13/07/2015

আপনার পেনড্রাইভকে Bootable করুন Run command এর মাধ্যমে

আশা করি সবাই ভালো আছেন। এটা আমরা এই ব্লগ এ 3 নাম্বার পোস্ট। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। যাহোক কাজের কথাই আশা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হল আপনার পেনড্রাইভ অর্থাৎ যে পেনড্রাইভকে Bootable করতে চান সেটি আপনার পিসিতে অ্যাড করতে হবে মানে হল USB port এ ঢুকাতে হবে। তারপর আপনার পিসির Run option এ গিয়ে টাইপ করুন cmd এবং এন্টার প্রেস করুন। এবার কাজ সুরু……
১. প্রথমে টাইপ করুন Diskpart এবং এন্টার প্রেস করুন।
২. list disk (এন্টার প্রেস করুন)
৩. SELECT DISK X (X means your pen drive number, if show 1 write 1 or show 0 write o replace X) (এন্টার প্রেস করুন)
৪. CLEAN (এন্টার প্রেস করুন)
৫. CREATE PARTITION PRIMARY (এন্টার প্রেস করুন)
৬. SELECT PARTITION X (এন্টার প্রেস করুন)
৭. ACTIVE (এন্টার প্রেস করুন)
৮. FORMAT FS=NTFS (এন্টার প্রেস করুন) এখানে আপনার পেনড্রাইভ ফরম্যাট হবে তাই ফরম্যাট হতে যেটুকু সমই লাগে ওয়েট করুন।
৯. ASSIGN (এন্টার প্রেস করুন)
১০. EXIT (এন্টার প্রেস করুন) এরপর উইন্ডোজ ফাইল কপি করে আপনার পিসি তে ইন্সটল দিন।

No comments:

Post a Comment

Thanks For your Comment