03/07/2015

লেবু থেকে রক্ত

ম্যাজিক শেখার ব্যাপারে সবারই কমবেশি আগ্রহ রয়েছে ।যখন একটা ম্যাজিক শিখতে গেলে অনেক সময় লাগে ।তখন শেখার আগ্রহটা কমে যায় ।তাই আমি সংক্ষিপ্ত আকারে ম্যাজিকটা শেখাব প্রথমে একটি লেবু এবং একটি ছুড়ি নিন ।অন্য একজনকে ছুড়ি দিয়ে লেবুটি কাটতে দেন ।দেখবেন লেবু থেকে লেবুর রস বের না হয়ে রক্ত বের হচ্ছে । যে কারনে রক্ত বের হবে : আপনি যে ছুড়ি দিয়ে লেবু কাটবেন ।২-৩ আগে সে ছুড়িতে জবা ফুল ভালভাবে ঘসে রোদে শুকান ।শুকানোর পর যে কাউকে ঐ ছুড়ি দিয়ে লেবু কাটতে দিবেন ।দেখবেন লেবু থেকে রক্ত বের হচ্ছে ।কারন শুকনো জবা ফুল লেবুর রস পেয়ে লাল রক্ত মত বের হবে । জানিনা কেমন লাগল আপনাদের ।বুজাতে পেরিছি কিনা ।

No comments:

Post a Comment

Thanks For your Comment