নিয়ে এলাম মজার একটি ম্যাজিক। দর্শকেরা যা দেখেন জাদুকর কয় একটা খাম দর্শক এর হাতে দিয়ে বললেনঃ আমি আপনাদের মধ্যে কয়কজনকে কয়েকটি খাম এবং কাগজ দিয়েছি । যারা কাগজ এবং খাম পেয়েছেন তারা কাগজের ওপরে কালি দিয়ে নিজের ইচ্ছামত কোন দেশের নাম অথবা ইচ্ছামত যে কোন একটা শব্দ লিখো । লেখার পরে কাগজটাকে ভাজ না করে সোজাসুজি খামের মাঝে ঢুকিয়ে দেন ।এবার জাদুকরটি একজন দর্শকের কাছ থেকে একটা খাম নিবেন এবং জাদুকরের হাতে আর এক্সটা কিছু খাম আছে । তার উপরে ওটা রাখবেন । এবার জাদুকর ওই খামের দিকে তাকিয়ে ভেতোরের লেখা নামটা বলে দিবে । এতে তো আমরা অবাক । আমরা ভাবি নিশ্চয় বড় জাদুকর । জাদুকর না ওরা কচু । উপকরনঃ এই অবাক করা খেলাটা দেখাতে হলে চাইঃ একগোছা বিশেষভাবে প্রস্তুত খাম । কয়েকটা সাধারন খাম । টর্চের ছোট্ট বাল্ব । টর্চের ছোট্ট ব্যাটারী । কিছু তার । ছোট্ট ছুইচ । কয়েক টুকরো কাগজ ইত্যাদি । প্রস্তুত প্রনালিঃ একগোছা খাম নাও । খামের সংখ্যা এমন হবে যাতে একটার ওপর একটা রাখলে পরে ২ ইন্চি পরিমান উচু হয় । প্রত্যেকটা খামার মাঝখানে একটা করে 3-1/2 ইন্চি লম্বা এবং ২ ইন্চি চওড়া জানালা কাটো । এবারে এই জানালা কাটা খাম গুলাকে একটার ওপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে দাও । সব গুলো খামই এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দাও । সবচেয়ে তলায় একটা সাধারন খাম(অর্থ্যাত্ যাতে জানালা কাটা নেই এমন খাম) আঠা দিয়ে লাগিয়ে দেবে । তাহলে একগোছা খামের মাঝখানে এখন এমন একটা গর্তের মত জায়গা হয়েছে যেটা 3-1/2 ইন্চি লম্বা 2 ইন্চি চওড়া এবং 2 ইন্চি গভির । এই গর্তের মতো জায়গাটার মধ্যে টর্চের ছোট্ট বাল্বটা একটা কাঠির সাহায্য আটকে দেবে । বাল্বের তলায় তার জুড়ে সেটা ব্যাটারীর সাথে যোগ করে দেবে । এই ব্যাটারুটাও গর্তের মধ্যে আটকাবার ব্যাবস্থা করে নিতে হবে । বাল্বটা যাতে সব সময় জ্বলে না থাকে সে জন্য একটা তারের সাথে সুইচটা জুড়ে দেবে । এই সুইচটা থাকবে খামার বাইরে । অর্থ্যাত্ বাইরের সুইচটার সাহায্য ভেতোরের বাল্বটা ইচ্ছামত জ্বালানো বা নেভানো যাবে । এটা হয়ে যাওয়ার পর খামের গোছার ওপর খামের সাইজের একটা কাগজ আটকে দেবে । ব্যাপরাট কেমন হবে তা তোমরা ছবি দেখলে বুঝতে পারবে । এবার পাঁচ ছয়টা সাধারন খাম এই বিশেষভাবে তৈরী খামের গোছাটার ওপরে রাখবে । এটা এবং পাঁচ ছয় টুকরো সাদা কাগজ খেলা দেখাবার আগে থেকে টেবিলের ওপরে রেখে দেবে । খেলার আসর আগে জাদুকর যেই ভাবে খেলা দেখাতো ঠিক সেই ভাবে খেলা দেখান । যখন দর্শক এর হাত থেকে খামটা নিয়ে খামের গোছার উপর রাখবেন । তখন ছোট্ট সুইচটাতে একটা চাপ দিবেন তাহলে ভেতোরে আলো জ্বলবে । তখন ওই খামের ভেতোরে কি লেখা আছে সেটা দেখা যাবে । তখন দর্শক দের সেটা বলে দিবেন । তখন তারা ভাববে আপনি নিশ্চয় বড় কোন জাদুকর । নোটঃ এই জাদুটা বেশি প্যাক্টিস না করে কোন মন্চে দেখাতে যাবেন না । বর্তমানে ঘরে দেখান । সবাই মজা পাবে ।
No comments:
Post a Comment
Thanks For your Comment