20/07/2015

এইবার ২০০ এর বেশী লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন খুব সহজেই

ফেসবুক এর একটা সীমাবদ্ধতা ছিলো ২০০+ লাইকের ফেসবুক ফ্যন পেজের নাম পরিবর্তন করা যেতো না।। কিন্তু এখন ফেসবুক অফিশিয়াল ভাবেই ২০০+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করার ব্যবস্থা করে দিয়েছে :) কিন্তু আপনার পেজের লাইক যদি খুব বেশী পরিমানের হয় [৩০ হাজারেরো বেশী ] তাহলে আপনি হয়তো এই পদ্ধতিতে সরাসরি পেজের নাম পরিবর্তন করতে পারবেন না কীভাবে ২০০+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন ঃ
১। প্রথমেই নিচের লিংকে যান https://www.facebook.com/*****/info
[***** এর জায়গায় আপনার পেজের ইউজার নেম দিন] এই লিংক এ গেলে আপনি আপনার পেজের "Page info " অপশন পাবেন
২। পেজ ইনফো এর নিচের দিকে "Name" এর পাশে Edit অপশন পাবেন... সেটায় ক্লিক করুন অথবা সরাসরি নিচের লিংক ফলো করুন => https://www.facebook.com/******/info?section=name&view
[***** এর জায়গায় আপনার পেজের ইউজার নেম দিন] Chnage-facebook-page-name-which-has-200-
৩।তারপর বক্সে নতুন নাম দিয়ে "Save Changes " দিন... আপনার পেজের নাম পরিবর্তন হয়ে যাবে :) যদি আপনার পেজের লাইক ৩০ হাজারের ও বেশী হয় তবে আপনি হয়তো এই অপশন টা পাবেন না... তবে আপনার পেজ এর নাম চেঞ্জ করার জন্য ফেসবুকে আবেদন করতে পারেন সে জন্য আপনার Page Info এ Name অপশন এর পাশ থেকে "Request Change" অপশন টা সিলেক্ট করতে হবে এবং পরের পেজ এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। Chnage-facebook-page-name-which-has-200- ফেসবুক টিম আপনার আবেদন পর্যবেক্ষণ করবে এবং নতুন কোন তথ্য চাইলে পরবর্তীতে জানতে চাইবে ... যেটা আপনাকে তাদের দিতে হবে । এইভাবে আপনি ২০০ লাইক হওয়ার পর ও আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন :)

No comments:

Post a Comment

Thanks For your Comment