09/07/2015

নাম চেইঞ্জ করতে করতে লিমিট শেষ সমস্যা নাই, পূর্ববর্তী চেইঞ্জ করা নাম গুলো আবার ব্যবহার করতে পারবেন...

ধাপ
1: প্রথমে ফেসবুকে যেখানে ফ্রেন্ডদের নাম লিখে সার্চ দেন ওই সার্চ বারে Hack লিখে সার্চ দেন। or Go Here
ধাপ 2: এবার সবার প্রথমে আসবে Secure Your Account on Facebook এটা তে ক্লিক করেন।
ধাপ 3: এবার আপনার পাসওয়ার্ড চাইবে। ভয় নাই। দিয়ে দেন। ধাপ
4: এবার আপনাকে ফেসবুক জিজ্ঞাসা করবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইছে কিনা। আপনি হ্যা বলুন ধাপ
5: এরপর বাকি কাজ গুলা করুন। ধাপ
6: সবার শেষ আপনাকে আপনার এযাবত্ চেন্জ করা সকল নামের তালিকা দিবে। আপনি সেখন থেকে আপনি যে নাম দিতে চান ঐনাম সিলেক্ট করুন। এবং ওকে চাপুন। যাদের নাম চেইঞ্জ করার লিমিট আছে, মানে ২,১ এক বার চেইঞ্জ করছেন, এখনো চেইঞ্জ করা যাবে তারা আগের নাম বা এই টিপস কাজ করবে না। লিমিট শেষ হবার পর, আগে যে কয়বার নাম চেইঞ্জ করছেন ওখান থেকে যেই নাম ইচ্ছা ব্যবহার করতে পারবেন। কিন্তু ২/১ বার নাম চেইঞ্জ করছেন এখনো লিমিট আছে কিন্তু ৬০ দিন এর মধ্যে নাম চেইঞ্জ কর্তে চান তাহলে করতে পারবেন।

2 comments:

Thanks For your Comment