25/05/2015

চরম পোষ্ট আপনার জাবা মোবাইল রিস্টাটদিলেও নাম্বার ডিলেট হবে Na..

আজ আপনাদের শিখাব কি ভাবে আপনার মোবাইল এর নাম্বার গুলি কি ভাবে একবারে র জন্য মোবাইল এ সেভ করবেন মানে যদি আপনি আপনার মোবাইল বন্ধ করেন বা রিস্টাট দেন । আপনার মোবাইল এর নাম্বার যাবেনা। তাহলে শুরু করি। প্রথমে আপনি মোবাইলের এর Settings এ যান। তারপর সিলেক্ট করুন Security Settings এখন Security Settings এ গিয়ে আপনি Security Level / Phone Security এ দেখতে পাবেন। তারপর Security Level এতে থাকবে Phone , None & Memory এবং আপনি Phone Ok করবেন। আর Phone Security তে থাকবে On&Off এবং আপনি On & Ok করে দিন ব্যাস কাজ শেষ এখন আপনি যদি আপনার ফোন রিস্টাট দেন তবেও আপনার নাম্বার যাবেন। ধন্যবাদ যদি কোনো ভুল হয় তবে ক্ষমার চোখে দেখবেন এত কস্ট করে পোস্টটা লিখলাম Thanks টা ও পাবোনা ?

No comments:

Post a Comment

Thanks For your Comment