে। HAVIJ ডাউনলোড করুন এখানে click here ১. এরপর প্রথমে আপনি HAVIJ ওপেন করুন। আপনার এখন vlunerable একটি ওয়েবসাইট লাগবে যেখানে ইমেইল দিয়ে রেজিষ্টার করতে হয়। আমরা একটা সাইট নিলাম http://singhaniauniversity.co.in/newsDetails.php?ID=46 এটা HAVIJ দিয়ে এ্যানালাইজ দেন। ২. এখন আপনি Tables থেকে website_database বক্স্ টি সিলেক্ট করে Get Tables ট্যাব বাটনে ক্লিক করুন। সেখানে আপনাকে অনেকগুলো Table দেখানো হবে। ৩.এখান থেকে এবার আপনাকে users বক্স টি খুজে সিলেক্ট করতে হবে। (একটা কথা>>> আপনি অন্যান্য সাইটে member/regester ইত্যাদি ট্যাবল গুলায় আইডি গুলো পেতে পারেন ) user ট্যাবল সিলেক্ট করে এবার Get Columns ট্যাব এ ক্লিক করুন। ৪. এরপর আপনি vUserID, vPassword, vUserName , vEmailAddress, vAccountType ………. বক্স পাবেন। এবার এখান থেকে আপনি শুধু vEmailAddress এবং vPassword বক্স সিলেক্ট করে Get Data ট্যাব এ ক্লিক করুন। ৫. এরপর আপনি্ন একটি একটি করে সাইটে রেজিষ্টার হওয়া সকল ইমেইল এবং পার্সওয়ার্ড পাবেন। ডান পাশে Save Data নামের একটি ট্যাব আছে। সবগুলো আইডি এবং পার্সওয়ার্ড পাওয়ার পর সেখানে ক্লিক করলে আপনি ইমেইল এবং পার্সওয়ার্ড গুলো ফরম্যাটে ফাইলে সেভ করতে পারবেন। ৬. এখন আপনি আপনার সেভ করা html ফাইলটা ওপেন করুন। এবং এক এক করে আপনার টার্গেট গুলা চেক করুন। আশা করি ব্যপার টা আপ্নারা সবাই বুঝতে পেরেছেন। কোন রকম অপেক্ষা ছাড়া এভাবে আপনি লাইভ আইডি হ্যাক করতে পারবেন। সবাই ভালো থাকবেন।

Facebook এ আল্টিমেডাম ভ্যারিফাই হলে আবারো যে ভাবে আপনি আপনার নতুন একাউন্ট খুলবেন

প্রথমে আপনি www.m.facebook.com এ যান।তার পর Welcome to faceboo এ click করলে সেখানে নতুন পেজ চলে আসবে।নতুন পেজের ঠিক উপরের ডান সাইটে লেখা আছে Creat account।সেখানে ক্লিক করুন।আপনার নতুন একাউন্ট খোলার জন্য আপনার সকল তথ্য বসাবেন কিন্তু সেখানকার লেখা ।Email/Phone নাম্বার টা চেন্জ করবেন না।বক্সের নাম্বার টা ঠিক রেখে সব শেষে Sign Up এ ক্লিক করুন।এবার আপনার নতুন একাউন্ট ওপেন হলো।কিন্তু আপনার প্রোফাইলের এডিট প্রোফাইলের নাম্বারটা পরিবর্তন করবেন না।যদি করেন তাহলে আবারো আপনার নাম্বারটা ব্লাকমেইল হবে।

সুপার ডুপারঃ লুকিয়ে রাখা ফেসবুক ইমেইল বা নাম্বার বের করুন

সুপার ডুপারঃ লুকিয়ে রাখা ফেসবুক ইমেইল বা নাম্বার বের করুন আসসালামুআলাইকুম । আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহতালার মেহেরবানিতে ভালো আছি।,যাই হক কাজের কথায় আসি সামাজিক যোগাযোগের এক অন্যতম মাধ্যম ফেসবুক। তবে বর্তমানে ফেসবুকে আসল ও নকলের তফাৎ বোঝা দায়। ফেক আইডি খুলে ঠোকানো হচ্চে বহু মানুষকে। তাই এদের ধরার একটি সহজ উপায় রয়েছে, আর তা হলো"". এর ম্যাধ্যমে আপনারা যেকোনো আইডির হাইড করা মোবাইল নাম্বার অর ই- মেইল দেখতে পারবেন, তাছাড়াও দেখতে পারবেন যে ঐ ইউজার কোথা থেকে ফেসবুক ব্যবহার করে, ঢাকা নাকি কুমিল্লা নাকি অন্য কোথাও । ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ। ডাউনলোড করে সফটওয়্যার টিই ওপেন করুণ। যার ই-মেইল বা মোবাইল নাম্বার দেখবেন তার প্রোফাইল address টি "Profile URL" এ বসিয়ে "Go" বাটন এ ক্লিক করুণ। বাস, পেয়ে যাবেন তার সকল details। আজকের মত বিদায় নিচ্ছি আগামি দিন আবার ভালো কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার লেখার মধ্য ভুল হলে ক্ষমা করবেন।