03/07/2015

অংক সমাধান করবে অন্য কেউ কিন্তু তার উত্তর বলে দিয়ে তাকে চমকে দিবেন আপনিঃ

যদিও এই অংকের ম্যাজিকটি ছোট্ট কিন্তু এটা কম আশ্চর্যজনক নয়। প্রথমে আপনি যাকে ম্যাজিক দেখাবেন তাকে বলুন পাশাপাশি তিনটি একই রকম সংখ্যা লিখতে। যেমনঃ [ ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫ ইত্যাদি।] তারপর তাকে ঐ তিনটি সংখ্য যোগ করে ঐ যোগফল দারা এই তিন অংকের সংখ্যাকে ভাগ করতে বলুন। যেমনঃ [ যদি সে ১১১ এই সংখ্যাটি লেখে তবে ১+১+১=৩, এরপর ১১১/৩ = ৩৭ ] এখন তার উত্তর যে ৩৭ এটা কিন্তু আপনি না দেখেই বলে দিতে পারবেন। কিন্তু কি ভাবে???

হ্যাঁ। যে ভাবে আপনি তার উত্তর বলে দিতে পারবেনঃ

ভাই। আসলে এর উত্তর সব সময় ৩৭ই হবে। সে একই রকমের তিন সংখ্যাতে যাই লিখুক না কেন এটার উত্তর সবসময় ৩৭ই হবে। কিন্তু ভাই এখানে একটা কথা আপনি যদি তাকে খুব বেশি চমকিত করতে চান তবে আমি আপনাকে একটি বুদ্ধি শিখীয়ে দিচ্ছি। আপনি এই ম্যাজিক দেখানোর আগে একটা কাগজে লেবুর রস দিয়ে ৩৭ লিখবেন। তার পর যখন এটা শুখাবে দেখবেন ৩৭ লিখাটি আর দেখা যাচ্ছে না। এবার এই কাগজটি আপনার সংগ্রহে রাখুন। এবং যখন কাউকে এই ম্যাজিকটি দেখাবেন তখন উত্তর বলার আগে আপনার সংগ্রহের ঐ কাগজটি বের করে তাতে কিছু সময় ঝাড়ফুঁক [ একটু অভিনয় এই আরকি ] করে কাগজটি পানিতে ভিজালেই দেখবেন ৩৭ লেখাটি ফুটে উঠেছে। তখন তাকে কাগজটি দেখান আর খুব ভাবভঙ্গী নিয়ে বলুন “ তোমার অংকের উত্তর ৩৭ হা হা হা”। বিঃ দ্রঃ এই ম্যাজিকটি কখনও কাউকে দুইবার দেখাতে যাবেন না। তাহলে আপনার খবর আছে। কারন এটার উত্তর সবসময়ই ৩৭। কি বুঝলেনতো???

No comments:

Post a Comment

Thanks For your Comment