আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকের লেখার বিষয় হচ্ছে কিভাবে Run command এর হিষ্টোরী মুছতে হয়।
১) Start button এবং R প্রেস করে রান কমান্ড অপেন করুন।
২)তারপর লিখুন Regedit এবং এন্টার প্রেস করুন। সিকুরিটি পপআপ অপেন হবে yes দিন।
৩) রেজিষ্ট্রি এডিটর অপেন হবে।
৪)এখন ctrl+F ক্লিক করুন Find নামে একটা পপআপ আসবে সেখানে লিখুন। RunMRU এবং ফাইন্ড নেক্সট এ ক্লিক করুন।
৫)সার্চ হতে একটু সময় দিন।
৬)ডানপাশে চলে এসেছে আপনার রান কমান্ড হিস্টোরী।
৭)এখন একটা একটা করে ডিলিট করে দিন।
এখন রেজিষ্ট্রি এডিটর Exit করে দিন,কাজ শেষ। :-) :-)
তারপরেও বুঝতে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন।
সম্পূর্ণ টিউটোরিয়াল বাংলায়
বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই..। টিউনের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি।
বিঃ দ্রঃ আমার জানামতে এ টিউন আগে কেউ করেনি। যদি কেউ করে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী।
আশা করি আপনারা অনুপ্রানিত করবেন সামনে আরো ভালো টিউন করতে।
No comments:
Post a Comment
Thanks For your Comment