15/09/2015

FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে।

বিছমিল্লাহির রাহমানিররাহিম আল্লাহ সর্বশক্তিমান।

যে সব বন্ধুরা একান্ত ইচ্ছে থাকা সত্তেও FM ট্রান্সমিটার
এখন ও তৈয়ার করতে পারেন নাই তাদের কথা চিন্তা করেই
অতি সহজ একটি FM ট্রান্সমিটর সার্কিট ডায়গ্রাম দিলাম।

সময়ের অভাবে টিউনস করতে পারি না, বন্ধুরা এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

undefined

সার্কিটটিতে মাত্র দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে।
ছয়টি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
ছয়টি কেপাসিটর ব্যবহার করা হয়েছে।
একটি ট্রিমর ও একটি মাক্রফোন ব্যবহার করা হয়েছে।

undefined

L1,L2 এখানে দুইটি কয়েল ব্যবহার করা হয়েছে।

L1,18 নাম্বার তার, তিনটি পেচ দিবেন এবং

L2,18 নাম্বার, তার দুইটি পেচ দিবেন।

কয়েল গুলি তৈয়ার করার জন্য ইকোনু কলমের
উপর তার পেচিয়ে কয়েল গুলি তৈয়ার করলেই ভাল হয়।
কয়েল গুলি এমন ভাবে পেচাবেন কয়েলের তারের মধ্য যেন
ফাকা না থাকে। সাপ্লাই ভোল্ট হিসেবে 9V দিবেন।

No comments:

Post a Comment

Thanks For your Comment