21/03/2015

Mega Post একাধিক ফেসবুকএবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুনঅন্যরকম একটি পদ্ধতিতে

একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করুন অন্যরকম একটি পদ্ধতিতে কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজ আপনাদের সাথে অন্যরকম একটি পদ্ধতিতে ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করা বিষয়ে আলোচনা করব। এর মাধ্যমে আপনি একাধিক ফেসবুক এবং ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। তবে সবার প্রতি অনুরোধ কারো ক্ষতি করবেন না এটি দিয়ে। শুধু শেখার জন্য আমার এই টিউটোরিয়াল। আজকে আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করব । যেটা দিয়ে আপনারা ইমেইল এবং ফেসবুক পার্সওয়ার্ড হ্যাক করতে পারবেন। অনেকে জিঙ্গাসা করেছিল টিপস্ টা বলতে। তাই এখানে পোষ্ট টা করে দিলাম । যাক এখন সরাসরি টিউটোরিয়াল এ চলে যাব। এই পদ্ধতিটি আমরা HAVIJ দিয়ে করব । বিষয়টি যারা জানেন তাদের জন্য সহজ হবে। HAVIJ ডাউনলোড করুন এখানে click here ১. এরপর প্রথমে আপনি HAVIJ ওপেন করুন। আপনার এখন vlunerable একটি ওয়েবসাইট লাগবে যেখানে ইমেইল দিয়ে রেজিষ্টার করতে হয়। আমরা একটা সাইট নিলাম http://singhaniauniversity.co.in/newsDetails.php?ID=46 এটা HAVIJ দিয়ে এ্যানালাইজ দেন। ২. এখন আপনি Tables থেকে website_database বক্স্ টি সিলেক্ট করে Get Tables ট্যাব বাটনে ক্লিক করুন। সেখানে আপনাকে অনেকগুলো Table দেখানো হবে। ৩.এখান থেকে এবার আপনাকে users বক্স টি খুজে সিলেক্ট করতে হবে। (একটা কথা>>> আপনি অন্যান্য সাইটে member/regester ইত্যাদি ট্যাবল গুলায় আইডি গুলো পেতে পারেন ) user ট্যাবল সিলেক্ট করে এবার Get Columns ট্যাব এ ক্লিক করুন। ৪. এরপর আপনি vUserID, vPassword, vUserName , vEmailAddress, vAccountType ………. বক্স পাবেন। এবার এখান থেকে আপনি শুধু vEmailAddress এবং vPassword বক্স সিলেক্ট করে Get Data ট্যাব এ ক্লিক করুন। ৫. এরপর আপনি্ন একটি একটি করে সাইটে রেজিষ্টার হওয়া সকল ইমেইল এবং পার্সওয়ার্ড পাবেন। ডান পাশে Save Data নামের একটি ট্যাব আছে। সবগুলো আইডি এবং পার্সওয়ার্ড পাওয়ার পর সেখানে ক্লিক করলে আপনি ইমেইল এবং পার্সওয়ার্ড গুলো ফরম্যাটে ফাইলে সেভ করতে পারবেন। ৬. এখন আপনি আপনার সেভ করা html ফাইলটা ওপেন করুন। এবং এক এক করে আপনার টার্গেট গুলা চেক করুন। আশা করি ব্যপার টা আপ্নারা সবাই বুঝতে পেরেছেন। কোন রকম অপেক্ষা ছাড়া এভাবে আপনি লাইভ আইডি হ্যাক করতে পারবেন। সবাই ভালো থাকবেন।

No comments:

Post a Comment

Thanks For your Comment