11/11/2015

এন্ড্রয়েডে Transparent করুন আপনার Status বার এবং Notification প্যানেল,যারা এখনও করতে পারেননি তাদের জন্য।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের Status বার এবং Notification Panel Transparernt অর্থাৎ স্বচ্ছ করবেন।আমরা যারা জেলীবিন ৪.২.২ ইউস করি তাদের নিঃসন্দেহে ললিপপ ৫.০.১ এর Notification Bar পছন্দ।সেই পছন্দকে আটকে না রেখে চলুন আজ শুরু করি,তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
এর জন্য যা যা প্রয়োজনঃ

Root acces
Xposed Installer
Gravity Box(JBহলে JB এর জন্য KK হলে KK এর জন্য)
একটু মনযোগ

প্রথমে নিচ থেকে Xposed Installer ডাওনলোড করে নিন.।

ডাওনলোড লিঙ্কঃ

Click Here to Download

যারা এখনও সেট রুট করতে পারেননি তারা নিচ থেকে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে রুট করে নিনঃ

King Root.apk

iRoot.apk

১ম ধাপঃ

প্রথমে App টি ডাওনলোড করে ইন্সটল করে নিন
তারপর ওপেন করে “Framework” এ ট্যাপ করেন
পপআপ আসলে “Ignore” করেন
এবার “Install/Update” এ ট্যাপ করেন
এবার রুট পারমিশন এর জন্য পপআপ আসবে Grant করুন
এবার Reboot এর পপআপ আসলে OK করুন
২য় ধাপঃ

Reboot করার পর আবার Xposed Installer ওপেন করুন
এবার“Download” বাটনে ট্যাপ করুন,এখানে আপনি অনেক Tweaks দেখতে পাবেন
এবার উপরের “Search” আইকনে ট্যাপ করুন এবং GravityBox লিখুন
আপনি এখানে দুই ধরনের “Gravitybox” দেখতে পাবেন,আপ্নি যদি জেলিবীন ইউজার হন তাহলে “Gravitybox(JB)” এবং কিটক্যাট ইউজার হলে “Gravitybox(KK)”এ ট্যাপ করুন
এবার নিচে গিয়ে “Download” বাটনে ট্যাপ করুন
ডাওনলোড শেষ হলে “Gravitybox” ইন্সটল করুন
৩য় ধাপঃ

ইন্সটল করা শেষ হলে আবারও “Xposed Installer” ওপেন করুন
এবার “Modules” এ ট্যাপ করুন
এবার “Gravitybox” এ টিক দিন
এবার ফোন আবারও Restart দিন
শেষ ধাপঃ

এবার “Gravitybox” ওপেন করুন
এবার Statusbar tweaks এ ট্যাপ করুন
Transparency Management এ ট্যাপ করুন
এবার Status বার একবারে স্বচ্ছ করতে Statusbar for luancher এবং Statusbar for lockscreen ১০০% করে দিন।
এবার আবার Back এ আসুন
এবার Notification Drawer Style এ ট্যাপ করুন
এখন আপনি Background Transparency অপশন দেখতে পাবেন এবং Notification Panel একবারে স্বচ্ছ করতে চাইলে দুইটাই ১০০% করে দিন।
এবার ফোন Restart দিন যদি দরকার হয়
এখন দেখুন আপনার Status বার এন্ড্রয়েড ললিপপ বা ৫.০.১ হয়ে গেছে এবং Notification Panel Transparent হয়ে গেছে।

Z6FnswD1.png?w=640

4fccfbca-0889-4a1d-bde5-f708e2d37139_zps

(বিঃদ্রঃআপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই)

No comments:

Post a Comment

Thanks For your Comment