১.প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করুন করুন।
২.এরপর Account Settings এ যান ।
৩.এবার এখানে যান।
৪.এবার যে প্রথম ৬-৭ টার মধ্যে যে কোন একটা যে কোন একটা 8080 পোর্টের প্রক্সি বেছে নিন । অন্য পোর্ট দিলে কাজ করবে না। উল্লেখ্য , এখানে : এর আগ পর্যন্ত প্রক্সি এবং পরের অংশ পোর্ট।
৫.এবার আপনার ফায়ারফক্সের Options>>Advanced>>Network>>Settings এ যান
৬.Manual Proxy Configuration মার্ক করুন , এরপর Use this proxy server for all protocalls মার্ক করুন।
৭.HTTP PROXY ও PORT বক্সে আপনার কপি করা প্রক্সি – পোর্ট বসিয়ে ok ক্লিক করুন এবং পুনরায় ok চাপুন।
Note: প্রক্সির কারণে নেটের স্পিড কিছুটা স্লো হয়ে যেতে পারে , তাই কোন কিছু লোড হতে আগের থেকে কিছুটা বেশি সময় নিতে পারে ।
৮.এবার Language /Edit ক্লিক করুন এবং Bashasa Indonesia সিলেক্ট করুন। অতঃপর Save Changes ক্লিক করুন।
৯.এবার Name / Edit ক্লিক করুন । ~~~~~~~~~~~~~
Name = Nama
Edit = Sunting ~~~~~~~~~~~~~
১০.ফার্স্ট নেম যা ইচ্ছা দিয়ে Last name ও Middle name ফাকা রাখুন। ~~~~~~~~~~~~~~
First = Depan
Middle = Tengah
Last = Belakang ~~~~~~~~~~~~~~~
১১.অবশেষে আপনার পাসওয়ার্ড দিয়ে Save Changes ক্লিক করুন। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Password = Kata Sandi
Save Changes = Simpan Perubahan ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Options>>Advanced>>Network>>Settings এ গিয়ে No Proxy তে মার্ক করে ok ক্লিক এবং পুনরায় ok চাপুন। ভাষা ঠিক করতে হলে Bhasa (Language) এ ক্লিক করে English(US) সিলেক্ট করে Save Changes দিন।
NOTES: খেয়াল রাখবেন যখন প্রক্সি দিবেন তখন যেন ACCOUNT SETTINGS পেজটাই ওপেন থাকে, অন্য কোন পেজ থেকে এখানে এন্টার করলে হবে না । পেজটা রিলোডও করা যাবে না। আর নেম চেঞ্জ করার আগে অবশ্যই ইন্দোনেশিয়ান ভাষাটা সিলেক্ট করে নিতে হবে অন্যথায় এটি কাজ করবে না। কোন সমস্যা হলে কমেন্ট করবেন , অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
Onnorokom
আজ এই পর্যন্তই , সবাই ভাল থাকবেন।
No comments:
Post a Comment
Thanks For your Comment