Inactive ফ্রেন্ডস Unfriend করার দুইটা নিয়ম**
কিছু ভুলের কারণে আমাদের অনেকের ফ্রেন্ডস লিস্ট Inactive ফ্রেন্ড দ্বারা পূরণ হয়ে যায়। দেখা যায় অনেকের ৫,০০০ ফ্রেন্ডস কিন্ত চ্যাট লিস্টে অনেক কম থাকে। লাইক কমেন্ট তুলনামূলক ভাবে খুব কম পায়।।
অনেকে মনে করে এতগুলা ফ্রেন্ডস হতে Inactive বের করব কিভাবে।
এটা সম্ভব না।
কিন্তু না এটাও সম্ভব। আর সেই বিষয়ে এই পোষ্ট লিখলাম। আমি Inactive ফ্রেন্ডস দুই পদ্ধতিতে রিমুভ করি।
১। প্রতিদিন বন্ধুদের Birthday দেখে॥
যাদের জন্মদিন থাকে তাদের টাইমলাইন আমি চেক করি। চেক করে দেখি তাদের Activity কেমন।
যদি তাদের মধ্য কেউ Inactive বলে গন্য হয় তাকেই রিমুভ করে দেই। আপনি যদি একইভাবে আপনার বন্ধুদের টাইমলাইন চেক করেন তাহলে খুব সহজে প্রতিদিন কিছু কিছু Inactive ফ্রেন্ডস Unfriend করতে পারবেন তাতে কস্ট খুব কম। বন্ধুদের Birthday থাকবে Notification এ। এটা প্রতিদিন পরিবর্তন হবে।
যেমন: আজকে আমার Notification এ 30 জন বন্ধুর জন্মদিন আছে। আমি তাদের সবার টাইমলাইন চেক করবো।
২। ফ্রেন্ডস লিস্টে মিউচুয়ালিটি দেখে। এই পদ্ধতিতে আপনি আপনার ফ্রেন্ডস লিস্টে চলে যান। যদি দেখেন কারও সাথে আপনার মিউচুয়ালিটি আশাজনক না শুধু তার টাইমলাইন চেক করে আসুন। যদি Inactive হয় তাহলে রিমুভ করে দিন। এভাবেই পুরা ফ্রেন্ডস লিস্টে অভিযান চালান। দেখবেন আপনার লিস্ট একদম আগাছা মুক্ত। একবারে না পারলে যতটুকু অভিযান চালাবেন সেই পেজ সেভ করে রাখুন। আবার সেই সেভ করা পেজ ওপেন করে অভিযান চালান।
17/08/2015
ফেসবুকের , আপনার, InActive , ফ্রেন্ড, UnFriend , করার, একটা , সহজ , নিয়ম , দেখে, নিন ,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks For your Comment