04/09/2016

অল্প খরচে বেশী ভিট এর এম্পলী ফায়ার তৈরী করুন।

অল্প খরচের মধ্যে বেশী ভিট এর এম্পলীফায়ার  অনেকেই ফোন করেন

তাই আপনাদের কথা ভেবেই আজ ছুট একটি সার্কিট দিলাম যাদের
প্রয়োজন তারা নিজের হাতে এম্পলীফায়ারটি বানাতে পারেন

সাউন্ড কোয়ালিটি মোটা মুটি  ভালই ।

এগার পিনের এই A2009 আইসিটি মূলত ষ্টেরিও
যদি কেহ আইসিটি দিয়ে ষ্টেরিও সার্কিট বানাতে
ছান তা হলে আইসিটির আউট পুট থেকে  10Wx2=20w আউট পুট পাবেন।
এই আইসিটি দিয়ে যদি মনো সিষ্টেম বানিয়ে
নেন তা হলে আপনি আউট পুট থেকে 25W পাবেন
ষ্টেরিওর জন্য দুইটা সার্কিট বানালে আপনি আউট পুট
পাবেন 25x2=50W আজ ষ্টেরিও এবং মনো দুইটি
সার্কিট দেখাব আপনাদের পছন্দ মত বানিয়ে নিবেন।

এই সার্কিটটি হল ষ্টেরিও দুইটা স্পিকার থেকে 10x2 = 20 w আউট পুট পাবেন যদি এই আইসিটি দিয়ে

আরো বেশী ভিট ছান তাহলে  মনো সিষ্টেমে দুইটি আইসি দিয়ে তৈরী করবেন এবার আসুন মনো সার্কিটটি দেখি

এই সারকিটটি হল মনো সিষ্টেম সার্কিটটিতে আউট পুট পাবেন 25w এ রকম দুইটি সার্কিট তৈরী করলে আউটপুট পাবেন

25x2=50w  পাউয়ার সাপ্লাই যে ভাবে কানেকশন করবেন

আশাকরি সবাই সার্কিটটি তৈরী করতে পারবেন

আজকের মত এখানেই বিদায় নিলাম

আইসিটির সাথে অবশ্যই ভাল মানের হিটসিং লাগিয়ে নিবেন না হয় অতি রিক্ত গরম হয়ে আইসিটি নষ্ট হয়ে যাবে।

No comments:

Post a Comment

Thanks For your Comment