আজ থেকে হাতের কায়দায়ম্যাজিকশেখার ধারাবাহিক পোস্টকরবোজাদুঃমন্চে জাদুকর এস পকেট থেকে একটা রুমাল বের করে । দর্শকদের বল্লোঃআমি এইরুমালটা কেটে আবারজোড়া লাগিয়ে দিবো ।আমরা অনেকেই ভাবি যে এটা নিশ্চয় মন্ত্র হবে । তাই আজআমরা অনেকেই ভাবি যে এটা নিশ্চয় মন্ত্র হবে । তাই আজআমি ওই সব ভন্ডজাদুকরেরমুখোশ খুলে দিলাম ।উপকরন এই অবাক করা যাদুরখেলাটা দেখাতে হলে চাইএকটা বারো ইন্চি সাইজেরহলদেরং এরসিল্কের রুমাল । একই ধরনের হলদে সিল্কেরএকটা তিন ইন্চি সাইজের রুমালঅথবা কাপড় । আট ইন্চি লম্বাএবং একইন্চি ব্যাসযুক্ত একটা কাগজেরটিউব । একটা ধারালো কাঁচি ।প্রস্তুত প্রনালীঃযে কোন শক্ত ধরনের একটাকাগজ পাকিয়ে আট ইন্চি লম্বাএবং একইন্চি ব্যাসযুক্ত টিউবটি তৈরি করে নাও ।টিউবটা তৈরি হওয়ার পরকাগজেরখোলা দারটা আঠা দিয়ে জুড়েনেবে ।যাতে এটা খুলে না যায় । আঠা শুকিয়ে যাওয়ার পরএকটা স্থায়ী টিউব তৈরি হয়েগেলো ।তিন ইন্চি সাইজের সিল্কের
=রুমাল কেটে আবার জোড়ালাগান । পর্ব 2=
টুকরোটি টিউবের যে কোনএকটা প্রান্তে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবে ।যাতে বাইরে থেকে সেটাদেখতেপাওয়ানা যায় । আবার খুব বেশিভেতোরেও ঢুকিয়ে দেবে না । এমনজায়গায়সেটা থাকবে যাতে ইচ্ছামতোআঙ্গূলদিয়ে বার করে আনা চলে ।এই কায়দা করা টিউব এবং কাঁচিটা থাকবে টেবিলেরওপর ।বারো ইন্চি সাইজের রুমালটাভাঁজকরে পকেটে রেখে দেবে ।এখন তুমি খেলাটা দেখানোর জন্য প্রস্তুত।কৈশলঃ১২ ইন্চির রুমালটা নিয়েবলবেনএটা আমি কেটে ফেলবো । আবার জোড়া লাগিয়ে দিবো । হাতেররুমালটা টিউবেরভেতোরে প্রবেশকরান এবং এক অংশ বাহিরেরাখুন । আবারটিউবের অন্য প্রান্তে এর ভেতোরের আগের থেকে রেখেদেয়া রুমালের কিছুঅংশ বেরকরে দেন ।তাহলে দেখা যাবে যে টিউবেরদু পাশে রুমালের ২ অংশ বের হয়েআছে । এবারএকটা ধারালো কাঁচি দিয়ে ঠিকমাঝখান দিয়ে কেটে দিন । তাহলেটিউবটি দুখন্ড হয়ে যাবে । সবাইভাববে সত্যি সত্যি রুমালটাকেটে গেছে ।এবার রুমালটা জোডা লাগানোরপালাঃকাটা টিউবটা একসাথে ধরে রুমালের দুমাথা ভেতোরে রেখে দিন ।এবারআগে থেকে রাখা ৩ ইন্চিররুমালটা বেরকরে সবাইকে দেখান যে রুমালটা ঠিকইআছে ।নোটঃআমি প্রোফেশনাল ।তাই নিজের ভাষায় লিখলাম !
No comments:
Post a Comment
Thanks For your Comment