03/07/2015

জ্বলন্ত আগুণের শিখার উপরেও বেলুন ফাটবে নাঃ

যদি একটি বেলুন ফুলিয়ে জ্বলন্ত আগুণের শিখার উপর ধরা যায় তাহলে কি ঘটবে? অবশ্যই বেলুনটি ফেটে যাবে। কিন্তু যদি এমন হত যে বেলুন ফুলিয়ে জ্বলন্ত আগুণের শিখার উপরে ধরলেও বেলুনটি ফাটতো না তাহলে কেমন হত?? আর এটা কি সম্ভব!! হ্যাঁ অবশ্যই সম্ভব। চলুন দেখি কি ভাবে এটি সম্ভব।

magic-b.jpg?w=128&h=150

এটা করতে যা যা লাগবেঃ

*.একটি বেলুন।

*.একটি মোমবাতি।

*.কিছু পরিমান পানি। এটা করতে যা যা করতে হবেঃ

*.প্রথমে মোমবাতিটি জ্বালান। ।

*.এরপর বেলুনটিতে সামান্য পরিমান পানি দারা ভর্তি করুন ।

*.এরপর বেলুনটি ফুলিয়ে পানি বরাবর মোমবাতিটির জ্বলন্ত শিখার উপর রেখে তাপ দিন। এখন দেখুনতো বেলুনটি ফাটে কিনা ! কি দেখলেন। হ্যাঁ এখন কিন্তু বেলুনটি আর ফাটবে না।

No comments:

Post a Comment

Thanks For your Comment