15/09/2015

ডিজিটাল সিষ্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্টানের নাম লিখুন । মাত্র দুইটি আইসি দিয়ে।

  • সবাই কেমন আছেন, আশাকরি ভালই আছেন  আমিও আপনাদের দোয়াতে ভালই আছি ।
  • টেকটিউনস এর ইলেকট্রনিক্স প্রিয় সকল বন্ধুরা এ দিকে আসোন আপনাদের কে নিয়ে
  • একটি মজার সারকিট তৈয়ার করি ,আপনার নিজের নাম লিখুন ডিজিটাল সিষ্টেমে LED
  • বাতি দিয়ে । আসুন দেখি কি ভাবে সারকিটটি বানাবেন ।
  • নামের অক্ষর গুলি LED বাতি দিয়ে লিখবেন প্রত্তেক LED বাতির দুইটি করে পা থাকে
  • একটি লম্বা পা অপরটি চুট পা । যে ভাবে LED গুলি কানেক শান করবেন=
  •   প্রতিটি নামের অক্ষর এর LED (লম্বা ) পা গুলি একত্রিত করে একটি কানেকশান করে।
  • উপরে দেয়া ছবি টিতে দেখুন ট্রান্জেষ্টর এর কালেক্টরের সাথে লাগানো হয়েছে।
  • তেমনি ভাবে LED চুট পা গুলি একত্রিত করে গ্রাউন্ড বা -vc নেগেটিভ এর সাথে
  • কানেকশন করুন টিক যে ভবে উপরের ছবিটিতে দেখানু হয়েছে।

আসুন এবার সারকিটটি দেখে নেই।

  • সারকিটটিতে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে একটি ne555 অপরটি Cd4017
  • সারকিটটিতে ব্যবহিত পার্স গুলির মান পাশা পাশি দেয়া আছে ।

(ভেরিএবল রেজিষ্টর গুরিয়ে নামের অক্ষর গুলি স্পিট বারানো কমানো যায়) নামের অক্ষর গুলি

  • এক পাশ থেকে জ্বলে অন্য পাশে যাবে । আবার পুনরায় একই ভাবে জ্বলতে থকবে।
  • শহরের বিভিন্ন সাইন বোর্ডে যে ভাবে জ্বলা নিভা করে। আপনারা হয়ত সখলেই দেখেছেন।
  • এখানে আমার নামটি যে ভাবে লিখেছি টিক সেই ভাবে আপনার নিজের নামটি লিখুন ।
  • সারকিটটিতে 9v dc সাপ্লাই ভোল্ট দিবেন । কোন সমস্য হলে যানাবেন সমাদানের চেষ্টা করব ।
  • আজকের মত বিদায় নিলাম

No comments:

Post a Comment

Thanks For your Comment