আসসালামুওয়ালাইকুম___ সবাই ভালো আছেন ? অনেক দিন পড়ে আইটেক লিখতে বসেছি । আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে জানতেও পারেন। শুধু যারা জানেনা তাদের জন্য এই টিপস। আমাদের দৈনন্দিন জীবনে ফেইসবুক একটি আপরিহার্য হয়ে পড়েছে । আপনার প্রোফাইল যে ভিউ করবে তাকে আপনি দেখতে পারবেন । এর একটি নমুনা কয়েকটি ধাপে কাজটি করবেন br /> ১| প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইলে জান। ২| তারপর ctrl+u বাটনে চাপ দিন দেখবেন একটা নতুন ফেইজ খুলে গেছে। ৩| তারপর আপনি নতুন খোলা উইন্ড/ফেইজটির যে কোন স্থানে মাউস রেখে ক্লিক করুন। ৪| তারপর ctrl+f বাটনে চাপ দিন দেখেবেন একটি সার্চ বক্সের মত খুলে গেছে পেইজটির এক কোনায়। ৫| তারপর আপনি ঐ সার্চ বক্সে লিখুন এই লেখাটি ordered_list.top_friends ৬|এবার আপনি ইন্টার বাটনে ক্লিক করুন এবং দেখুন লেখাটি কোথায় দেখাচ্ছে নতুন উন্ডটির/পেইজের। ৭|যে জায়গায় ordered_list.top_friends এই লেখাটি কালার করে দেখাচ্ছে তার একটু বাম পাশে গিয়ে নিছের দিকে দেখুন অনেক গুলো নাম দেখাবে।এই নাম গুলোর ফেইসবুক ইউজাররাই আপনার প্রোফাইল ভিউ করেছে। এই নাম গুলু একটি একটি কপি করে ফেইসবুক সার্চ বক্সে পেস্ট করে করুন এবং দেখুন যেই লোকটি আপনার প্রোফাইল ভিউ করেছে তাকে দেখুন।
No comments:
Post a Comment
Thanks For your Comment