Nokia mobile সিস্টেম file এ সমস্যা হলে reset দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই জানেন না reset দেয়ার সঠিক উপায়। Nokia mobile গুলোর Reset দুই ভাগে ভাগ করা যায়।
Soft Reset ও Hard Reset. নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম।
সতর্কতাঃ phone reset করার আগে আপনার প্রয়োজনীয় সকল তথ্য মেমরি কার্ডে ঢুকিয়ে রাখুন এবং মেমরি কার্ড ও সিম কার্ড phone থেকে খুলে রাখুন। লক্ষ্য রাখবেন যাতে phone এ পর্যাপ্ত চার্জ থাকে। তারপর ফোন চালু করে reset দিন।
১. Soft Reset Phone এ সমস্যা হলে প্রথমে যে Reset পদ্ধতি প্রয়োগ করতে হয় তা হলো soft reset. এটি দুই ভাবে দেয়া যায়ঃ ==>Menu থেকেঃএজন্য আপনাকে প্রথমে”Restore Factory Settings”অপশন টা খুঁজে বের করতে হবে। সাধারণত এটি Menu>Settings>Phone>এ থাকে। খুঁজে পেলে”Restore Factory Settings”সিলেক্ট করে ok press করুন।Security code চাইলে security code দিন। (security code ডিফল্টভাবে 12345 থাকে।) ==>সরাসরিঃএজন্যphone থেকে*#7780# ডায়াল করুন। তারপর Security code দিন। Resetting process শুরু হলে এটি কিছুক্ষণ পর একা একা Offহয়ে আবার On হবে, অর্থাৎ restart হবে। তারপর”RestoringComplete”লেখা আসলে বুঝবেন আপনার phone টি reset হয়েছে। {Tameem’s Tips}
২. Hard Reset যদি Soft reset এর মাধ্যমে phone এর সমস্যা দূর না হয় তখনই কেবলমাত্র Hard Reset পদ্ধতি প্রয়োগ করতে হয়। Hard Reset দিলে phone কেনার সময় যেমনটি ছিল ঠিক সেরকম হয়ে যায়, অর্থাৎ ফোনের সকল তথ্য মুছে যায়। তবে অনেক java phone ও পুরাতন মডেল এর phone গুলোতে এই পদ্ধতি থাকেনা।Hard reset ও দুই ভাবে দেয়া যায়ঃ ==>সাধারণভাবেঃএজন্য phone থেকে*#7370# ডায়াল করুন। তারপর security code দিন। ==>বিকল্প পদ্ধতি (Operating System চালু না হলেঃ)অনেক সময় phone on করলে এটি চালু না হয়ে শুধু NOKIA লেখা এসে বসে থাকে কিংবা কোনকিছু দেখা যায় না, শুধু ডিসপ্লে জ্বলে থাকে। এমন অবস্থায় এই পদ্ধতিতে ফোনের Hard Reset দেয়া ছাড়া কোন উপায় থাকেনা। এটি করতে হয় phone off অবস্থায়। তাই এ পদ্ধতিতে phone on থাকলে প্রথমে তা off করে নিতে হবে। যদি সাধারণভাবে off না হয় (Operating System এ সমস্যা থাকলে) তাহলে ব্যাটারি খুলে এটিকে off করে নিতে হবে। তারপর ব্যাটারি পুনরায় লাগান। কিন্তু phone on করবেন না।এবার নিম্নের মত কাজ করুনঃ আপনার ফোনের স্টার ( * ) KEY,”3″নম্বর KEY, সবুজ (কল) বাটন এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষণ না ডিসপ্লেতে NOKIA লেখা ও আলো দেখা যায়। Nokia 5800 এর জন্যঃ সবুজ (কল) বাটন, লাল (রিজেক্ট) বাটন, multimedia বাটন ও Power বাটন একসাথে চেপে ধরে রাখুন। Nokia N97 এর জন্যঃShift space delete এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন। অন্যান্য Nokia S60v5 ফোনের জন্যঃসবুজ (কল) বাটন, লাল(রিজেক্ট) বাটন, camera বাটন এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন। এরপর ফোন অন হলে দেখবেন আপনার ফোন পুরো NEW হয়ে গেছে!
No comments:
Post a Comment
Thanks For your Comment