18/05/2021

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি তার ফোন দিয়ে আপনার কথা রেকর্ড করছে কিনা কিভাবে বুঝবেন?

 এজন্য আপনাকে যা করতে হবে একদমই সিম্পল, এর জন্য আপনার ফোনে একটা এপ্স ইন্সটল করতে হবে ইন্সটল করে কথা বলার সময় যদি অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা রেকর্ড করে তাহলে আপনার ফোনে ইন্সটল কৃত এপ্স টি আপনাকে জানিয়ে দিবে এপ্স টি গুগল প্লে ষ্টোরেই পাবেন এপ্সটির নাম  Access Dots.

এপ্সটি ইন্সটল করে কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিন, এখন কথা বলার সময় যদি কেউ আপনার কথা রেকর্ড করে তাহলে Display এর উপরের সাইটে ডানপাশের কোনায় একটি হলুদ কালারের (ডট) . ফোটার মত দেখতে পারবেন।

10/10/2016

ফেসবুকে আপনার প্রোফাইলের সকল পোস্ট মাত্র এক ক্লিকে Public থেকে Friends করুন!!

কথা না বাড়িয়ে সরাসরি কাজে আসি। এই কাজটা করতে আপনার ফোনে লাগবে একটি Operamini.ধাপ অনুসারে এগিয়ে যান এবার। ♣প্রথমে আপনার প্রোফাইলে লগিন করে একটি যেকোনো পোস্ট করুন প্রাইভেসিটাFriendsরেখে। যেকোনো পোস্ট ছোট অথবা বড়। ♣পোস্ট হয়ে গেলে এবার অপেরামিনি দিয়েSettingsএ যান। তারপরPrivacyতে যান। তারপরে“Limit The Audience For Posts You’ve Shared With Friends Of Friends Or Public?”এ ক্লিক করুন। ♣এবারLimit Old Postএ ক্লিক করুন। কাজ শেষ। আপনার কাজ হয়ে গেছে। আপনরার প্রোফাইলের সব পোষ্ট পাবলিক থেকে ফ্রেন্ড হয়ে গেছে। [বি:দ্র: যেসব পোস্টOnly To Meদিয়ে করছেন সেগুলোর কোন পরিবর্তন হবে না!! ] একইভাবে আপনার পোস্টগুলোFriend To Publicকরতে পারবেন। এর জন্য ধাপ ১ এর পোস্টটি পাবলিক রেখে করবেন। সবাই ভালো থাকবেন এবং সবসময় সুন্দর চিন্তা করবেন।

25/09/2016

অ্যান্ডয়েড ব্যবহারকারীদের জন্য Smart TV Remote দিয়ে আপনাদের টিভি কন্টল করুন খুব সহজেই

Smart TV Remote for Samsung Premium

স্যামসাং টিভি রিমোট এবং DLNA সার্ভার. আরো তুলনায় 1,000,000 ডাউনলোডসমূহ! Android এর জন্য সেরা স্যামসাং টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ্লিকেশন.

স্যামসাং স্মার্ট টিভি ওয়াইফাই দূরবর্তী সেরা রিমোট কন্ট্রোল আবেদন যে আপনি দূরবর্তী নিয়ামক মধ্যে এবং আরও বেশি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস চালু করতে সক্ষম হবেন. এটা একটি স্যামসাং টিভি দূরবর্তী হিসাবে কাজ করে.

একই নেটওয়ার্কে আপনার ফোনে এবং আপনার স্যামসাং টিভি সংযোগ করুন এবং বিভিন্ন পূর্বনির্ধারিত দূরবর্তী নিয়ামক কী লেআউট, একাধিক থিম এবং হোম স্ক্রিন উইজেট সমর্থন করেন.

আবেদন MediaShare বৈশিষ্ট্য উপভোগ করুন এবং (টিভি, ব্লু রে প্লেয়ার, ইত্যাদি সহ) ব্যবহার করে আপনার UPnP / DLNA সক্ষম ডিভাইস থেকে আপনার স্মার্ট ফোন থেকে আপনার মাল্টিমিডিয়া বিষয়বস্তু ভাগ বিল্ট ইন দূরবর্তী DLNA সার্ভার.

 

SmartNotify বৈশিষ্ট্যের সাহায্যে আপনি আপনার স্যামসাং টিভি উপর পর্দা বিজ্ঞপ্তি গ্রহণ করতে যখন আপনি পেয়েছেন একটি incomming কল বা এসএমএস আছে সক্ষম হবেন. কলারের বা এসএমএস প্রেরকের ফোন নম্বর আপনার পরিচিতি তালিকা মধ্যে উপস্থিত থাকে, তাহলে আবেদন না শুধুমাত্র সংখ্যা কিন্তু পরিচিতি নাম পাশাপাশি প্রদর্শন করা হবে. (উল্লেখ্য যে, আপনি যখনই আপনি চান SmartNotify ফাংশন বন্ধ / চালু করতে পারেন).

DLNA / UPnP সঙ্গে MediaShare
আবেদন MediaShare বৈশিষ্ট্যের সাহায্যে আপনি আপনার DLNA সক্ষম ডিভাইস থেকে আপনার স্মার্ট ফোন থেকে সরাসরি ভিডিও, সঙ্গীত এবং ছবি স্ট্রিম করতে দেয়.
আপনি ভাগ করার জন্য কি বিষয়বস্তু নির্বাচন করতে পারবেন এবং আপনি শুধুমাত্র আপনার ফোনের এসডি কার্ড উপর সংরক্ষিত ভিডিও / সঙ্গীত / ছবি শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারেন.

এছাড়াও আপনি আপনার নেটওয়ার্ক থেকে DLNA যৌথরূপে ব্যবহৃত ফোল্ডার ও ফাইল দেখতে পারেন. আপনি ভাগ করা ইমেজ এবং ভিডিও ফাইল দেখতে এবং অডিও ফাইল প্লে করতে পারেন. মনে রাখবেন যে, সমর্থিত বিন্যাসের আপনার ফোন দ্বারা সমর্থিত মিডিয়া ফরম্যাটের সঙ্গে সমতুল্য.

কিভাবে ব্যবহার করে
নিশ্চিত করুন যে আপনার ফোন এবং আপনার টিভি একই নেটওয়ার্ক এবং ওয়্যারলেস রিমোট কন্ট্রোল সাথে সংযুক্ত করা হয় করুন / নেটওয়ার্ক রিমোট কন্ট্রোল অপশন আপনার টিভিতে সক্রিয় করা হয়.

Supported Samsung SmartTVs
Currently only the following Samsung Smart TV models are supported by the application:

  • Samsung TVs released in 2010 having model number greater or equal to LCD C650, LED C6500, PDP 6500
  • Samsung TVs released in 2011 having model number greater or equal to LCD D550, LED D5500, PDP 5500

Tips

  • If you didn’t completed / refused the paring process on the TV, you can still enable the remote. On Samsung TVs, just open the [Menu]→[Settings]→[Wireless Controller] and remove the Smart TV WiFi Remote item. When you restart the application, the TV will prompt again for the pairing process.
  • If your TV model is supported, and you accepted the pairing on the TV, and the remote still not working, you can try to unplug the network cable / wireless adapter from the TV, restart the TV and plug-in the cable / adapter again.
  • If you don’t see your TV on the device selector screen, and your TV is supported, you can re-run / refresh the devices displayed on the screen.

What’s New

1 Million Anniversary Design 2.0

How to Install?
  1. Download Apk (link below).
  2. On your Android device, go to settings > security > allow unknown sources.
  3. Find downloaded APK on your phone and install it.
  4. All Done. Enjoy!

Download Links

Smart TV Remote for Samsung Premium | Mirror

 

ফেসবুকের সবকিছু এখন এক ক্লিকে (Add all friend,Reject all,Join,Invite,Follow)

Hello Friends, কেমন আছেন আপনারা ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেক দিন পর লিখতে বসলাম,শত ব্যাস্ততার মাঝে ও আপনাদেরকে সাহায্য করার জন্য ছুটে আসি। আজকে আপনাদেরকে দেখাব কিভাবে এক ক্লিকে ফেসবুকের সকল বন্ধুকে এড করা যায়। কীভাবে এক ক্লিকে সকল ফ্রেন্ড রিকুয়েস্ট Accept ও Cancel করা যায়। কীভাবে সবাইকে এক ক্লিকে গ্রুপে জয়েন করানো যায়। কীভাবে পেজের জন্য সবাইকে এক ক্লিকে Invite করা যায়। যাই হোক আমার কথা শুনতে শুনতে মনে হয় bored হয়ে গেলেন।

প্রথমে আপনাকে দুইটা গুগল ক্রোমের Extension এড করতে হবে। একটি হলো ‘Toolkit for facebook’ অন্যটি হলো ‘ Invite all friends on Facebook’ Extension কীভাবে এড করতে হয় আপনি যদি জেনে থাকেন ভালো কথা আর না জেনে থাকলে ফলো করেন।

১। প্রথমে মেনুতে ক্লিক করে সেটিং এ যান।
২। Extension এ ক্লিক করুন।
৩। get more Extension এ ক্লিক করুন

৪। সার্চ বক্সে আপনার এক্সটেনশান্টি সার্চ করুন

৫। তারপর আপনি Extension দুটি ক্রোমে এড করে নিন।

Invite all friends on facebook

এই Extension টি দিয়ে আপনি আপনার সকল ফ্রেন্ডকে আপনার পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে পারেন।

পদ্ধতিঃ

ফেসবুকে আপনার কাঙ্ক্ষিত পেজে যান (যে পেজে লাইক দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করবেন)। তারপরে ডান থেকে invite friends to like This এ ক্লিক করুন নিছের ছবির মত একটা পপ আপ বক্স আসবে।

তারপরে স্ক্রল করে একদম শেষ পর্যন্ত চলে যান। তারপরে কর্নার থেকে invite all এর যে আইকন সেটাতে ক্লিক করুন। কিছু সময় নিবে ব্যাস কাজ শেষ।

Toolkit for facebook

আপনি যেসব বোটন অটো চাপাতে চান সেসব বোটনে জান। যেমনঃ Add friend Button, Confirm Button, like Button, join button ইত্যাদি। তারপরে আপনার যতটুকু প্রয়োজন স্ক্রল করে সেখানে জান। তারপরে কর্নার থেকে Toolkit এর আইকনে ক্লিক করুন। তারপরে আপনি যে বোটন অটো চাপাতে চাচ্ছেন সে বোটন সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ। আপনাকে পায়কে।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো। আমাদের টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান।আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।অনলাইনে আয় বিষয়ক সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজে লাইকদিন

কিভাবে একটি জিমেইল দিয়ে একাধিক ইউটিউব চেনেল খুলবেন

এই টিউন এর ভিডিও টিউন দেখুন এখানে

১. প্রথমে আপনি কম্পিউটার চালু করার পর ডেস্কটপের নিচের বাম পার্শ্বে  একটি বাটন আছে, যাকে বলা হয় “Start Button” নামে। মাউসের বাম বাটনটি এর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করুন।

২.এর পর All Programs-এ ক্লিক করুন। যদি All Programs লেখা না থাকে তাহলে এই অংশটি বাদ দিয়ে পরের অংশ সমূহ দেখতে হবে।
৩. Internet Explorer এ ক্লিক করতে হবে।
৪. অথবা Mozila firefox (যদি থাকে) এ ক্লিক করতে হবে।
৫. Mozila Firefox-এর ক্ষেত্রে Import Window-টি আসবে।
৬.এরপর নিচের Window-টি আসলে Yes-চাপলে Internet Explorer-এর ডাটা সমূহ যেমন-Bookmarks, History, Password ইত্যাদি Import করবে। আর No চাপলে সরাসরি পরের Window-টি আসবে।
৭.তারপর নিচের Window আসলে এবং Address Bar-এ গিয়ে “gmail.com” লিখে কিবোর্ড থেকে Enter চাপতে হবে।

বা,

৮. Create an account-এ ক্লিক করুন।
৯. অপেক্ষা করুন এবং আপনার একাউন্ট সম্বন্ধে বিবরন প্রদান করুন। এ ব্যাপারে যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন তা হলো:
 ক. First : আপনার নামের প্রথম অংশ
 খ. Last:  আপনার নামের শেষের অংশ
 গ. Username: এটি একাউন্ট খোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটিই হবে আপনার পরিচয়ক। এক্ষেত্রে এমন একটি নাম পছন্দ করা প্রয়োজন যা google এর ডাটাবেজে নেই ও আপনার পছন্দের। একই নামের দুইজন username নিতে পারবে না। যদি আপনার পছন্দের নামটি অন্য কেউ থেকে থাকে তাহলে আপনি সেই নামটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে অন্য কোন নাম দিতে হবে। যেমন এই টিউটোরিয়ালে আমি ব্যবহার করেছি ‍anamulhsiddiqe যা পূর্বে কেউ ব্যবহার করে নি।
 ঘ. Create a password: Password বা গোপন সংকেতের সমন্বয়টি হতে হবে নিম্নের মতো করে
     i.  বড় হাতের অক্ষর(যেমন-A)
     ii. ছোট হাতের অক্ষর (যেমন-a)
     iii. সংখ্যা (যেমন-1)
     iv. অনান্য চিহ্নসমূহ (যেমন-, .; / ] [ \ = - স্পেইস ইত্যাদি)
উদাহরন সরূপ : Abc.1234 বা aBc/1234 বা Abc 1234 বা Abc1234
 ঙ. Birthday : জন্মদিন নির্বাচন করে দিতে হবে।
 চ. Gender: আপনি পুরুষ না মহিলা তা নির্বাচন করুন।
 ছ.  Mobile Phone: মোবাইল নাম্বারটি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আপনি যদি আপনার গোপন সংকেত(Password) ভুলে যান তাহলে এর মাধ্যমে উদ্ধার পেতে পারবেন এবং আপনি আপনার দ্বি স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন।
 জ. Your current email address: আপনার বর্তমান যদি কোন ইমেইল থেকে থাকে তাহলে তা দিতে পারেন। এটির মাধ্যমেও গোপন সংকেত(Password) ভুলে গেলে তা থেকে উদ্বার পেতে পারবেন।
 ঝ.  Prove you're not a robot: এই স্থানে দুটি অপশন রয়েছে উপরেরটি
        Skip this verification-আপনার মোবাইল-এ একটি ম্যাসেজ কোড নাম্বার আসবে তা দিতে হবে।
   বা Type the text- এর উপরের লেখাটি নিচে দেখে দেখে লিখতে হবে।
 Location: এটির ক্ষেত্রে আপনার দেশের নাম সিলেক্ট করে দিতে হবে।
এর পরের অংশটিতে সিলেক্ট করতে হবে যে আপনি ওয়েব সাইটের শর্তসমূহ ও গোপনীয়তা নীতি আপনি মেনে নিলেন।
এখন Next step চাপুন।
প্রথম অংশটি:

দ্বিতীয় অংশটি:

১০. আপনি যদি কোন ছবি যুক্ত করতে চান তাহলে Add photo-তে ক্লিক করুন ও Next step এর উপর মাউসের বাম বাটনটি দিয়ে ক্লিক করুন।
১১. নিচের Window-টি দেখতে পাবেন উপরের Window-তে  Next step-এ ক্লিক করার পর। Continue to Gmail-এ Click করুন।
১২. এর পর নতুন একটি tab বা window খুলে address bar-এ youtube.com লিখে enter চাপুন।
১৩. Window-টি আসার পর নিম্নের মত দেখতে পাবেন। এবং এতে উপরের ডানপার্শের কোনায়  Sign in-এ Click করুন।
১৪.  নিম্নের window-টি আসার পর আপনার email address যা কিছুক্ষন পূর্বে তৈরী করেছেন তা ও Password-টি লিখুন এবং sign in-এ Click করুন।
এইভাবে google-এর অন্য যে কোন পন্যের(ওয়েব সাইটে) গিয়ে sign in-এ ক্লিক করে আপনার gmail-এর account id ও password দিলেই সেই ওয়েবসাইটে access পারবেন।
Note: যদি কোন প্রকার প্রশ্ন থাকে দয়াকরে comments করুন এবং শেয়ার করুন।
 
ধন্যবাদ!

04/09/2016

অল্প খরচে বেশী ভিট এর এম্পলী ফায়ার তৈরী করুন।

অল্প খরচের মধ্যে বেশী ভিট এর এম্পলীফায়ার  অনেকেই ফোন করেন

তাই আপনাদের কথা ভেবেই আজ ছুট একটি সার্কিট দিলাম যাদের
প্রয়োজন তারা নিজের হাতে এম্পলীফায়ারটি বানাতে পারেন

সাউন্ড কোয়ালিটি মোটা মুটি  ভালই ।

এগার পিনের এই A2009 আইসিটি মূলত ষ্টেরিও
যদি কেহ আইসিটি দিয়ে ষ্টেরিও সার্কিট বানাতে
ছান তা হলে আইসিটির আউট পুট থেকে  10Wx2=20w আউট পুট পাবেন।
এই আইসিটি দিয়ে যদি মনো সিষ্টেম বানিয়ে
নেন তা হলে আপনি আউট পুট থেকে 25W পাবেন
ষ্টেরিওর জন্য দুইটা সার্কিট বানালে আপনি আউট পুট
পাবেন 25x2=50W আজ ষ্টেরিও এবং মনো দুইটি
সার্কিট দেখাব আপনাদের পছন্দ মত বানিয়ে নিবেন।

এই সার্কিটটি হল ষ্টেরিও দুইটা স্পিকার থেকে 10x2 = 20 w আউট পুট পাবেন যদি এই আইসিটি দিয়ে

আরো বেশী ভিট ছান তাহলে  মনো সিষ্টেমে দুইটি আইসি দিয়ে তৈরী করবেন এবার আসুন মনো সার্কিটটি দেখি

এই সারকিটটি হল মনো সিষ্টেম সার্কিটটিতে আউট পুট পাবেন 25w এ রকম দুইটি সার্কিট তৈরী করলে আউটপুট পাবেন

25x2=50w  পাউয়ার সাপ্লাই যে ভাবে কানেকশন করবেন

আশাকরি সবাই সার্কিটটি তৈরী করতে পারবেন

আজকের মত এখানেই বিদায় নিলাম

আইসিটির সাথে অবশ্যই ভাল মানের হিটসিং লাগিয়ে নিবেন না হয় অতি রিক্ত গরম হয়ে আইসিটি নষ্ট হয়ে যাবে।

এক ক্লিকেই যেভাবে জিমেইলের ইনবক্স খালি করবেন !

ধরুণ আপনার পুরানো অব্যবহৃত জিমেইল আইডিটি পুনরায় ব্যবহার করতে চান। কিন্তু প্রচুর অপ্রয়োজনীয় মেইলে পরিপূর্ণ আইডিটির ইনবক্স। এমন পরিস্থিতিতে একটি একটি করে ডিলেট করা বেশ সময় সাপেক্ষ কাজ। আপনার হাতে সময়ও নেই। কি করবেন তখন?

ঘাবড়ানোর কিছু নেই। স্বল্প সময়ে ইনবক্স খালি করার জন্য রয়েছে সিলেক্ট অন ফিচার। এর মাধ্যমে প্রথমে পেইজ থাকা সব মেইলগুলো একত্রে নির্বাচন করা যায়। তবে ফিচারটির সবচেয়ে বড় অসুবিধা হলো এতে একসাথে ৫০টি মেইল নির্বাচন করা যায়। যদি আপনার মেইলে কয়েক হাজারের বেশি অপ্রয়োজনীয় মেইল জমা থাকে তাহলে সেগুলো এভাবে ডিলেট করতে বেশ সময় লাগবে।

এ ঝামেলা থেকে মুক্তি পেতে রয়েছে একটি চমৎকার কৌশল। এ কৌশল অবলম্বন করে মাত্র এক ক্লিকে জিমেইলের ইনবক্সে থাকা সকল মেইল ডিলেট করা যাবে। এ টিউটোরিয়াল থেকে জেনে নিন সেই কৌশল।

প্রথমে জিমেইল আইডিতে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

তারপর উপর দিকে থাকা সার্চ বক্সে লিখতে হবে before:2015/06/05। এখানে তারিখটি নিজের প্রয়োজন মত দিতে হবে। যে তারিখ পর্যন্ত মেইল ডিলেট করতে চান সেই তারিখটি দিতে হবে। এরপর সার্চে ক্লিক করলে নির্দিষ্ট তারিখের আগের সব মেইল দেখাবে।

এরপর জিমেইলের সিলেক্ট অল অপশনটি ক্লিক করতে হবে। তাহলে একটি ম্যাসেজ আসবে ‘All 50 conversations on this page are selected. Select all conversations that match this search’।

এরপর সব মেইল নির্বাচন করতে Select all conversations that match this search- এ ক্লিক করতে হবে। তাহলে সবগুলো মেইল নির্বাচিত হবে। এবার ডিলেট বাটনে ক্লিক করতে হবে। তাহলে নির্দিষ্ট তারিখ পর্যন্ত সব কিছু ডিলেট হয়ে যাবে।