সবাই কেমন আছেন।আমি জানি সবাই ভাল আছেন এবং আমাদের সাথেই আছেন।আজকে আমি যে Trickনিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তা হচ্ছে-
এখন থেকে আপনার ফেসবুকে profile picture একসাথে দুইটা USE করুন।
হ্যা আপনি ইচ্ছে করলেই এক ফেইসবুক আইডিতে দুটি প্রোফাইল পিকচার ব্যাবহার করতে পারেন।
শুনে আশ্চর্য লাগলেও এটা সম্ভব।দুটি প্রোফাইল পিকচারের একটি আপনার প্রোফাইলে কভার পিকচারের নিচে বাম পার্শে দেখাবে এবং অন্য একটি আপনি কোথাও কমেন্ট করলে কমেন্টের বাম পার্শে দেখাবে। চলুন দেখে নেই কিভাবে এটি করতে হয়।
ধাপ-১. প্রথমে আপনি আপনার প্রোফাইলে জান। সেখান থেকে আপনার ফটো এ্যালবামের গিয়ে প্রোফাইল পিকচার এ্যালবামে জান।
ধাপ-২. যে ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওপেন করুন এবং সেই ছবিটি ওপেন করুন।
ধাপ-৩. এড্রেস বার থেকে আপনার ছবির আইডিটি সংগ্রহ করুন। এখানে আমার আইডি-52520000038.
ধাপ-৪. এবার আবার প্রফাইলে ফিরে আসুন এবং প্রোফাইল পিকচারের উপর মাউস পয়েন্টার রাখলে Edit Profile Picture লেখা দেখা যাবে এবং সেখানে ক্লিক করুন। এবং সেখান থেকে Edit Thumbnail অপশনে ক্লিক করুন।এবং একটি পপ আপ বার আসবে।
ধাপ-৫. এখন পপ আপ বারের বাম পাশে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Enspect Element অপশনে ক্লিক করুন।
ধাপ-৬. এইবার Enspect Element থেকে মাউস সামান্য নিচে স্ক্রল করে
form action=”https:// …………বা https://upload.facebook.com
লাইনটি খুজে বের করুন এবং লাইনের বাম পাশে ডানদিকে দেখানো তীর বাটনে ক্লিক করুন।
ধাপ-৭. এবার
input type=”hidden” value=”424246157667904"name=”photo_fbid” autocomplete=”off”
লাইনটা খুজে বের করুন
এবং value=”424246157667904
অংশের নাম্বারের উপর ডাবল ক্লিক করুন।অথবা সম্পুর্ন লাইনের উপর রাইট ক্লিক করে Edit as HTML অপশনে ক্লিক করুন।
ধাপ-৮. এবার value=”523511704371027
এখানের নাম্বারটা আপনি আপনার ধাপ-৩ থেকে প্রাপ্ত ফটো আইডি দিয়ে রিপ্লেস করুন।
ধাপ-৯. Enspect Element এর বাইরে যেকোন যায়গায় একটি ক্লিক করুন এবং এর পর Enspect Element ক্লোজ করে পপ আপ বারে সেইভ বাটন চাপুন।এবার দেখুন ম্যাজিকের মত আপনার ফেসবুকে প্রোফাল পিকচার দুইটা হয়ে গেছে।
17/08/2015
ফেইসবুক profile পিকচার ম্যাজিক !! ফেসবুকে এক সাথে ২টি প্রোফাইল পিকচার USE করুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks For your Comment