15/09/2015

ছাদের ট্যাংকে পানি উঠান অটোমেটিক সার্কিট দিয়ে। মটরের সুইচ ON/OFF এর দিন শেষ!

আল্লাহ্ ভরসা,আমার BiDDUT.MywapBlog.Com এর অনেক বন্ধুরাই প্রায় সময় ফোনে রিকয়েষ্ট করেন। ছাদের ট্যাংকে পানি উঠানুর অটোমেটিক সার্কিটি দেয়ার জন্য,আমি কয়েক জনকে কথাও দিয়েছি। আল্লাহর রহমতে দুই দিনে পরিশ্রম করে সার্কিটটির ডিজাইন কাজ শেষ করেছি, নিচে সার্কিটটি দেয়া হল একটুক মনযোগ সহ কারে লক্ষ করলেই আপনি নিজেও পারবেন। সার্কিটটি তৈয়ার করতে।

পানির ট্যাংক টাকে ভাল করে লক্ষ করুন ট্যাংক এর ভিতরে একটি প্লাশটিক পাইপ নিচ থেকে উপরের দিকে দারানো অবস্তায় আছে, যাই হোক এবার লক্ষ করুন প্লাশটিক এর পাইপ টিতে তিনটি যায়গায় তামার পাত জরানু আছে। ট্যাংকে দারানু পাইপটা ভাল করে লক্ষ করুন। তামার পাত গুলি যত টুকু দুরত্তে লাগানো হয়েছে টিক সেই মাপ মত পাত গুলি লাগাবেন। পাইপ এ লাগানো তিনটি তামার পাত থেকে তিনটি তার কানেকশান করতে হবে, টিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে। তিনটি তার হল P2-P1-P3 আপনাদের বুঋতে যাতে সহজ হয় এবং সার্কিটটির সাথে সহজে কানেকশন করতে পারেন। সর্কিটটির সাথেও এই রুপ P2-P1-p3 রয়েছে। P1-এরসাথে P1 কানেকশন লাগাবেন। P2 সাথে P2 কানেকশন লাগাবেন। P3 সাথে P3 কনেকশন লাগাবেন। এর পরেও যদি বলেন বঝিনা। তাহলে বুঝব আমি বুঝাতে পারলামনা।

সার্কিটটির কথা আসাযাক সার্কিটটি Dc 12VOLT পাউয়ার সাপ্লাই এ চলে, যদি পারেন ইনপুট ভোল্টে একটি L7812 লাগিয়ে নিলে ভাল হয় এই আইসিটি কোব সেন্সসেটিভ সাপ্লাই ভোল্টেজ কম বেশি হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে।

সার্কিটে আইসি হিসেবে ব্যবহর করা হয়েছে,

  • আইসিটি মোট চদ্দটি পা রয়েছে 1নং পা এবং 2নং পা একত্রিত হয়ে টেংকে রাখা P1 এর সাথে লাগানো হয়েছে,p1 থেকে একটি10k রেজিষ্টর দিয়ে 12v + এর সাথে লাগানু হয়েছে।
  • আইসিটির 3নং পা 5নং পায়ের সাথে একত্রীত করা হয়েছে। আইসিটির 4নং পা এবং 8নং পা একত্রিত হয়ে একটি 10k রেজিষ্টর দিয়ে D400 ট্রাজেষ্টারের বেইজে লাগানো হেয়েছে।
  • এই বেইজে লাগানু সিগনালটি যখনি P1- P2- P3- লাগানো কানেকশানের ট্যাংকে রাখা পানির স্তরটি উপরের দিখে উটে এবং P2 কে অতিক্রম করে তখনই আইসিটি থেকে D400 ট্রান্জটরের বেইজ ভোল্ট কে অফ করে দেয় , ফলে ট্রান্জটেরের কালেক্টরে লাগানো রিলেটি বন্দ হয়ে যায় এবং সাথে সাথে মটরটি অফ হয়ে যায়।
  • টিক তেমনি ভাবে পানি স্তর যখন নিচে চলে যায় P1 এবং P3 লেভলের মাঝামাজি লেভেলে থাকে তখনি D400 ট্রান্জেষ্টর বেইজ ভোল্ট চালো হয় এবং রিলেটি অন হয় ফলে মটরটি চালো হয়ে পানি উঠানো শুরু করে।
  • সার্কিটটিতে যে রিলে সুইচটি দেখানো হয়েছে আপনার ব্যবহিত মটরের এম্পিয়ারের সাথে মিলিয়ে রিলে সুচটি কিনতে হবে না হয়ত রিলে সুইচটি পুড়ে নষ্ট হয়ে যেতে পারে।
  • আইসিটির 6নং পা 10নং পা টি একত্রিত করা হয়েছে। 7নং পা টি -volt এর সাথে সংযুক্ত করা হয়েছে। 9নং পা টি থেকে P2 কানেকশন দেয়া হয়েছে এবং একটি 10k রেজিষ্টর + volt এ লাগানো হয়েছে।
  • 11-12-13 নং পা টি -volt এ লাগানো হয়েছে। 14 নং পা টি +volt সাপ্লাই 12v হিসেবে দেয়া হয়েছে।

আশাকরি সকলেই সার্কিটটি তৈয়ার করুন।

No comments:

Post a Comment

Thanks For your Comment