full post go this link..........
https://androidmtk.com/use-sn-write-tool
18/06/2016
09/02/2016
[Root][Cwm/Twrp] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের স্টক রম (stock rom) ব্যাকআপ করবেন?দেখে নিন।
,
,
,
,
,
,
,
ফোন রুট করার পর প্রথম কাজ হল Stock Rom ব্যাকআপ করা। এই কাজটি করে রাখলে ব্রিক হওয়ার ভয় থেকে রক্ষা পাওয়া যায়।
আর ফোন ব্রিক হলেও ব্যাকআপ নেওয়া Stock Rom টি রিস্টোর দিলেই ঠিক হয়ে যায়।
,
,
,
,
অনেকে রুট করে ঠিকই কিন্তু স্টক রম ব্যাকআপ দিতে পারে না। অনেকে এই পোস্টের জন্য রিকুয়েস্ট দিয়েছিল তাই পোস্টটি করলাম।
,
,
,
,
,
,
প্রথমেই,
CWM বা ClockworkMod রিকভারির মাধ্যমে ব্যাকআপ।
## যাদের ফোনে CWM ইন্স্টল করা নাই তারা এখানে দেখুন।
## রিকভারি মোডে যাওয়ার জন্য MobileUncle Tools বা PowerMenu ইউস করুন।
## Backup & Restore এ যান এবং Backup দিন।
## ব্যাকআপ শেষ হলে Reboot System Now দিন এবং মেমরি কার্ডে দেখুন Clockworkmod নামে ফোল্ডার দেখতে পাবেন।
## আপনার সুবিধার্থে এই ফোল্ডারটি অন্য কোথাও না আপনার কম্পিউটারে সংরক্ষন করতে পারেন, যেন মেমরি ফরমেট হয়ে গেলেও পুনরায় ফোল্ডারটি ফিরিয়ে আনতে পারেন।
[ Note: ** মেমরি কার্ডে কমপক্ষে 2 GB ফাঁকা রাখবেন। ]
,
,
,
,
,
,
,
,
সেট ব্রিক হলে যেভাবে ব্যাকআপ থেকে রিস্টোর দিবেন।
## Power Button+ Volume Up বা Volume Up চেপে ধরে CWM এ যান এবং Backup & Restore এ যান।
## Restore সিলেক্ট করুন।
## Reboot System Now
,
,
,
,
,
,
,
,
TWRP রিকভারির মাধ্যমে ব্যাকআপ
Twrp ব্যাকআপ যেভাবে বানাবেন সকল এন্ড্রয়েড ফোনের জন্য
## TWRP তে যান এবং BackUP এ টাচ্ করুন।
##এই তিনটি সিলেক্ট করুন Boot,System,Data
## Swipe করুন
## ব্যাকআপ শুরু হবে।
,
,
,
,
,
,
,
,
TWRP রিকভারির মাধ্যমে রিস্টোর
## TWRP তে যান।
## Restore এ যান।
## ব্যাকআপ ফোল্ডার সিলেক্ট করুন। এবং রিস্টোর দিন।
12/11/2015
Framroot] রুট করুন সকল এন্ড্রয়েড ডিভাইস (হালনাগাদ পোস্ট)
কেমন আছেন সবাই?
আশা
করি নিজের এন্ড্রয়েড ডিভাইস নিয়ে সবাই সুখে
শান্তিতে আছেন।
যারা এন্ড্রয়েড 4.2.2 ডিভাইস
রুট করতে চান,তাদেরকে আজ একটি ওয়ান ক্লিক
রুট মেথড জানাতে এসেছি।
প্রথমে
Framroot 1.93 official latest
ডাওনলোড করে নিন।
লিঙ্ক Framaroot-1.9.3.apk
এবার সেটি ইন্সটল করুন ।
ইন্সটল হবার পর superuser/supersu যেকোনো
একটা সিলেক্ট করুন
তারপর Boromir এ ক্লিক করুন।
তারপর সেট রিবুট দিন।
ব্যাস,আপনার সেট এখন রুটেড কিনা তা চেক করার জন্য
Root Checker.apk
।
আজকের এই পর্বে যাদের ফোন রুট হবে না তারা পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
বি:দ্র:সব এটা দিয়ে প্রিমো এফ টু,ডি টু,সি টু,ম্যাক্স ৯০৭
রুট করেছি
*সুপারইউজার এ প্রপার রুট নাও হতে পারে।
আপনি সুপারসু সিলেক্ট করলে ভাল হয়।
*যদি আনরুট করতে চান,ফ্রামরুট এ গিয়ে আনরুট
সিলেক্ট করে Boromir এ ক্লিক করলে হবে।
এন্ড্রয়েড ফোন রুট করুন এক ক্লিকে (Root your Android by one click) Root Lollipop
এন্ড্রয়েড ফোন রুট করুন এক ক্লিকে (Root your Android by one click)
Lollipop root
Apps name : KingRoot (new version)
Apps Size : 2.84 MB
Download : KingRoot.apk
Changes in this version KingRoot :
– Sony Xperia Z3 and Samsung Galaxy S6 are supported now . – Sony , ZTE , LG and Huawei devices added to support list .
Lollipop Support Support for Android 2. 2, 2.3, 4.0, 4. 3, 4.4 , 5. 0
যারা হাজার খুজেও নিজের ফোনের CWM পাচ্ছেন না তারা CWM Recovery.img(কাস্টম রিকভেরি) যেভাবে তৈরি করবেন
আমাদের দেশে বেশিরভাগ
অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীই সিম্ফোনি
কিংবা ওয়াল্টনের ফোন ব্যবহার করেন। রুট
করার পর যা করা দরকার তা হল কাস্টম
রিকোভারি কাস্টম রিকোভারি তথা CWM
ফ্ল্যাশ দেওয়া। CWM ফ্ল্যাশ দিতে গিয়ে
অনেকেই ঝামেলায় পড়েন কারণ তাদের
ফোনের জন্য CWM খুজে পাওয়া যায়না
অনেক সময়। তাই বলে কি বসে থাকবে
কাজ ? না। আজকে শিখবেন কি করে
নিজেই বানিয়ে নিতে পারেন ফোনের
জন্য CWM। এটি মূলত মিডিয়াটেক চিপসেট
এর mtk65xx সিরিজ ব্যবহারকারীদের জন্য।
মজার কথা হলো সিম্ফোনি আর
ওয়াল্টনের মোটামুটি সব সেট ই এই
সিরিজের। চলুন তাহলে কাজ শুরু করা যাক-
★★★বিঃ দ্রঃ এটি মোটামুটি অ্যাডভান্স
লেভেলের কাজ। তাই ভালো করে
বুঝেই কাজে হাত দেবেন। যদি ঠিক করে
করতে পারেন তাহলে কাজ হবে। কাজ না
হলে কোথায় ভুল হচ্ছে বের করে আবার
চেষ্টা করুন। তবে ঠিক করে না বুঝলে
অ্যাডভান্স কাজ না করতে যাওয়াই
ভালো।
→যা যা লাগবে –
=============
• একটি রুটেড mtk65xx ফোন
• mtk65xx Drivers:
Download latest
• MtkDroidTools (latest ভার্শন) ডাউনলোড
লিংক :
Download latest mediafire
• অরিজিনাল রম বা স্টক রম (নেট থেকে
নামিয়ে নিতে হবে আপনার ফোনের
মডেল অনুযায়ী)
এক্ষেত্রে যদি আপনার কাছে আপনার
Phone এর boot.img এই file টা না থাকে,
তাহলে boot.img তৈরি করার tutorial
দেখতে এখানে click করুন।
• MTK MobileUncle Tools app :
Download
• Winrar :
Download
• কম্পিউটার
→ কার্যপ্রণালীঃ
============
১) প্রথমেই আপনার ফোনের স্টক রম টি
winrar দিয়ে এক্সট্রাক্ট (extract) করুন।
সেখান থেকে boot.img টিও আলাদা
ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
২) এবার USB DEBUGGING ON করা অবস্থায়
আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।
এবার MTKDroid tools চালু করুন। এটি আপনার
ডিভাইসকে সনাক্ত করবে আর ডিভাইসের
ডিটেইলস ও লিস্ট আকারে দেখাবে। যদি
না দেখায়, এর ভিতরের ADB terminal খুলুন
আর লিখুন adb devices. তবুও যদি কোনও
ডিভাইস সনাক্ত করতে না পারে, তাহলে
আপনাকে mtk drivers ইন্সটল করতে হবে।
৩) root, backup, recovery ট্যাব খুলুন এবং “To
choose the boot.img file” এ ক্লিক করুন। বাকী
সব যেমন আছে তেমন থাকবে। এরপরে
Recovery and Boot ক্লিক করুন এবং আগে স্টক
রম এক্সট্রাক্ট করে যে boot.img
পেয়েছিলেন সেটায় ক্লিক করুন।
৪) নতুন একটা পপ-আপ আসবে সেখানে YES
সিলেক্ট করবেন। কিছুক্ষণ পরেই দেখবেন
task complete দেখাচ্ছে।
৫) এবার MTKdroidTools ফোল্ডারে যান ।
সেখানে recovery নামের নতুন একটা
ফোল্ডার দেখতে পাবেন। ভিতরে
দেখবেন ২ টি ফাইল আছে। সেখান
থেকে recovery নামের ফাইলটি নিন আর
সেটি আপনার ফোনের SD card এ রাখুন
(কোনও ফোল্ডারের মধ্যে রাখবেন না)
৬) mobile uncle tool নামিয়ে ইন্সটল করে
ওপেন করুন (নেট অফ করে) ৭) এখন চাইলে
এই সফট থেকে IMEI টা ব্যাকআপ করে
রাখতে পারেন, এটা আপনাদের ঐচ্ছিক
কাজ, ইচ্ছা হলে করবেন। মাঝে মাঝে
অনেকের IMEI সমস্যা করে তখন এটা
কাজে লাগতে পারে।
৮) এখন recovery update এ ক্লিক করুন ।
৯) recovery.img নামে একটা ফাইল পাবেন,
সেখানে ক্লিক করুন ।
১০) ok ক্লিক করুন ।
১১) “flash into recovery” ok দিন,এখন
রিকোভারি মুডে ফোন অন হবে ।
১২) হয়ে গেলো আপনার কাস্টম
রিকোভারি (CWM/TWRP) ইন্সটল। ◘◘
বিশেষ দ্রষ্টব্য
=========
(১)ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
(২)Copy,Paste করা থেকে দূরে থাকুন ।
প্রয়োজনে Link দেয়ার চেষ্টা করুণ
================
(১)Advanced Level এর কাজ তাই যা করবেন
নিজ দায়িত্তে করবেন
(২)এর দারা আপনার Device এর
যেকোনোরূপ ক্ষতি সাধন হলে এর কোনরূপ
দায়ভার আমার বা Admin দের কিংবা Post
কারির নয় । বরং সম্পূর্ণ আপনার নিজের।
ধন্যবাদ।