12/10/2015

এবার আপনার যেকোনো সীম রেজিশ্ট্রেশন করুন আপনিজেই ঘরে বসে একটি এপের মাধ্যমে।

Sim-reg-bd.png
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন সহজেই মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। এনড্রয়েড ফোন ব্যবহারকারীরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে সেখানে ইংরেজিতে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ এবং পূর্ণ নাম লিখে সহজেই মোবাইল সিমটি নিবন্ধন করে নিতে পারবেন।
অ্যাপটির ডাউনলোড লিংক হলঃ
Click To Download

আপনার এন্ড্রয়েড মোবাইলে খেলুন অসাধারন গ্রাফিক্স কোয়ালিটি সম্পন্ন একটি গেইম”Dead Earth: Sci-Fi FPS Shooter”

আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি””
Dead Earth: Sci-Fi FPS Shooter”।
গেইমটি এক কথায় অসাধারন। গেইমটির গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি আপনাদের অবশ্যই ভাললাগবে। গেইমটিতে আপনাকে এলিয়েন হাত থেকে শহরকে রক্ষা করতে হবে। গেইমটি হল Shooting গেইম,গেইমটির MOD Unlimited Money তাই সহজেই আপনার পচ্ছন্দ অনুযায়ী বন্ধুক,হাত বোমা,লাইফ কিনতে পারবেন।গেইমটি খেলা শুরু করলে শেষ না করে ওঠতেই চাইবেন না। গেইমটির Size ৬৬.৬ মেগাবাইট। তাহলে আর দেরি কেন ডাউনলোড করুন এই অসাধারন গেইমটি।
dead-earth-sci-fi-fps-shooter.html
dead-earth-sci-fi-fps-shooter.html
Dead Earth: Sci-Fi FPS Shooter By Thunder-Bull
Become the last hope of humanity in a dramatic war against rebellious machines, shoot tones of bullets,explore unbelievable cities and defeat a deadly boss in the ultimate battle.
Exciting Features:
Fight against endless waves of cyber-enemies,breathtaking graphics,fast paced shooting experience, experience epic story in world occupied by machines,defeat a legendary boss a become a liberator of societies, 10 fantastic guns at your disposal in battle, urban surroundings as a battlefield, buy new extinction, tune your armor and stand tough against enemies, defeat enemies with deadly grenades, defend every corner of the city. Dead Earth: Sci-Fi FPS Shooter ডাউনলোড লিংক [66.6 MB]

11/10/2015

এখন থেকে নিজেই তৈরি করুন যেকোন ভিডিওর Dubbing, ভিডিওতে নায়ক নায়িকার বদলে লাগান নিজের মুখ 8 এমবির একটিমাত্র এপ্স দিয়ে !

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
অনলাইনে Dubmash একটি পরিচিত শব্দ।
কোন সিনেমার ডায়লগ, গান বা কৌতুকের দৃশ্য গুলোতে নিজের চেহার বসিয়ে Video করে সে গুলো অনলাইনে ফান করার জন্য আপলোড করা হয়। পুরো ব্যাপারটাই একটা বিশাল মজার বিষয় বস্তু।
Dubsmash1.jpg
আর তাই আপনাদের মধ্যে মজা বিষয়টা আরো ছড়িয়ে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম এই নতুন এপসটি। দেখে নিন MOD Version এই এপসটিতে কি
Click Here To Download
কি সুবিধা রয়েছে আপনাদের জন্য।
Features of this app :
* Create your own dubbed video movie
* Option to shoot with both selfie / front and rear back camera
* Add Stickers Text to your own dub
* Hundreds of soundtracks available
* Show your acting skills
* Add your own sound Features of this mod :
* Removed flurry ads from backend
* Removed Watermarks in video
Apps Name: Dubmash File Size: 8 MB Version: 1.8.2
Click Here To Download

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ

বিস্তারিতঃরাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ
*.কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।
*.আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
*.আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।
*.একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র
২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।
১ম ধাপ-:প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control
অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মতএবার যান
>Access Control>Host
এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মতএবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।
২য় ধাপ-:এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান
>access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।