আমার সম্পর্কের এক মামা এই ম্যাজিক টি আমাদের দেখিয়ে ছিল সে নাকি এই ম্যাজিকটি পথের এক হকারের কাছথেকে ১০০ টাকা দিয়ে শিখেছিল ।ম্যজিক টি এমন আমরা ৫ টাকা দিলে সে টাকাটা একটি সাদা কাগজের উপর রেখে কাঁচের গ্লাস চাপা দিচ্ছে সাথে সাথে টাকাটি অদৃশ্য হয়ে যাচ্ছে গ্লাসের বাইরে থেকে টাকাটি দেখতে পাবার কথা কিন্তু দেখা যাচ্ছেনা ।কিন্তু সে মন্ত্র পড়ে গ্লাস সরিয়ে নিতেই টাকা ফিরে আসচ্ছে ।আমরা তো অবাক হয়েছিলাম ,পরিবারের সবাই হেসে লুটিপুটি খায় । আসলে পুরনো দিন গুল খুব ভাল ছিল মনে সুখ ছিল ।তাই ৫ টি টাকা অদৃশ্য হতে দেখে অবাক হয়েছিলাম আর আজ বাংলাদেশটাকে অদৃশ্য করার চেষ্টা করতে দেখে অবাক হচ্ছিনা ।বাংলাদেশের অনেক অনিয়ম ও কিছুটা নিয়ম মনে হচ্ছে । আসলে এটি কিছুই না শুধুমাত্র গ্লাসের মুখের বরাবর গোলকরে কাটা সাদা কাগজ আঠা দিয়ে লাগানো হয়েছে ।আর সে সাদা কাগজের উপর টাকা রেখে সুন্দর করে গ্লাস দিয়ে টাকাটি ঢেকে দিচ্ছে ।গ্লাসের মুখে সাদা কাগজ লাগানো বলে আমরা টাকাটা দেখতে পাচ্ছিনা । আপনারা দেখানোর সময় গ্লাসটির একটি কাগজের কভার বানিয়ে নিতে পারেন ।তবে ধরা পড়বেন না ।আর মামার মত কভার ছাড়া করতে চায়লে অনেক প্যাটিস করতে হবে ।জানালাতে কে বলে জানালার দিকে তাকিয়ে গ্লাস দিয়ে টাকাটি ঢেকে দিতে হবে ।
No comments:
Post a Comment
Thanks For your Comment