25/09/2016

কিভাবে একটি জিমেইল দিয়ে একাধিক ইউটিউব চেনেল খুলবেন

এই টিউন এর ভিডিও টিউন দেখুন এখানে

১. প্রথমে আপনি কম্পিউটার চালু করার পর ডেস্কটপের নিচের বাম পার্শ্বে  একটি বাটন আছে, যাকে বলা হয় “Start Button” নামে। মাউসের বাম বাটনটি এর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করুন।

২.এর পর All Programs-এ ক্লিক করুন। যদি All Programs লেখা না থাকে তাহলে এই অংশটি বাদ দিয়ে পরের অংশ সমূহ দেখতে হবে।
৩. Internet Explorer এ ক্লিক করতে হবে।
৪. অথবা Mozila firefox (যদি থাকে) এ ক্লিক করতে হবে।
৫. Mozila Firefox-এর ক্ষেত্রে Import Window-টি আসবে।
৬.এরপর নিচের Window-টি আসলে Yes-চাপলে Internet Explorer-এর ডাটা সমূহ যেমন-Bookmarks, History, Password ইত্যাদি Import করবে। আর No চাপলে সরাসরি পরের Window-টি আসবে।
৭.তারপর নিচের Window আসলে এবং Address Bar-এ গিয়ে “gmail.com” লিখে কিবোর্ড থেকে Enter চাপতে হবে।

বা,

৮. Create an account-এ ক্লিক করুন।
৯. অপেক্ষা করুন এবং আপনার একাউন্ট সম্বন্ধে বিবরন প্রদান করুন। এ ব্যাপারে যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন তা হলো:
 ক. First : আপনার নামের প্রথম অংশ
 খ. Last:  আপনার নামের শেষের অংশ
 গ. Username: এটি একাউন্ট খোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটিই হবে আপনার পরিচয়ক। এক্ষেত্রে এমন একটি নাম পছন্দ করা প্রয়োজন যা google এর ডাটাবেজে নেই ও আপনার পছন্দের। একই নামের দুইজন username নিতে পারবে না। যদি আপনার পছন্দের নামটি অন্য কেউ থেকে থাকে তাহলে আপনি সেই নামটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে অন্য কোন নাম দিতে হবে। যেমন এই টিউটোরিয়ালে আমি ব্যবহার করেছি ‍anamulhsiddiqe যা পূর্বে কেউ ব্যবহার করে নি।
 ঘ. Create a password: Password বা গোপন সংকেতের সমন্বয়টি হতে হবে নিম্নের মতো করে
     i.  বড় হাতের অক্ষর(যেমন-A)
     ii. ছোট হাতের অক্ষর (যেমন-a)
     iii. সংখ্যা (যেমন-1)
     iv. অনান্য চিহ্নসমূহ (যেমন-, .; / ] [ \ = - স্পেইস ইত্যাদি)
উদাহরন সরূপ : Abc.1234 বা aBc/1234 বা Abc 1234 বা Abc1234
 ঙ. Birthday : জন্মদিন নির্বাচন করে দিতে হবে।
 চ. Gender: আপনি পুরুষ না মহিলা তা নির্বাচন করুন।
 ছ.  Mobile Phone: মোবাইল নাম্বারটি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আপনি যদি আপনার গোপন সংকেত(Password) ভুলে যান তাহলে এর মাধ্যমে উদ্ধার পেতে পারবেন এবং আপনি আপনার দ্বি স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন।
 জ. Your current email address: আপনার বর্তমান যদি কোন ইমেইল থেকে থাকে তাহলে তা দিতে পারেন। এটির মাধ্যমেও গোপন সংকেত(Password) ভুলে গেলে তা থেকে উদ্বার পেতে পারবেন।
 ঝ.  Prove you're not a robot: এই স্থানে দুটি অপশন রয়েছে উপরেরটি
        Skip this verification-আপনার মোবাইল-এ একটি ম্যাসেজ কোড নাম্বার আসবে তা দিতে হবে।
   বা Type the text- এর উপরের লেখাটি নিচে দেখে দেখে লিখতে হবে।
 Location: এটির ক্ষেত্রে আপনার দেশের নাম সিলেক্ট করে দিতে হবে।
এর পরের অংশটিতে সিলেক্ট করতে হবে যে আপনি ওয়েব সাইটের শর্তসমূহ ও গোপনীয়তা নীতি আপনি মেনে নিলেন।
এখন Next step চাপুন।
প্রথম অংশটি:

দ্বিতীয় অংশটি:

১০. আপনি যদি কোন ছবি যুক্ত করতে চান তাহলে Add photo-তে ক্লিক করুন ও Next step এর উপর মাউসের বাম বাটনটি দিয়ে ক্লিক করুন।
১১. নিচের Window-টি দেখতে পাবেন উপরের Window-তে  Next step-এ ক্লিক করার পর। Continue to Gmail-এ Click করুন।
১২. এর পর নতুন একটি tab বা window খুলে address bar-এ youtube.com লিখে enter চাপুন।
১৩. Window-টি আসার পর নিম্নের মত দেখতে পাবেন। এবং এতে উপরের ডানপার্শের কোনায়  Sign in-এ Click করুন।
১৪.  নিম্নের window-টি আসার পর আপনার email address যা কিছুক্ষন পূর্বে তৈরী করেছেন তা ও Password-টি লিখুন এবং sign in-এ Click করুন।
এইভাবে google-এর অন্য যে কোন পন্যের(ওয়েব সাইটে) গিয়ে sign in-এ ক্লিক করে আপনার gmail-এর account id ও password দিলেই সেই ওয়েবসাইটে access পারবেন।
Note: যদি কোন প্রকার প্রশ্ন থাকে দয়াকরে comments করুন এবং শেয়ার করুন।
 
ধন্যবাদ!

No comments:

Post a Comment

Thanks For your Comment