13/07/2015

ফেসবুকের ইউজার নেম দিন এক শব্দের...

আজ আমি আপনাদের দেখবো কিভাবে ফেসবুক ইউজার নেম এক শব্দের দিবেন। এজন্যে আপনার দরকার মোজিলা ফায়ারফক্স এবং ফ্রেশ ইন্দোনেশিয়ান প্রক্সি।
১.প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করুন করুন।
২.এরপর Account Settings এ যান ।
৩.এবার এখানে যান।
৪.এবার যে প্রথম ৬-৭ টার মধ্যে যে কোন একটা যে কোন একটা 8080 পোর্টের প্রক্সি বেছে নিন । অন্য পোর্ট দিলে কাজ করবে না। উল্লেখ্য , এখানে : এর আগ পর্যন্ত প্রক্সি এবং পরের অংশ পোর্ট। ppp.png
৫.এবার আপনার ফায়ারফক্সের Options>>Advanced>>Network>>Settings এ যান
৬.Manual Proxy Configuration মার্ক করুন , এরপর Use this proxy server for all protocalls মার্ক করুন। Capture1.gif
৭.HTTP PROXY ও PORT বক্সে আপনার কপি করা প্রক্সি – পোর্ট বসিয়ে ok ক্লিক করুন এবং পুনরায় ok চাপুন।
Note: প্রক্সির কারণে নেটের স্পিড কিছুটা স্লো হয়ে যেতে পারে , তাই কোন কিছু লোড হতে আগের থেকে কিছুটা বেশি সময় নিতে পারে ।
৮.এবার Language /Edit ক্লিক করুন এবং Bashasa Indonesia সিলেক্ট করুন। অতঃপর Save Changes ক্লিক করুন। Untitled.png
৯.এবার Name / Edit ক্লিক করুন । ~~~~~~~~~~~~~
Name = Nama
Edit = Sunting ~~~~~~~~~~~~~
১০.ফার্স্ট নেম যা ইচ্ছা দিয়ে Last name ও Middle name ফাকা রাখুন। ~~~~~~~~~~~~~~
First = Depan
Middle = Tengah
Last = Belakang ~~~~~~~~~~~~~~~
১১.অবশেষে আপনার পাসওয়ার্ড দিয়ে Save Changes ক্লিক করুন। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Password = Kata Sandi
Save Changes = Simpan Perubahan ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Captureaaa1.png এবার দেখুন আপনার ইউজার নেম এক শব্দের হয়ে শেছে Capturewww.png এরপর প্রক্সি বাদ দিতে পুনরায়
Options>>Advanced>>Network>>Settings এ গিয়ে No Proxy তে মার্ক করে ok ক্লিক এবং পুনরায় ok চাপুন। ভাষা ঠিক করতে হলে Bhasa (Language) এ ক্লিক করে English(US) সিলেক্ট করে Save Changes দিন।
NOTES: খেয়াল রাখবেন যখন প্রক্সি দিবেন তখন যেন ACCOUNT SETTINGS পেজটাই ওপেন থাকে, অন্য কোন পেজ থেকে এখানে এন্টার করলে হবে না । পেজটা রিলোডও করা যাবে না। আর নেম চেঞ্জ করার আগে অবশ্যই ইন্দোনেশিয়ান ভাষাটা সিলেক্ট করে নিতে হবে অন্যথায় এটি কাজ করবে না। কোন সমস্যা হলে কমেন্ট করবেন , অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
Onnorokom
আজ এই পর্যন্তই , সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment

Thanks For your Comment