25/05/2015

^ আইপি এড্রেস এবং তার খুঁটিনাটী ^

আইপি এড্রেস এবং তার খুঁটিনাটী। by hafez IP Address কি? IP Address বা Internet ProtocolAddress হল একটি সংখ্যাবিশেষ যা Network-এ যুক্তপ্রতিটি Device-এর জন্যনির্ধারিত যারা Communication-এর জন্য Internet Protocol ব্যবহার করে। প্রতিটি IP Address হলUnique, আপনি যখনএকটা নির্দিষ্ট IP Addressব্যবহার করছেন তখন সেটা আরকেউ ব্যবহার করারসম্ভবনা নেই IP Address দিয়েই Networkব্যবহারকারীকে শনাক্তকরা হয়। আপনি যে Internet Service Provider-এর কাছ থেকে Internetসেবা পাচ্ছেন তারা এই IPAddress-এর মাধ্যমেই আপনাকে আলাদাভাবে শনাক্তকরতে পারে। IP Address-এর কাজকি? IP Address-এর মূলত দু’টি কাজরয়েছে। 1.Host বা Network Interfaceশনাক্তকরণ,যাতে আপনি সঠিকভাবে আপনারকাঙ্খিত Communicationসম্পন্ন করতে পারেন। 2.Network ব্যবহারকারীরঅবস্থান খুঁজে বের করা। প্রতিটা IP Addressএকটা নির্দিষ্টস্থানকে নির্দেশ করে।তাই, আপনি কোন জায়গা থেকে Networkব্যবহার করছেন এটা IPAddress- এরমাধ্যমে জানা যায়। IP Adderss-গুলো হল Binary Number,কিন্তু বোঝার সুবিধার জন্যএগুলোকে মানুষের পঠনযোগ্যসংকেত (অক্ষর বা সংখ্যা) দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। হ্যাকারদের জন্যএকটি অতি গুরুত্বপূর্ণ জিনিসহচ্ছে এই IP Address. যেহেতু IPAddress-এর মাধ্যমে Network ব্যবহারকারীর স্থানজানা যায়, তাই হ্যাকারের জন্য IP Address লুকিয়ে রাখা খুবইজরুরী একটা কাজ। নাহলে হ্যাকারের অবস্থানফাঁস হয়ে যাওয়ার একটা চান্সথাকে। আপনার নিজের আইপি এড্রেস দেখা br /> প্রথমে Start->Run- >খালি ঘরে লিখুন cmd এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন। একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস। দ্বিতীয় নিয়মbr /> আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন www.whatismyip.com একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন। নিচের লিস্টটি মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে। ftp—->21smtp—>25dns—->53http— >80https—->81pop3—->110telnet— >23 নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম br /> যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন। প্রথমে Start->Run- >খালি ঘরে লিখুন cmdএবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন। একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitenameএন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে। আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন। হুপের ব্যাখ্যা br /> যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্ঠা করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরন করেন যার প্রতিউত্তরে সেই সেই ওয়েবসাইটটিও আপনার কাছে কিছু তথ্য প্রেরন করে (যার ফলাফল স্বরূপ আপনি ওয়েবসাইটটিকে দেখতে পান) ।এই প্রক্রিয়াটি চলতেই থাকে। মনে করুন আপনি কমান্ড এরিয়ায় লিখলেন tracert yahoo.com তখন আপনার এই তথ্যের প্যাকেজটি গুগলের সার্ভারে (যেখানে তথ্য জমা থাকে) যাবে। গুগলও আপনাকে এর প্রতিউত্তর পাঠাবে। যেহেতু গুগল একটি বড় সাইট সেহেতু এর অনেকগুলো সার্ভার রয়েছে। সুতরাং প্রতিউত্তরগুলো সেসকল সার্ভার থেকেই আসে। এবার আপনি আপনার কমান্ড এরিয়ায় লক্ষ করুন সেখানে সবোর্চ্চ ৩০ টির মত আইপি হুপ রয়েছে। এতগুলো আসার মানে হচ্ছে, গুগল তার যতগুলো সার্ভার থেকে আপনার কাছে তথ্য প্রেরন করছে সেই সার্ভারগুলোর আইপি হুপই আপনি দেখতে পাচ্ছেন। কমান্ড এরিয়ায় আপনি * ধরনের কিছু চিন্হ দেখতে পাবেন। এর মানে হচ্ছে এই যে সে স্থানগুলোতে ফায়ারওয়াল স্থাপন করা রয়েছে যাতে করে যে কেউ সহজে আক্রমন করতে না পারে। সাধারন ভূল-ধারনা br /> অনেকেই আছেন যারা মনে করেন যে ইন্টারনেট থেকে কোন উচ্চক্ষমতা সম্পন্ন স্পশর্কাতর তথ্য বা তথ্যাদি দেখা বা জানা যায় না। আসলে এটি ভূল ধারনা। মনে করুন ইন্টারনেটে অনেকেই হটফাইল বা রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট দেয়, যা থেকে আপনি উপকৃত হন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না এই একাউন্ট কোথা থেকে দেয়া হয়েছে? আপনি ইচ্ছে করলেই এসব তথ্য জানতে পারেন। যখন আপনি কমান্ড এরিয়ায় কোন ওয়েবসাইটের বিপরীতে nslookup লিখে এন্টার দিবেন তখন হয়ত এরকম লেখাও আসতে পারে যে You are now authentized to this route. এ রকম কিছু লেখা দেখলেই আপনি বুঝে নেবেন যে, ওই ওয়েবসাইটে স্পশর্কাতর তথ্য রয়েছে। ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। samspade.com dnsstuff.com whois.netঐ সকল ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম দিয়েই আপনি এর আইপি, স্থান, মালিকের নাম, কবে কেনা হয়েছে, মেয়াদ কত দিনের, দৈনিক ভিজিটর সংখ্যা, নেম সার্ভার ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জোগাড় করা একজন হ্যাকারের প্রাথমিক কাজ ।

No comments:

Post a Comment

Thanks For your Comment