13/07/2015

CHANGE A USER’S PASSWORD TO YOUR COMPUTER পিসির ইউজার পাসওয়ার্ড পাল্টে দিন তার পূর্বের পাসওয়ার্ড না জানা সত্ত্বেও। ( গোপন টিপস )

শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন আশা করি যে আজ কি নিয়ে লিখবো। আমরা সবাই জানি কম্পিউটারে যখন কোন ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে মানে যে পাসওয়ার্ডটি পিসি বা ল্যাপটপ ওপেন করার সময় সিকিউরিটির জন্য দিয়ে থাকি, সে পাসওয়ার্ড যখন চেঞ্জ করতে চাই তখন নতুন পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই সেই মানে পুরানা পাসওয়ার্ডটি দিতে হয়। এখন যদি ধরুন আপনি পুরানা পাসওয়ার্ডটি জানেননা, এবং না জানা সত্ত্বেও আপনি ওই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কেমন হয়………………।। হাঁ এই কাজটিই দেখাবো আজ আপনাদেরকে। কিছু স্ক্রিন সট দিয়েছি সহজে বুঝার স্বার্থে তাই পোস্টটি বড় মনে হচ্ছে , ভয় পাবেননা। তাহলে শুরু করা যাক………………………………………………।। প্রথমে আপনি my computer এর উপর মাউজের রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন, নিচে দেখুন………… 1.jpg manage ক্লিক করার পরে নিচের মত দেখবেন…………………………… 2.jpg এবার আপনি local users and groups এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………… 41.jpg এবার আপনি ইউজার নেমের ( আমার ইউজার নেম fokhrul ) উপর রাইট ক্লিক করে set password.. এ ক্লিক করুন, নিচের মত দেখবেন…… 5.jpg এবার আপনি proceed এ ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………… 6.jpg এবার আপনি new password এবং confirm password এ নিজের পছন্দ মত একটি পাসওয়ার্ড দিয়ে ok করুন, ব্যাস কাজ শেষ। এবার কম্পিউটার রিস্টার্ট করে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। উল্লেখ্যঃ শিরোনামে শত্রুর কথা বললাম যাতে আপনারা পষ্টটির প্রতি বেশি করে আকর্ষিত হউন । তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাল লাগলে অবশ্যই জানাবেন……………………………

No comments:

Post a Comment

Thanks For your Comment