09/11/2015

রান কমান্ডের হিষ্টোরী মুছার নিয়ম

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।  আজকের লেখার বিষয় হচ্ছে কিভাবে Run command এর হিষ্টোরী মুছতে হয়।

১) Start button এবং R প্রেস করে রান কমান্ড অপেন করুন।
9

২)তারপর লিখুন Regedit এবং এন্টার প্রেস করুন। সিকুরিটি পপআপ অপেন হবে yes দিন।
Capture2

৩) রেজিষ্ট্রি এডিটর অপেন হবে।
Capture3
৪)এখন ctrl+F ক্লিক করুন Find নামে একটা পপআপ আসবে সেখানে লিখুন। RunMRU এবং ফাইন্ড নেক্সট এ ক্লিক করুন।
Capture8

৫)সার্চ হতে একটু সময় দিন।
Capture4

৬)ডানপাশে চলে এসেছে আপনার রান কমান্ড হিস্টোরী।
Capture5
৭)এখন একটা একটা করে ডিলিট করে দিন।
Capture6

এখন রেজিষ্ট্রি এডিটর Exit করে দিন,কাজ শেষ। :-)  :-)
তারপরেও বুঝতে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন।
সম্পূর্ণ টিউটোরিয়াল বাংলায়

বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই..। টিউনের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি।

বিঃ দ্রঃ আমার জানামতে এ টিউন আগে কেউ করেনি। যদি কেউ করে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী।
আশা করি আপনারা অনুপ্রানিত করবেন সামনে আরো ভালো টিউন করতে।

No comments:

Post a Comment

Thanks For your Comment