15/09/2015

মাত্র দুইটি টান্জেষ্টর দিয়ে LED বাতির নাচ দেখুন

টেকটিউনসের সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভাল বাসা রইল,

আশাকরি সবাই ভাল থাকেন, আজকে আপনাদের সামনে হাজির হলাম

মাত্র দুইটি ট্রান্জেষ্টর চার টা রেজিষ্টর দুই টা কেপাসিটর আর চার টা

LED বাতী হয়ে গেল আপনার সারকিট তৈয়ার করার সব পার্স ।

এই অল্প কয়েক টা পার্স দিয়ে চারটা LED বাতী খুব সুন্দর করে নাচা নাচী

করবে। আসুন দেখি সার্কিটটি তৈয়ার করতে কি লাগবে পার্স গুলী একবার দেখে নেই।

সারকিটটির পার্সগুলীর সাথে পরচিত হয়ে নেই।এটি হল সার্কিটে ব্যবহিত 10Mf 16V ইলেক্ট্রলাইটিক কেপাসিটর।

এই কেপাসিটরটি পুলারেটি রয়েছে, যেমন একটি + পা ,অপরটি - পা , কেপাসিরটি সার্কিটে সংযোগ দেয়ার সময়

পা গুলী উল্টা কানেকশন যাতেকরে না হয় এ দিখে খেয়াল রাকবেন। এই কেপাসিটরের মান পরিবর্তন করলে

LED বাতী গুলির নাচা নাচীর স্পিড এর পরিবর্তন হবে।

সারকিটে ব্যবহার কিত এই পার্সটির নাম হল ট্রান্জেষ্টর C828 টান্জেষ্টরটি এই পজিশনে রাখলে ডান পাশে বেইজ,মাঝ কানে কালেক্টর,

বাম পাশে ইমিটর, ট্রান্জেষ্টরটি ছবিতে দেখুন দুই সিষ্টেমে দেখানো হয়েছে ।Q1 ছবিটি লক্ষকরুন ডায়গ্রামে এ ভাবেই দেয়া থাকবে।

সারকিটে ব্যবহার কিত রেজিষ্টর 68K কালর কোড গুলী দেয়া হয়েছে যে সব বন্ধুরা এখন ও ভাল করে রেজিষ্টর চিনেন না তাদের জন্য।

সারকিটে ব্যবহার কিত 120 ওহুমস রেজিষ্টর কালার কোড গুলী দেখে নিন। আসুন সারিটটি এবার দেখি।

সারকিটটি ভাল করে খেয়াল করুন ট্রান্জষ্টরের সাথে রেজিষ্টর এবং কেপাসিটর গুলী কি ভাবে কনেকশন করা হয়েছে

এ ভাবেই কানেকশন করুন । এই সারকিটটি বুঝতে যাদের সমস্য হয় আসুন নিচের সারকিটটি দেখি।

আশাকরি সকলেই সারকিটটি তৈয়ার করতে পারবেন । বিদ্রঃ একটি বিষয় আমার খেয়াল নেই LED বাতীর কিন্তু পা গুলীর পুলারেটি রয়েছে যে কারনে

LED বাতীর পা উল্টা লাগালে বাতী গুলী জ্বলা নিবা করবে না। তাই আমরা যখন নুতন LED বাতী কিনব তখন বাতীর পা গুলী লক্ষ করব একটি পা ছোট

অপরটি লম্বা । LED বাতীর লম্বা পা টি সরকিটের +vc (প্রজেটিভ ) এর সাথে কানেকশন হবে।

No comments:

Post a Comment

Thanks For your Comment