03/07/2015

জাদুকর কয় একটা খাম দর্শক এরহাতে দিয়ে বললেনঃ

নিয়ে এলাম মজার একটি ম্যাজিক। দর্শকেরা যা দেখেন জাদুকর কয় একটা খাম দর্শক এর হাতে দিয়ে বললেনঃ আমি আপনাদের মধ্যে কয়কজনকে কয়েকটি খাম এবং কাগজ দিয়েছি । যারা কাগজ এবং খাম পেয়েছেন তারা কাগজের ওপরে কালি দিয়ে নিজের ইচ্ছামত কোন দেশের নাম অথবা ইচ্ছামত যে কোন একটা শব্দ লিখো । লেখার পরে কাগজটাকে ভাজ না করে সোজাসুজি খামের মাঝে ঢুকিয়ে দেন ।এবার জাদুকরটি একজন দর্শকের কাছ থেকে একটা খাম নিবেন এবং জাদুকরের হাতে আর এক্সটা কিছু খাম আছে । তার উপরে ওটা রাখবেন । এবার জাদুকর ওই খামের দিকে তাকিয়ে ভেতোরের লেখা নামটা বলে দিবে । এতে তো আমরা অবাক । আমরা ভাবি নিশ্চয় বড় জাদুকর । জাদুকর না ওরা কচু । উপকরনঃ এই অবাক করা খেলাটা দেখাতে হলে চাইঃ একগোছা বিশেষভাবে প্রস্তুত খাম । কয়েকটা সাধারন খাম । টর্চের ছোট্ট বাল্ব । টর্চের ছোট্ট ব্যাটারী । কিছু তার । ছোট্ট ছুইচ । কয়েক টুকরো কাগজ ইত্যাদি । প্রস্তুত প্রনালিঃ একগোছা খাম নাও । খামের সংখ্যা এমন হবে যাতে একটার ওপর একটা রাখলে পরে ২ ইন্চি পরিমান উচু হয় । প্রত্যেকটা খামার মাঝখানে একটা করে 3-1/2 ইন্চি লম্বা এবং ২ ইন্চি চওড়া জানালা কাটো । এবারে এই জানালা কাটা খাম গুলাকে একটার ওপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে দাও । সব গুলো খামই এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দাও । সবচেয়ে তলায় একটা সাধারন খাম(অর্থ্যাত্ যাতে জানালা কাটা নেই এমন খাম) আঠা দিয়ে লাগিয়ে দেবে । তাহলে একগোছা খামের মাঝখানে এখন এমন একটা গর্তের মত জায়গা হয়েছে যেটা 3-1/2 ইন্চি লম্বা 2 ইন্চি চওড়া এবং 2 ইন্চি গভির । এই গর্তের মতো জায়গাটার মধ্যে টর্চের ছোট্ট বাল্বটা একটা কাঠির সাহায্য আটকে দেবে । বাল্বের তলায় তার জুড়ে সেটা ব্যাটারীর সাথে যোগ করে দেবে । এই ব্যাটারুটাও গর্তের মধ্যে আটকাবার ব্যাবস্থা করে নিতে হবে । বাল্বটা যাতে সব সময় জ্বলে না থাকে সে জন্য একটা তারের সাথে সুইচটা জুড়ে দেবে । এই সুইচটা থাকবে খামার বাইরে । অর্থ্যাত্ বাইরের সুইচটার সাহায্য ভেতোরের বাল্বটা ইচ্ছামত জ্বালানো বা নেভানো যাবে । এটা হয়ে যাওয়ার পর খামের গোছার ওপর খামের সাইজের একটা কাগজ আটকে দেবে । ব্যাপরাট কেমন হবে তা তোমরা ছবি দেখলে বুঝতে পারবে । এবার পাঁচ ছয়টা সাধারন খাম এই বিশেষভাবে তৈরী খামের গোছাটার ওপরে রাখবে । এটা এবং পাঁচ ছয় টুকরো সাদা কাগজ খেলা দেখাবার আগে থেকে টেবিলের ওপরে রেখে দেবে । খেলার আসর আগে জাদুকর যেই ভাবে খেলা দেখাতো ঠিক সেই ভাবে খেলা দেখান । যখন দর্শক এর হাত থেকে খামটা নিয়ে খামের গোছার উপর রাখবেন । তখন ছোট্ট সুইচটাতে একটা চাপ দিবেন তাহলে ভেতোরে আলো জ্বলবে । তখন ওই খামের ভেতোরে কি লেখা আছে সেটা দেখা যাবে । তখন দর্শক দের সেটা বলে দিবেন । তখন তারা ভাববে আপনি নিশ্চয় বড় কোন জাদুকর । নোটঃ এই জাদুটা বেশি প্যাক্টিস না করে কোন মন্চে দেখাতে যাবেন না । বর্তমানে ঘরে দেখান । সবাই মজা পাবে ।

No comments:

Post a Comment

Thanks For your Comment